ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
সংঘর্ষে রণক্ষেত্র বিজয়নগর-নয়াপল্টন নয়াপল্টনের মহাসমাবেশ প-, কাঁদানে গ্যাসের ধোঁয়ায় টিকতে না পেরে মঞ্চ ছাড়েন বিএনপির নেতাকর্মীরা :: বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের ‘শান্তি সমাবেশে’ লাঠির মহড়া, হরতাল প্রতিহতের ঘোষণা :: বিএনপির হরতালের সমর্থন দিয়েছে যুগপৎ আন্দোলনরত দলগুলো, জামায়াত পৃথকভাবে হরতাল  ডেকেছে

সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৯ অক্টোবর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ১২:১২ এএম

নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর হামলার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের পালিত হবে। মহাসমাবেশস্থলের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের মিডিয়া সেল থেকে এই তথ্য প্রচার করা হয়। বিএনপির অভিযোগ শান্তিপূর্ণ সমাবেশে দলীয় নেতাকর্মীদের ওপর আইন শৃংখলা বাহিনী ও আওয়ামী লীগ যৌথভাবে হামলা চালিয়েছে। এ হরতালের প্রতি সমর্থন জানিয়েছে যুগপথ আন্দোলনরত দলগুলো। জামায়াত পৃথক ভাবে আজ সারাদেশে হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করেছে।

এদিকে বিএনপির হরতালকে প্রতিহত করতে সারাদেশের মহানগর, জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। গতকাল রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ থেকে এ ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সারাদেশের নেতাকর্মী সতর্ক প্রহরা থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধুর সৈনিকেরা ছিল, আছে, থাকবে। বিএনপিকে ঠেকাতে পাড়া মহল্লায় সতর্ক পাহারায় থাকতে হবে।

গতকাল দুপুর থেকে রাজধানী ঢাকা হয়ে উঠে বিস্ফোরণমুখ। রাজধানীর সড়ক মহাসড়কগুলোতে ছিল মিটিং, মিছিল, শ্লোগান আর হাজার হাজার আইন শৃংখলা বাহিনীর সদস্যের সরব উপস্থিতি। নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশ ছিল। একই দাবিতে সমাবেশ ডেকেছিল জামায়াত। পাল্টা সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বড় তিন দলের সমাবেশসহ প্রায় ১৪ স্পটে সমাবেশ ঘিড়ে আইন শৃংখলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি। নেয়া হয় নিচ্ছিদ্র নিরাপত্তা। ব্যারিকেট, যানবাহনের সংকট এবং পথে পথে গ্রেফতার আতঙ্কের মধ্যেই জনশ্রোত ছুটতে থাকে বিএনপির সমাবেশস্থল নয়াপল্টনের দিকে। ভোট থেকে আসা জনশ্রোত দুপুরের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন ও আশপাশের এলাকা। সমাবেশ চলার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষের ঘটনা ঘটে। মুহুর্তেই রাজধানীর কাকরাইল, পুরান পল্টন, আরামবাগ, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর, সেগুন বাগিচা, বিজয়নগর, আরামবাগ এলাকা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। এ ঘটনায় ডিএমপির একজন পুলিশ সদস্য (কনস্টবল আমিনুল ওরফে পারভেজ) ও বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ঢাকার ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি শামীম মোল্লা নিহত হন। পুলিশের টিয়ারসেলে সাংবাদিকসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হন। দায়িত্ব পালনরত পুলিশের কয়েকজন সদস্যও আহত হন। পুলিশ ও আওয়ামী লীগ মিলে বিএনপির ওপর হামলার প্রতিবাদে হরতালের সকাল-সন্ধ্যা ডাক দিয়েছে বিএনপি। আজ সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে। তবে এক দফা দাবির যুগপথ আন্দোলনরত দলগুলো বিএনপির হরতাল কর্মসূচি সমর্থন জানিয়ে হরতাল পালন করার ঘোষণা দিয়েছে। আর জামায়াতের পক্ষ থেকে পৃথকভাবে হরতালের ঘোষণা দেয়া হয়েছে। দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সেক্রেটারী জেনারেল এটিএম মাছুম এই কর্মসূচি ঘোষণা করেছেন। সারাদেশে হরতাল কর্মসূচি পালন করবে জামায়াত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের ভোটের অধিকার পুণপ্রতিষ্ঠার লক্ষ্যে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে শনিবার পূর্ব ঘোষিত সমাবেশ ছিল বিএনপি। গত ১৮ অক্টোবর এ কর্মসূচি ঘোষণা করা হয়। ২০ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। পশে পথে ব্যারিকেট এবং পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টনে। বেলা ১১টার পর জাসাসের কর্মীরা সমাবেম মঞ্চে সংগীত পরিবেশন শুরু করেন। পরে নির্ধারিত সময়ের আগেই বেলা ১২টা ৫০ মিনিটে সমাবেশের কার্যক্রম শুরু হয়। আবার জামায়াত শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিলেও পুলিশ তাদের সমাবেশের অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, জামায়াতকে রাস্তায় নামতে দেয়া হবে না। তবে দুপুরের আগে হঠাৎ করে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশ ছিল বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে।

দুপুরে সমাবেশ শুরু করার সময় নির্ধারণ থাকলেও সকাল ১০ টার মধ্যে নয়াপল্টন জনসমুদ্রে পরিণত হয়। পুলিশের ব্যপক নিরাপত্তার মধ্যেই কাকরাইলে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করায় দুই পক্ষ্যের মধ্যে শুরু হয় ব্যপক সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির সমাবেশ উপলক্ষে শান্তিনগর ও কাকরাইল মোড়ে অবস্থান করছিলেন হাজার হাজার নেতাকর্মী। সেসময় ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার সময় সড়কে লাঠি ভর্তি পিকআপ ভ্যানে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেøাগান দিতে থাকেন। বিএনপির নেতাকর্মীরা পিকআপ ঘিরে ফেললে লাঠিসোঁটা নিয়ে চড়াও হন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে কিছুক্ষণ। পরে আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ সংঘর্ষে আওয়ামী লীগের পক্ষ নিলে পুরো কাকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রধান বিচারপতির বাস ভবন থেকে নাইটিঙ্গেল মোড় এলাকা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সয়য় বিক্ষুব্ধ জনতা কাকরাইল চার্চের সামনে একটি পুলিশবক্স পুড়িয়ে দেয়। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিক্ষুব্ধ বিএনপি কর্মীদের নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। সংঘর্ষের মধ্যে পুলিশসহ কয়েক ডজন আহত হন।

দুপুর ২টা ২৫ মিনিটের দিকে কাকরাইল এলাকায় ৭টি পিকআপে করে বিজিবি সদস্যদের নামতে দেখা যায়। সেখান থেকে হেঁটে নয়াপল্টনের দিকে যান তারা। ওই সময় নয়াপল্টনের দিক থেকে মূহুমূহু বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।

নয়াপল্টনে বিএনপির সমাবেশের দলের যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলের বক্তব্য দেওয়ার সময় কাকরাইল মোড়ের কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপের শব্দ শোনা যাচ্ছিল সভা মঞ্চ থেকে। এতে বিএনপি মঞ্চের নেতাকর্মীরা দাঁড়িয়ে যান। তারা ‘শেখ হাসিনা নিপাত যাক, জনগণ ভোটের অধিকার ফিরে পাক’ সেøাগান দিতে থাকেন। বেলা আড়াইটার দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যখন বক্তব্য শুরু করেন, তখন পুলিশের একটি দল সাঁজোয়া যানসহ এগিয়ে আসতে থাকে নয়া পল্টনের দিকে। সেখানে টিয়ার শেল ছোড়া হয়। আমির খসরুর বক্তব্যের পরপরই সভা মঞ্চের মাইক বন্ধ হয়ে যায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা বসে পড়েন। হঠাৎ বেপরোয়া হয়ে পড়েন আইন শৃংখলা বাহিনী। ১০ মিনিটের ব্যবধানে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের তোপের মুখে পুরো এলাকা নেতাকর্মী শূন্য হয়ে পড়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা নেমে যান মঞ্চ থেকে। তখনই রোববার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

বিএনপি নেতারা মঞ্চ ত্যাগ করার পর সমাবেশ বন্ধ হয়ে যায় এবং কাকরাইলের মোড় ও নাইটিঙ্গেল মোড় থেকে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়। দীর্ঘ সময় ধরে দফায় দফায় সংঘর্ষ চলে। বিকাল ৪টার দিকে নয়া পল্টনের বিভিন্ন পয়েন্টে জড়ো হওয়ার চেষ্টা করেন বিএনপি কর্মীরা। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। কাঁদুনে গ্যাস থেকে রক্ষা পেতে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের আগুন জ্বালাতে দেখা যায়। সংবাদ সংগ্রহের লক্ষ্যে দায়িত্বপালনরত মিডিয়া কর্মীরা জানান, নয়াপল্টন ও শান্তিনগরের দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়লে পাল্টা নয়াপল্টন ও শান্তিনগরের দিক থেকে বিএনপির কর্মীরা ইটপাটকেল ছোড়ে। পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে আবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ফকিরাপুল, আরামবাগ, সেগুন বাগিচা এলাকায়ও সংঘর্ষ হয় পুলিশ এবং বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সঙ্গে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা