ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ অব্যাহত

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করে দ্রুত ত্রাণসামগ্রী পাঠান

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৮ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম

অনতিবিলম্বে ফিলিস্তিনে বর্বর ইসরাইলি বিমান হামলার তীব্র প্রতিবাদ ও আগ্রাসন বন্ধের দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। মানববন্ধনে নেতৃবৃন্দ ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনে মানবিক বিপর্যয় শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জাতিসঙ্ঘের প্রস্তাব অনুযায়ী বিমান হামলা বন্ধ এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রি প্রেরণের জোর দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনি মুসলমানদের নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে ইহুদীদের শেষ রক্ষা হবে না। নিরীহ ফিলিস্তিনিদের বিজয় হবেই ইনশাআল্লাহ।
রিলিজিওনস ফর পিস: ফিলিস্তিনের নারী ও শিশুদের মানবাধিকার রক্ষার দাবিতে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানব বন্ধন করেছে রিলিজিওনস ফর পিস-আরএফপি বাংলাদেশ। এসময় জাতিসঙ্ঘের প্রস্তাব মোতাবেক ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করে বৃদ্ধ-নারী ও শিশুদের মানবাধিকার রক্ষা করতে সেখানে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর দাব জানানো হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, ঢাবির পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজের শিক্ষক ও আরএফপি বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, আরএফপি বাংলাদেশের সভাপতি, প্রিন্সিপাল সুকোমল বড়–য়া, ঢাবির বৌদ্ধ ও পালি স্টাডিজের পরিচালক প্রফেসর বিমান বড়–য়া, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক ফাদার তপন ডি রোজারিও, ইঞ্জিনিয়ার দিপক খীসা, বীর মুক্তিযোদ্ধ সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী, আরএফপির যুগ্ম সম্পাদক দিলিপ বড়–য়া, সাংবাদিক আহমদ সেলিম রেজা, অঞ্জন দাস, অ্যাডভোকেট শফিকুর রহমান, রহিম সারোয়ার, আরএফপি বাংলাদেশের মহিলা ইউনিটের নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সালমা হাই ও সাধারণ সম্পাদক ঢাবির বৌদ্ধ ও পালি স্টাডিজেরবিভাগীয় প্রধান নীরু বড়–য়া, আরএফপি ইয়োথের সভাপতি নাদিয়া আফরীন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় যুদ্ধ নয় শান্তি চাই, শিশু ও নারীদের মানবাধিকার রক্ষা করো প্রভৃতি শ্লোগান দেওয়া হয় ।
এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগে রিলিজিওনস ফর পিস-আরএফপি বাংলাদেশ-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ফিলিস্তিনসহ যুদ্ধ ও সংঘর্ষ পীড়িত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব বিবেককে জাগ্রত করতে ¯্রষ্টার কাছে সাহায্য চেয়ে নিজ নিজ ধর্ম বিশ্বাস মতো প্রার্থণা করা হয়। সভায় বায়তুল মোকাররমের খতিব, খ্রীষ্টান ধর্মীয় ঢাকার ক্যাথলিক চার্চ প্রধান, বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ভিক্ষু ও হিন্দু সমাজের ধর্মগুরুদের সাথে আলোচনা করে তাদের মনোনীত প্রতিনিধি নিয়ে আরএফপি বাংলাদেশের উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। আন্তর্জাতিক ইসলাহুল উম্মাহ বাংলাদেশ : ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলা দ্রুত বন্ধ এবং জাতিসঙ্ঘের মাধ্যমে ত্রাণ তৎপরতা চালানোর দাবিতে গতকাল বাদ আসর আন্তর্জাতিক ইসলাহুল উম্মাহ বাংলাদেশের উদ্যোগে চকবাজারস্থ কামালবাগ জামে মসজিদে প্রতিবাদ সভা ও শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি আলহাজ ইকবাল হোসেনের সভাপতিত্বে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আমীর মুফতি আব্দুর রব আব্বাসী, ডা. মাওলানা আতাউর রহমান চৌধুরী, মাওলানা মুফতি মফিজুর রহমান, মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজী, মুফতি আরিফুল হক আব্বাসী, মুফতি তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট আবুল হাসেম। এতে মুফতি আব্দুর রব আব্বাসী বলেন, ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরাইলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব মোড়লরা নিশ্চুপ। আমরা আর ফিলিস্তিনে রক্তপাত দেখতে চাই না। স্বাধীন ফিলিস্তিন দেখতে চাই। ফিলিস্তিনি মুসলমানদের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। তিনি জাতিসঙ্ঘের মাধ্যমে ফিলিস্তিনে হামলা বন্ধ এবং ক্ষতিগ্রস্ত মুসলমানদের দ্রুত ত্রাণ সামগ্রি পাঠানোর জোর দাবি জানান।
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ফিলিস্তিনিদের উপর ইসরাইলিদের বর্বর হামলার প্রতিবাদে কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা কদমতলী গোল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির বিভিন্ন থানার শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে জাকের পার্টির নেতাকর্মীরা অনতিবিলম্বে ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ এবং ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে যুদ্ধবিরতির দাবি জানান।
স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, অসহায় ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও হত্যাকা- বন্ধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুসল্লিরা। গতকাল বাদ জুমা ঢাকা-আরিচা মহসাড়কের সামনে গেন্ডা এলাকায় ঢাকা জেলা জাকের পার্টির ব্যান্যারে মানববন্ধনে অংশ নেয় কয়েক শ’ মানুষ।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন তারা। ঢাকা জেলা জাকের পার্টির সভাপতি সামছুদ্দিন মোল্লা বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নির্মম নির্যাতন অবিলম্বে বন্ধে সারাদেশে আমাদের দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে। জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে আমরা ফিলিস্তিনিদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি ইহুদিদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাকের পার্টি ফরিদপুর জেলা শাখা।
গতকাল শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব সড়কে জাকের পার্টির নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতার এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা জাকের পার্টির নেতা মো. আব্দুর রাজ্জাক ব্যাপারী, ডা. ফজলুল হক, মো. মহিউদ্দীন ও জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি টিটু খান। এছাড়াও এসময় জাকের পার্টির ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট ও মহিলা ফ্রন্টের নেতৃবেন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বর হামলা বন্ধের দাবি জানান।
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফিলিস্তানে শিশু-নারী-বৃদ্ধসহ গণহত্যা বন্ধের প্রতিবাদে পার্বতীপুরে জাকের পার্টি ও ছাত্রফ্রন্ট উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুমা স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে ইসলামী জনসভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তাফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশে সারা দেশব্যাপী থানা পর্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। পার্বতীপুর জাকের পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহরুল হক, জেলা জাকের পার্টির সভাপতি আব্দুস কুদ্দুস মোল্লা, জেলা ছাত্রফ্রন্ট দিনাজপুর-২ সভাপতি রাকিবুল আহসান রোকন, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সামসুদ তমরীজ বাবু ও হারুনুর রশিদ সুমনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুধীজনরা ইসলামী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে পার্বতীপুর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা