ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
বিএনপি অফিস নেতাদের বাসায় পুলিশের তল্লাশি

চট্টগ্রামে হরতাল পালিত

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

৩০ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রাস্তায় যানবাহন স্বাভাবিকের চেয়ে ছিল কম, দোকানপাট, মার্কেট, বিপনীকেন্দ্রও প্রায় বন্ধ ছিল। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও চলেনি দূর পাল্লার বাস। তাতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ব্যাংক-বীমা ও আর্থিক খাতে সীমিত লেনদেন হয়েছে। চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কার্যক্রম চলছে। পণ্য ডেলিভারিও হয়েছে। চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেডসহ শিল্প কারখানায় শ্রমিকের উপস্থিতি কিছুটা কম ছিল। হরতালের কারণে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ১৭টি বিভাগের পরীক্ষা হয়নি।

নগরীতে র‌্যাব-পুলিশের টহল ছিল দিনভর। সকালে নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে মিছিলটি বাকলিয়ার দিকে কিছুদূর অগ্রসর হয়ে পরে সরে যায়। নগরীর গোলপাহাড় মোড়ে একদল পিকেটার হরতালের সমর্থনে সেøাগান দিয়ে পরিত্যক্ত কিছু কাগজ ও বস্তায় আগুন ধরিয়ে দেয়। সকালে নগরীতে ঝটিকা মিছিল করে জামায়াত।

নগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী বলেন, বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল-পথসভা হয়েছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতালে সাড়া দিয়েছে। দূরপাল্লার যানবাহনের সব কাউন্টার বন্ধ আছে। শহরের রাস্তাঘাট ফাঁকা, গাড়ি নেই। এতে প্রমাণ হয়েছে, সাধারণ মানুষ হরতালে সমর্থন দিয়েছে। এর মধ্য দিয়ে সরকার পতনের এক দফা দাবি আরও জোরালো হয়েছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন নগরীতে হরতাল বিরোধী মিছিল করেছে। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নেয়।

এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পুলিশ নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ বেশ কয়েকজন নেতার বাসায় অভিযান চালিয়েছে। সকালে নগরীর এনায়েত বাজার বাটালি রোডে আবুল হাশেম বক্করের বাসায় যায় বিপুল সংখ্যক পুলিশ। তবে তখন তিনি বাসায় ছিলেন না। নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আগের হরতালের সময় বিএনপির নেতাকর্মীদের নাসিমন ভবনের সামনে অবস্থান নিতে দেখা যেত। এবার কার্যালয়ে ছিল সুনসান নীরবতা। নেতাকর্মীদের কেউ সেখানে আসেননি। এক পর্যায়ে পুলিশ দলীয় কার্যালয়ে যায়। তবে তালা দেখে তারা ফিরে আসেন।

অপর দিকে হরতালের সমর্থনে চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার আইনজীবী সমিতি ভবনের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় বক্তরা বলেন, হীন চক্রান্ত্রের অংশ হিসাবে ঢাকায় শান্তিপূর্ণ জনসমাবেশে বিনা উষ্কানিতে পুলিশ ন্যাক্কারজনক হামলা করে শত শত নেতাকর্মীকে আহত করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে এসব ষড়যন্ত্র করছে। এ সমাবেশ থেকে জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএসএম বদরুল আনোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা হাসান আলী চৌধুরী, জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদক অলি আহমদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা