ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১
চট্টগ্রামে পিতাকে হত্যার পর লাশ ১০ টুকরো, মামলা তদন্তে অগ্রগতি

কাটা মাথা উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে পিবিআই

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

১২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম

পুত্রবধূ আনারকলিকে নিয়ে টানা তিনদিন তল্লাশির পরও হাসান আলীর কাটা মাথা পাওয়া যায়নি। তদন্তকারি সংস্থা পিবিআই কর্মকর্তাদের ধারণা ছিল পুত্র সফিকুর রহমান জাহাঙ্গীরকে পাকড়াও করা গেলে মাথাটি উদ্ধার করা সম্ভব হবে। গ্রেফতারের পর তাকে নিয়েও তিনদিন পতেঙ্গা সমুদ্র সৈকতের পাথরের ফাঁকে ফাঁকে তল্লাশি চালানো হয়। নিজহাতে পিতার কাটা মাথাটি স্কুল ব্যাগ থেকে বের করে পাথরের ফাঁকে ফেলে দেন সফিকুর। কিন্তু তিনি নিজেও এখন আর সেই মাথাটি খুঁজে পাননি।

আলোচিত এ হত্যাকা-ের ২১ দিন পরেও উদ্ধার হয়নি খ-িত মাথা। ধারণা করা হচ্ছে সাগরের উত্তাল ডেউয়ের তোড়ে সেটি ভেসে গেছে। এই অবস্থায় খ-িত মাথা উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে পিবিআই। ১০ টুকরো লাশের নয় টুকরো উদ্ধার হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা (আইও) পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মো. ইলিয়াছ খান বলেন, আপাতত মাথা উদ্ধারের আশা ছেড়ে দিয়েছি। এখন দ্রুত তদন্ত শেষ করে মামলার অভিযোগ দেওয়ার জন্য কাজ করছি আমরা। আলোচিত এই মামলার চার আসামিকেই ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে হোসেন আলীর স্ত্রী ছাড়া দুই পুত্র এবং পুত্রবধূ খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে হত্যাকা- এবং লাশ গুমের ঘটনায় হাসান আলীর পরিবারের এ চার সদস্যের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর বাইরে অন্য কেউ এ ঘটনায় জড়িত থাকার কোন তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি। মাথা ছাড়া লাশের বাকি সবকটি অংশ উদ্ধার হয়েছে। হত্যাকা- এবং লাশগুমে ব্যবহৃত বেশিরভাগ আলামত জব্দ করা হয়েছে। ফলে মামলার তদন্ত দ্রুত শেষ করা যাবে।

গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর ঘাটে একটি ট্রলিব্যাগ পাওয়া যায়। ব্যাগে লাশের আট টুকরো পাওয়া যায়। এ ঘটনায় পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর দুইদিনের মাথায় ২৩ সেপ্টেম্বর নগরীর আকমল আলী সড়কের পাশে একটি খাল থেকে বস্তাবন্দি টেপে মোড়ানো শরীরের গলা থেকে উরু পর্যন্ত অংশটি উদ্ধার করে পিবিআই। এর মধ্যে আঙ্গুলের ছাপ ও নিজস্ব সোর্সের মাধ্যমে নিহত হাসান আলীর পরিচয় নিশ্চিত করা হয়। এরপর গ্রেফতার করা হয় হাসানের স্ত্রী ছেনোয়ারা ও বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে। তাদের পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৭ সেপ্টেম্বর আদালতে দেওয়া জবানবন্দিতে বাবাকে খুনের লোমহর্ষক বর্ণনা দেন মোস্তাফিজ। প্রায় ২৭ বছর নিরুদ্দেশ থাকার পর দুইবছর আগে পরিবারের কাছে ফিরে আসেন হাসান। ফিরেই তিনি ভিটেমাটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করতে থাকে। এ নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে তার বিরোধ বাঁধে। এর জের ধরে তাকে ছোট পুত্রের বাসায় এনে হত্যা করা হয়। এরপর লাশ ১০ টুকরো করে বিভিন্ন এলাকায় ফেলে দেয়া হয়। জবানবন্দি রেকর্ড শেষে মোস্তাফিজকে কারাগারে পাঠানো হয়। এরপর ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বাবার বাড়ি থেকে গ্রেফতার করা হয় ছোট ছেলে সফিকুরের স্ত্রী আনারকলিকে। পরদিন আনারকলিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে তিনদিনের রিমান্ডে নেয় পিবিআই। ৩ অক্টোবর আনারকলি আদালতে জবানবন্দি দেন।

আনারকলি জানান, তার স্বামী এবং ভাসুর মিলে শ্বশুরকে হত্যা করে লাশ বস্তায় ভরেন। হত্যাকা-ের কথা আগে জানতেন না তিনি। পরে স্বামীর কাছ থেকে ঘটনা শুনে সংসার টিকিয়ে রাখার স্বার্থে স্বামীর কথামতে লাশ গুমে সহযোগিতা করে। সর্বশেষ ৬ অক্টোবর সফিকুর রহমান জাহাঙ্গীরকে ঢাকার হাজারীবাগের একটি ট্যানারি থেকে গ্রেফতার করা হয়। বাবাকে খুনের পর পালিয়ে ঢাকায় গিয়ে নাম-পরিচয় গোপন করে ট্যানারিতে চাকরি নিয়েছিলেন সফিকুর। গ্রেফতারের পর তাকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে খ-িত মাথার সন্ধানে তল্লাশি চালানো হয়, তবে সেটি পাওয়া যায়নি। গত মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছেন সফিকুর। তিনি বলেন, বাবার সঙ্গে আমার পরিচয়ও ছিল না। ২৭ বছর পর ফিরে এসে তিনি আমার চাচাদের সঙ্গে মিলে আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করতে থাকেন। আমরা বাধা দিলে বাবা ক্ষিপ্ত হয়ে আমার মাকে বিভিন্ন ধরনের কুফরী কালাম (তাবিজ) করেন। এতে আমার মা অসুস্থ হয়ে পড়েন। ঘটনার মাসখানেক আগে আমার মা অনেক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য আমার ভাড়া বাসায় নিয়ে আসি। এর মাসখানেক আগে আমার আব্বা বাঁশাখালীতে আমাদের বাড়িতে আসেন। আব্বা আমাদের বলেন, আমার কোন ছেলে নেই, তোর আম্মাকেও আমি চিনি না। এসব কথাবার্তার জন্য আমি বাবার ওপর ক্ষিপ্ত ছিলাম। সফিকুর বলেন, ঘটনার আগের দিন রাতে আনুমানিক ১০-১১ টার দিকে আব্বা ব্যাগে কিছু ফলমূল, একটি বডি স্প্রে ও কিছু তাবিজ নিয়ে আমার বাসায় আসেন। ঘণ্টাখানেক পর আমার ভাইও আমার বাসায় আসেন। রাতে আমরা ভাত খেয়ে যে যার যার মতো ঘুমিয়ে পড়ি। পরদিন দুপুরে খাওয়া-দাওয়ার পর আমি ও আমার ভাই একরুমে গিয়ে আব্বার সঙ্গে কথা বলি। আব্বাকে আমি বলি, আপনি আমার মাকে কুফরী কালাম করেছেন, আমার মা সুস্থ না হলে আমি আপনাকে ছাড়বো না। তখন আব্বা বলেন, তোর আম্মা বেশিদিন বাঁচবে না, মরলে মরুক। আমি ক্ষিপ্ত হয়ে গামছা দিয়ে আব্বার মুখ বেঁধে এবং রশি দিয়ে হাত ও পা বেঁধে একটি বস্তায় ভরে রাখি। এরপর আমি বাইরে চলে যাই। সন্ধ্যায় বাসায় ফেরার পর আমার ভাই আমাকে কাঁপতে কাঁপতে বলে, আমি আব্বাকে মেরে ফেলেছি। তখন আমি আমার রুমে গিয়ে আনারকলিকে ডাকি। তার সাথে লাশগুম করার পরামর্শ করি। বাবাকে মারার বিষয় জানার পরেই আমার ভগ্নিপতিকে ডেকে তার সঙ্গে সিএনজি ট্যাক্সিতে করে মাকে বাড়ি পাঠিয়ে দিই।

লাশ গুমের বর্ণনা দিয়ে সফিকুর বলেন, আমি বাসার বাইরে পাহারা দিচ্ছিলাম। আমার ভাই বাথরুমে আব্বার লাশ নিয়ে কেটে ১০ টুকরো করেন। রাত ২টার দিকে আমি রাস্তা থেকে একটা টোকাই ছেলেকে ধরে এনে তাকে দিয়ে বাবার শরীরের অংশ আকমল আলী খালে ফেলে দিই। পরদিন সকালে আনারকলি ও আমার ভাইকে লাগেজে করে শরীরের বাকি অংশ নিয়ে একটি রিকশায় করে সিমেন্ট ক্রসিং এলাকায় পাঠাই। তারা সেখানে গেলে আমি একটি অটোরিকশা ভাড়া করি। অটোরিকশায় উঠে আমরা তিনজন পতেঙ্গা ১২ নম্বর ঘাটের কাছে গিয়ে লাগেজ সেখানে ফেলে দিই। বাসায় একটি স্কুলব্যাগের মধ্যে মাথা রাখা ছিল। আমি ও আনারকলি সিএনজি টেক্সিতে করে সেটি নিয়ে পতেঙ্গা বিচে যাই। দুজন সাগরে নেমে পাথরের ব্লকের ফাঁকে ব্যাগ থেকে মাথাটি ফেলে দিই।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা