ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১
রূপগঞ্জে ব্যাটারী কারখানা

বিষাক্ত সীসার ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে লাখো মানুষ

Daily Inqilab মো. খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিশ্বরোড জনবসতিপূর্ণ এলাকায় জিইউজো নামে একটি ব্যাটারী কারখানার বিরুদ্ধে বিষাক্ত সীসা ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কয়েক লাখ মানুষ। জনবসতিপূর্ণ এলাকায় বিষাক্ত সীসায় তৈরি ব্যাটারী কারখানার অনুমোদন দেয়ায় পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের উপর ক্ষোভে ফুসছেন এলাকাবাসী। বিষাক্ত সীসায় পরিবেশ দূষণের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বিশ্বরোড জিইউজো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড নামের ব্যাটারী কারখানাটি অবস্থিত। কারখানটির মালিক একজন চায়নিজ নাগরিকের মালিকানাধীন। তবে কারখানা কর্তৃপক্ষ রহস্যজনকভাবে চাইনিজ নাগরিকের নাম গোপন করেন। তবে কারখানাটির ব্যবস্থাপক এনামুল নামে একজন। বিশ^রোড এলাকায় প্রায় কয়েক লাখ মানুষের বসবাস। এছাড়া জিইউজো ব্যাটারী কারখানাটির পাশে এখলাস উদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী লেখপড়া করে। কারখানাটির আশেপাশে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। কারখানাটিতে প্রায় শতাধিক শ্রমিক কাজ করেন। এ ব্যাটারী কারখানাতে ইজিবাইক, অটোরিক্সা, ট্রাক, বাস ও মোটরসাইকেলের ব্যাটারী তৈরি হয়। এ কারখানাটি ব্যাটারী তৈরিতে ক্ষতিকারক সীসা ব্যবহার করে বলে স্থানীয়রা অভিযোগ করেন। সরকারি নিয়ম অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারী কারখানা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কারখানা মালিকপক্ষ সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জনবসতিপূর্ণ এলাকায় ব্যাটারী কারখানা স্থাপন করেন। এর আগে ২০২১ সালের ১২ জুলাই ক্ষতিকর সীসা ব্যবহার করে নিয়মবহির্ভূত ব্যাটারী তৈরি করায় জিইউজো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড কারখানাকে জরিমানা করে র‌্যাব-১১। জরিমানা করে তাদেরকে সতর্ক করলেও তারা না সুধরিয়ে বিষাক্ত সীসা দিয়ে ব্যাটারী তৈরি অব্যাহত করেছে জিইউজো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড কারখানাটি। কারখানাটির বিষাক্ত কালো ধোয়ার কারণে সাধারণ মানুষের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরাও অসুস্থ্য হয়ে পড়ছে। এছাড়া ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির ফলে ফসলি জমিসহ বিভিন্ন গাছের মুকুল ঝরে পড়ে যাচ্ছে। আবার ফল ধরলেও তা বড় হওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে এলাকায় গাছের ফলও কম ধরছে এবং কোনো গাছে ফল দেখাই যায় না। আবার ফল ধরলেও তা ঝরে পড়ছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ম্যানেজ করে আইনের তোয়াক্কা না করে অনুমোদনহীন কারখানায় বিষাক্ত সীসায় তৈরি হচ্ছে জিইউজো ব্যাটারী কারখানার ব্যাটারী। পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি হয় পরে সেই সীসা দিয়ে পূনরায় ব্যাটারী তৈরি করে তারা। ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে এলাকাবাসীর দাবি। কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় লোকজনের শরীরে দেখা দিয়েছে বিভিন্ন অজানা রোগ। ছোট বড় সকলের দেখা দিয়েছে শ্বাসকষ্ট। স্থানীয় নেতাকর্মীদর ম্যানেজ করা কারখানা চালানোর কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করলে তাকে উল্টো হামলা মামলার শিকার হতে হয়।
অনুসন্ধানে জানা গেছে, ওই কারখানার চারপাশের বাড়ি টিনের তৈরি। সীসা তৈরির কারণে টিনগুলো ছিদ্র হয়ে গেছে। বিষাক্ত সীসা ব্যবহার করে ব্যাটারি তৈরি করার ফলে যে কালো ধোঁয়ার সৃষ্টি হয়, তার ফলে ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। এছাড়া নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল। ছড়াচ্ছে নানা রোগবালাই। অনুসন্ধানে আরো জানা গেছে, শ্রমিকরা কোনো ধরণের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম না দিয়েই কাজ করাচ্ছে। এতে শ্রমিকরা শ^াসকষ্টসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, এই কারখানায় সারাদিন ও রাতে সীসা দিয়ে ব্যাটারী তৈরি হয়। এসময় হাঁচি-কাশি লেগেই থাকে। কারখানায় কাজ করা শ্রমিকদের বেশিরভাগই কারখানার আশেপাশেই থাকেন। শ্রমিকদের পাশাপাশি তাদের ছেলে-মেয়েদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতাদের প্রভাব দেখিয়ে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তার সাথে ব্যাটারি কারখানা থাকায় দুর্গন্ধে চলাচল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম বলেন, ব্যাটারী কারখানার কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। আমরা ঠিকমতো শ^াস-প্রশ^াস নিতে পারি না। ব্যাটারীর সীসার গন্ধে সাধারণ মানুষ ঠিকমতো চলাচল করতে পারে না। কারখানার চুল্লী দিয়ে দিনে ৩-৪ বার কালো ধোয়া ছাড়া হয়। এসময় ধোয়ার কারণে চারপাশ অন্ধকার হয়ে যায়। দূর থেকে দেখে মনে হবে কুয়াশাচ্ছান্ন এলাকা। আর এ কারণে এলাকাটিতে সারাবছর যেন শীতকালের মতো কুয়াচ্ছন্ন হয়ে থাকে।
রুবেল নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ভাই, আর বইলেন না ব্যাটারী কারখানার ধোয়ার যন্ত্রণায় আর পারতাছি না। কারখানার মালিক চায়না বইলা হুনছি। এ ব্যাটারী কারখানার লাইগা আমাগো বাড়ির গাছপালা সব মইরা গেছে। আমার ছোড পোলাডার শ^াসকষ্ট অইয়া গেছে। আমরা এলাকার মানুষও হেগো কিছু কইতে পারি না। কিছু কইতে গেলে গুন্ডা বাহিনী দিয়া আমাগো উপরে হামলা চালায়।”
কথা হয় বৃদ্ধা জাহেদা খাতুনের সাথে। তিনি বলেন, কারখানার ধোঁয়ার গন্ধে বাবা বাড়িত থাকতে পারিনা। নাকে মুখে কাপড় দিয়া ধোয়ার গ্যাসের গন্ধ যায় না। আমাগো দেহার কেউ নাই। এসময় বৃদ্ধা জাহেদা খাতুন এ ব্যাটারী কারখানা বন্ধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে কারখানাটির ব্যবস্থাপক এনামুলের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আইভী ফেরদৌস বলেন, বিষাক্ত সীসার ধোঁয়া মানবদেহে প্রবেশ করলে মাথাব্যাথা, শ^াসকষ্ট, ফুসফুসে ক্যান্সার, ব্রেনে সমস্যাসহ নানা ধরনের জটিল রোগ মানবদেহে হতে পারে।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। যেহেতু জেনেছি। বিষয়টি তদন্ত করে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজুর রহমান বলেন, জিইউজো ব্যাটারী কারখানাটির অনুমোদন থাকলেও তাদের কারখানাটি দূষণ করার কারণে তাদেরকে নোটিশ করার হয়েছে। আগামী সপ্তাহে তাদের নোটিসের শুনানী করা হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা