ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
খাজা টাওয়ারে অগ্নিকান্ড নিহত ৩ : আশঙ্কাজনক ৪

দাহ্য পদার্থে ঠাসা ছিল পুরো ভবন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৮ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম

রাজধানীর মহাখালীর ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে আগুনের ঘটনায় নারীসহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে আরো চার জন।
অগ্নিকা-ের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, খাজা টাওয়ার ভবনটিতে সেফটি প্ল্যান ছিল না। ভবনটিতে দাহ্য পদার্থ বেশি ছিল। সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়। কেউ বলেছেন, চারতলা থেকে আগুন লেগে তা ৯, ১০ ও ১১ তলায় দ্রুত ছড়িয়েছে। আবার কেউ বলছেন, ১১ তলা থেকে আগুনের সূত্রপাত। তবে যখন আমরা তদন্ত শেষ করব তখন বলা যাবে কোথা থেকে এবং কী কারণে আগুনের সূত্রপাত। আপাতত মনে হচ্ছে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ভবনটি থেকে মোট ১০ জনকে জীবিত উদ্ধার করেছে। এর মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী বলেও জানান ডিজি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভবনটির ফায়ার সেফটি প্লান না থাকার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়। এদিকে অগ্নিকা-ের ঘটনা তদন্তে গতকাল শুক্রবার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। যদিও ফায়ার সার্ভিসের ধারণা শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মৃত্যু হয়েছে দুই নারীসহ ৩ জনের। তারা ভবনে অবস্থিত পৃথক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

আগুনে ডাটা সেন্টার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি)। এতে সারাদেশের অন্তত ছয়শ’ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানের সার্ভারে বিভ্রাট দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা। যেগুলো এখনো চালু আছে, সেখানেও ইন্টারনেটে ধীরগতি। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ বহুতল ভবনেও ছিল না ফায়ার সেফটি প্লান। উল্টো দাহ্য পদার্থের ইন্টেরিয়র, ব্যাটারি, স্টোরস, ক্যাবল, সুইচসহ বিভিন্ন কারণে ছিল অগ্নিকা-ের উর্বর ক্ষেত্র।

এদিকে খাজা টাওয়ারে অবস্থিত রাজধানীর সবচেয়ে বড় ডাটা হাব ক্ষতিগ্রস্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, টুইটার, ইমো ও ইউটিউব ব্যবহারে দেখা দিয়েছে বিপত্তি। এমনকি অনেকের মোবাইলেও কল যাচ্ছে না। কয়েকবার ডায়াল করার পর কল ঢুকাতে পারছেন। ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীরা বলছেন, ভবনে তাদের কাজ করার সুযোগ দেয়া হলে দ্রুত ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করা সম্ভব। এজন্য ভবনে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। বিদ্যুৎ পাওয়া গেলে কাজ শুরু করলে ২-৩ দিনের মধ্যে সব স্বাভাবিক করা সম্ভব হবে।

খাজা টাওয়ারে যত ডাটা সেন্টার রয়েছে, তাদের প্রায় সবার ফাইবার অপটিক্যাল সার্ভিস দেয় ফাইবার অ্যাড হোম। এই প্রতিষ্ঠানের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অফিসার খাইরুল ইসলাম বলেন, ভবনের নিচ থেকে ক্যাবল ওপরের ফ্লোরগুলোতে নেয়া হয়েছে। ৪-৫ তলার ওপরের সব জায়গায় পাওয়ার ক্যাবলগুলো পুড়ে গেছে। ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ইকবাল আহমেদ এফ হাসান রাসেল বলেন, ‘এত বড় একটা ডাটা হাব ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ কারো কোনো সাড়া নেই। দ্রুত সচল করতে এখানে কর্মীদের ঢোকা এবং বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বলেন, খাজা টাওয়ারে আগুনের ঘটনায় ধারণা অনুযায়ী যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাতে ইন্টারনেটের গতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। আর যদি ডিভাইসগুলো পুড়ে যায়, সেক্ষেত্রে আরো বেশি সময়ও লাগতে পারে। তিনি বলেন, ‘এটা একটা বড় ডাটা হাব। এখানে ডাটা সেন্টার রয়েছে, আইসিএক্স রয়েছে। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক তো জরুরি সেবা। এটা চালু করতে সব পক্ষকে পদক্ষেপ নিতে হবে। আমরা বিটিআরসি, আইসিটি বিভাগসহ সবার সহযোগিতা চাই। দ্রুত তারা এ ডাটা হাব সচলে স্পষ্ট পদক্ষেপ নেবেন বলে আশা করি।

ভবনের মালিকপক্ষের কয়েকজনকে ভেতরে দেখা গেলেও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। ভবনের কর্মীরা জানান, খাজা টাওয়ারের মালিক ৬ ভাই। এটা তাদের পৈত্রিক সম্পত্তি।
এদিকে আগুন লাগার পর ভবন থেকে তার ধরে নামতে গিয়ে ৯ তলা থেকে নিচে পড়ে হাসনা হেনা (২৭) নামে একজন নারী নিহত হওয়ার পরে আরো দুটি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তারা হলেন, সাইফ পাওয়ার টেক কোম্পানির ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম (৬৩) ও রেস অনলাইন লিমিটেডের কর্মী আকলিমা রহমান। নিহতের আকলিমার মামাতো ভাই আজিম বলেন, গত বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে আমাদের ফোন দিয়ে আগুনের কথা জানিয়েছিল। সেই সময় বলেছিল সে আটকে পড়েছে। এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের লোকেরা আমার বোনের লাশ উদ্ধার করে নিয়ে আসে। জানা গেছে, আকলিমার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার সৈয়দপুর গ্রামে। রাজধানীর বসিলায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহত প্রকৌশলীর ছেলে মো. নাজমুল সাকিব জানান, বাবা সাইফ পাওয়ার টেক নামে একটি কোম্পানির সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ওই ভবনের ১৩ তলায় ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা যান তিনি। রফিকুল ইসলাম মিরপুর শাহ আলীবাগের ২৫/৮/২৫/৯ নম্বর বাসায় পরিবারসহ থাকতেন। নিহত ৩ জনের লাশই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ১৪ তলা এ ভবনে আগুন লাগে। পরে আগুন নেভাতে পর্যায়ক্রমে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২ ইউনিট। এছাড়া ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়াও সাত প্লাটুন আনসার সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়। এরপর প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয় গতকাল সকাল পৌনে ৯ টার দিকে। ভবনটিতে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা বলছেন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সবাই দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা