ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

সিএমএম আদালত প্রাঙ্গণে শুক্রবারও উপচেপড়া ভিড়

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৮ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও আদালত পাড়ায় দেখা গেছে এক অন্যরকম চিত্র। ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) কোর্টে বিচারপ্রার্থী এবং তাদের আত্মীয়-স্বজনরা ভিড় করেন। কেউ মামলার ফাইলপত্র নিয়ে ছোটাছুটি করছেন। আবার কেউ আইনজীবীদের সঙ্গে জামিনের বিষয়ে আলোচনা করছেন। অনেকে নিখোঁজ স্বজনদের খোঁজ নিতে আদালতে এসেছেন। কেউ কেউ গ্রেপ্তার হওয়া স্বজনদের জন্য খাবার কিনে গারদখানায় পাঠাচ্ছেন। তবে বিচারপ্রার্থীদের সবার চোখে মুখে চিন্তার ভাজ লক্ষ্য করা গেছে। অনেকে অভিযোগ করছেন, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের স্বজনদের গ্রেপ্তার করেছে। ছুটির দিনে আদালতের এই চিত্র বলে দেয় বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের মামলা মোকদ্দমা সরকার কিভাবে ঘায়েল করার চেস্টা করছে। অথচ আইনমন্ত্রী আনিসুল হক বলছেন উল্টো কথা। তিনি বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলছে। ‘রাতের অন্ধকারে কোর্ট (আদালত) বসে, বিএনপির নেতাদের সাজা দিতে আদালতকে সরকার ব্যবহার করছে’ মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি অনেক কথা বলেন। আদালতে দ্রুত বিচার হচ্ছে না’।
গতকাল পুরান ঢাকার সিএমএম কোর্টের হাজতখানার সামনে কথা হয় আমিন আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, গত বুধবার সন্ধ্যা থেকে আমার ভাইয়ের কোনো খোঁজ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাচ্ছি। রাতে কাফরুল থানায় গিয়েও কোনো সন্ধান পাইনি। তাই সকালে আদালতের হাজতখানায় এসে খোঁজ করছি। তবে বেলা ১টার দিকে কাফরুল থানা থেকে আসা একটি প্রিজনভ্যানে আমার ভাইকে দেখতে পেয়েছি। তিনি প্রিজনভ্যান থেকেই আমার সঙ্গে কথা বলেছেন। এখন আইনজীবী ধরে জামিনের জন্য ব্যবস্থা করছি। হাজতখানায় ওকালতনামাও পাঠানো হয়েছে। কিন্তু আইনজীবী বলেছে, আজকে জামিন হবে না। গ্রেপ্তার হওয়ার কারণ এখনো জানতে পারিনি।

বাগেরহাট চিতলমারি থেকে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসা ইকবাল হোসেন বলেন, আমরা ৪ জন এসেছি। কিন্তু খিলগাঁও এলাকা থেকে দু’জনকে পুলিশ ধরে নিয়ে যায়। সকালে কোর্টে এসে জানতে পারলাম খিলগাঁও থানার বিস্ফোরক আইনের একটি পেন্ডিং মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন আমরা জামিন চাইতে আদালতে এসেছি।

সরেজমিন দেখা যায়, শুক্রবার সকাল থেকেই সিএমএম কোর্টের হাজতখানার সামনে শত শত বিচারপ্রার্থী এসে জড়ো হতে থাকেন। সকাল থেকেই আসামিদের নিয়ে একের পর এক প্রিজনভ্যান এসে হাজতখানায় প্রবেশ করে আইন শৃংখলা বাহিনী। আসামিদের অনেককেই প্রিজনভ্যান থেকেই জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে সরকারবিরোধী নানা সেøাগান দিতে দেখা গেছে। প্রতিটি প্রিজনভ্যান আদালত চত্বরে প্রবেশ করা মাত্রই বিচারপ্রার্থীরা এগিয়ে গিয়ে গ্রেপ্তার হওয়া স্বজনদের খোঁজখবর নিচ্ছেন। কে কোন থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে, সেই তথ্য জানতে চাচ্ছেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা প্রিজনভ্যান থেকেই উচ্চস্বরে জবাব দিচ্ছেন। বেলা ১২ থেকে বেলা আড়াইটা পর্যন্ত আসামিদের নিয়ে প্রায় ১৭টি প্রিজনভ্যানে সিএমএম কোর্টে এসে হাজির হয়। তবে কতজন গ্রেপ্তার হয়েছে তা জানা যায়নি।

সূত্র বলছে, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন প্রায় ৪ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে বিভিন্ন থানা থেকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে হাজির করা হচ্ছে। এজন্য শুক্রবার হওয়া সত্ত্বেও আদালতে বিচারপ্রার্থীদের ভিড় তৈরি হয়েছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশ রাস্তায় রাস্তায় বেরিকেট দিয়ে এবং বাসাবাড়িতে অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেেছ।

এদিকে বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আরো ২০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের গতকাল শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিএনপির এই কর্মসূচি সামনে রেখে গত বৃহস্পতিবারও ১২৯ জনকে আদালতে পাঠিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এ নিয়ে দুই দিনে দু’দিনে ৩৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকার পুলিশ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা