ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
সরকার পতনে এক দফা দাবি আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা দেবেন মির্জা ফখরুল

বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী রোডমার্চ আজ

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী রোডমার্চ আজ। সকালে কুমিল্লা থেকে যাত্রা শুরু করে ফেনী, মীরসরাই, সীতাকু-, সিটি গেইট, জিইসি মোড় হয়ে রোডমার্চের বহর চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ী নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে সমাবেশে মিলিত হবে। সেই সমাবেশ থেকে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত ১৯ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হওয়া ১৫ দিনের রোডমার্চ কর্মসূচি শেষ হচ্ছে চট্টগ্রাম থেকে।

দলের নেতারা বলছেন, রোডমার্চের শেষ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। রোডমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাদের প্রতাশা, এ কর্মসূচিতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি স্বতঃস্ফূর্ত জনতার ঢল নামবে। মাঠের প্রধান বিরোধী দল বিএনপির এ কর্মসূচিকে ঘিরে শাসক দল আওয়ামী লীগ পাল্টা কোন কর্মসূচি ঘোষণা না করলেও নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আর এজন্য যেকোন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বিএনপির পক্ষ থেকে কুমিল্লা থেকে ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ সড়কে মানবপ্রাচীর গড়ে তোলার প্রস্তুতি নেয়া হয়েছে। মহাসড়কের দুইপাশে দাঁড়িয়ে রোডমার্চের বহরকে স্বাগত জানাবে দলের নেতাকর্মী ও সমর্থকরা।

কর্মসূচিতে যেখানে বাধা সেখানে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকারও করেছেন দলের নেতারা। রোডমার্চ পরবর্তী সমাবেশ সফল করতে কক্সবাজার ও তিন পার্বত্য জেলা থেকে নেতাকর্মীরা চট্টগ্রামে আসতে শুরু করেছেন। পথে পথে যানবাহন চলাচলে প্রতিবন্ধতা সৃষ্টির আশঙ্কায় অনেকে আগেভাগে নগরীতে চলে আসছেন। নগর বিএনপির নেতারা জানান, রোডমার্চের বহরকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নগর বিএনপির পক্ষ থেকে রোডমার্চ পরবর্তী সমাবেশের জন্য কাজির দেউড়ী মোড়ের অনুমতি চেয়ে নগর পুলিশের কাছে আবেদন করা হয়। তবে যানজট এড়াতে পুলিশের পক্ষ থেকে কাজির পরিবর্তে নূর আহমদ সড়কে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
রোডমার্চে জনতার ঢল নামবে :

গতকাল বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে এক প্রস্তুতি সভয় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, রোডমার্চে জনতার ঢল নামবে। এ অঞ্চলের মানুষ আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ। তারা রাস্তায় নেমে সরকারের প্রতি চূড়ান্ত অনাস্থা প্রকাশ করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘তলে তলে সব আপস হয়ে গেছে’ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তলে তলে যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে কেউ কি প্রকাশ্যে তা জনসভায় বলে? আসলে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে এ ধরনের উদ্ভট বক্তব্য দিতে হচ্ছে।

তিনি বলেন, মানুষের কোন অধিকার নেই। নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম বেড়ে গেছে। দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায়। মুক্তিযুদ্ধে নিপীড়িত মানুষকে যেভাবে সাহায্য করেছিল আজকে গণতন্ত্রকে মুক্ত করতে দেশের মানুষ সেভাবে বিএনপির পাশে আছে। সরকারের একগুয়েমির কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে যাচ্ছে। সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। পদত্যাগ না করলে পদত্যাগে বাধ্য করা হবে। এই চট্টগ্রাম হচ্ছে বিএনপির দূর্ভেদ্য ঘাঁটি। অতীতে চট্টগ্রামে বিএনপির প্রতিটি কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই রোডমার্চ কর্মসূচি সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তিনি সরকার পতনের এক দফা আন্দোলনের দিক নির্দেশনা মূলক পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

এতে প্রধান বক্তা ছিলেন নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। চকবাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রমজু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর হোসাইনের পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি নেতা নাজিমুর রহমান, মো. কামরুল ইসলাম, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী। উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা রাশেদ চৌধুরী, মো. মহসিন, সালাউদ্দীন কায়সার লাভু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

আন্দোলনে আহতদের চিকিৎসায় আসছে চীনের মেডিক্যাল টিম

আন্দোলনে আহতদের চিকিৎসায় আসছে চীনের মেডিক্যাল টিম

মীলাদুন্নবী মাহফিল থেকে আমরা ঈমানকে পুনর্জ্জীবিত করতে পারি  -সায়্যিদ মাআন আল হাসানী আল মক্কী

মীলাদুন্নবী মাহফিল থেকে আমরা ঈমানকে পুনর্জ্জীবিত করতে পারি -সায়্যিদ মাআন আল হাসানী আল মক্কী

কলাপাড়ায় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

কলাপাড়ায় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

প্রথম সেশনেই বাংলাদেশের গলায় পরাজয়ের মাল্য

প্রথম সেশনেই বাংলাদেশের গলায় পরাজয়ের মাল্য

সিলেটে একদিনে ৫ থানার ওসি বদলি

সিলেটে একদিনে ৫ থানার ওসি বদলি

সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

তেজগাঁও থানার হত্যা মামলা ইনু-মেনন-পলক-দীপু মনি, মামুন-রুপা-শাকিল গ্রেপ্তার

তেজগাঁও থানার হত্যা মামলা ইনু-মেনন-পলক-দীপু মনি, মামুন-রুপা-শাকিল গ্রেপ্তার

নিজ বাড়িতে কোয়াড নেতাদের আমন্ত্রণ জানালেন বাইডেন

নিজ বাড়িতে কোয়াড নেতাদের আমন্ত্রণ জানালেন বাইডেন

ফিরলেন লিটনও, সঙ্গী পাচ্ছেন না শান্ত

ফিরলেন লিটনও, সঙ্গী পাচ্ছেন না শান্ত

থিতু হয়ে ফিরলেন সাকিব

থিতু হয়ে ফিরলেন সাকিব

হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন চীন ঘনিষ্ঠ মুইজ্জু

হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন চীন ঘনিষ্ঠ মুইজ্জু

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ফের ৫ দিনের রিমান্ডে

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ফের ৫ দিনের রিমান্ডে

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগ

হেলিকপ্টারের তেল শেষ! ভোটপ্রচারে যেয়ে বিপাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

হেলিকপ্টারের তেল শেষ! ভোটপ্রচারে যেয়ে বিপাকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

নির্বাচনের পর শ্রীলঙ্কায় কারফিউ জারি

নির্বাচনের পর শ্রীলঙ্কায় কারফিউ জারি

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

রামাল্লায় ভারী অস্ত্র নিয়ে আল জাজিরা অফিসে ইসরাইলি সেনাদের হানা

শান্ত-সাকিবের সাবধানী শুরু

শান্ত-সাকিবের সাবধানী শুরু

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

ট্রাম্পের সঙ্গে আবারো মুখোমুখি হতে চ্যালেঞ্জ কমলার

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন

পরিচারককে অপমান! মেয়েকে ‘শিক্ষা’ দিতে গিয়ে বিপাকে রণবীরের বোন