ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
বিএনপিসহ বিরোধী দলগুলোর ঘোষণা জেলার সঙ্গে জেলা, উপজেলার সঙ্গে উপজেলা বিচ্ছিন্ন থাকবে : রিজভী আওতামুক্ত থাকবে : সংবাদপত্রের গাড়ী, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ

৭২ ঘণ্টার অবরোধ শুরু

Daily Inqilab ফারুক হোসাইন

৩১ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম

সরকার পতনের এক দফা দাবি আদায়ে চূড়ান্ত পর্যায়ের আন্দোলনে লাগাতার কর্মসূচিতে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। তাদের সঙ্গে মিল রেখে একই ধরণের কর্মসূচি দিচ্ছে সরকারবিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোও। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ২৯ অক্টোবর হরতালের পর আজ থেকে তিন দিনের (৭২ ঘণ্টা) সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। এতে সারাদেশের সড়ক পথ, রেলপথ ও নৌপথ অবরোধ করবে দলটির নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবরোধে ঢাকার সাথে সকল জেলা, এক জেলার সঙ্গে অন্য জেলা, এক উপজেলার সঙ্গে অন্য উপজেলা বিচ্ছিন্ন থাকবে। এসবের সংযোগ সড়কগুলোতে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অবরোধ করবে। তবে এই অবরোধে সংবাদপত্রের গাড়ী, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ী ও জরুরী ঔষধ পরিবহন আওতামুক্ত থাকবে।

দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গত রোববার হরতালের পর তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি এই কর্মসূচি ঘোষণার পর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, গণঅধিকার পরিষদসহ যুগপত আন্দোলনের মিত্ররাও একই কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। যুগপৎ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। এছাড়া গতকাল সোমবার এক বিবৃতিতে টানা ৩ দিনের অবরোধের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীও।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সাথে সমন্বয় করে অবরোধ সফল করবেন। কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না। নিজের পায়ে কুড়াল মারবেন না। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা আমাদের লক্ষ্য।

এদিকে বিএনপি সূত্রে জানা যায়, সরকার পতনের চলমান চূড়ান্ত পর্যায়ের আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাবে বিএনপি। একটি কর্মসূচি পালনের পর সেটি মূল্যায়ন করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের গতি ও তীব্রতা বাড়বে বলেও জানিয়েছেন দলটির নীতিনির্ধারণী এক নেতা। তিনি জানান, প্রথম দফা অবরোধ শেষে শুক্র ও শনিবার বাদ দিয়ে আগামী রোববার থেকে দেশব্যাপী ফের অবরোধের কর্মসূচি আসতে পারে।

এদিকে চূড়ান্ত কর্মসূচি ঘোষণার পরই বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের অভিযোগ তুলেছে বিএনপি। দলটি বলছে, গত শনিবার ঢাকায় নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-গুলিবর্ষণ করলেও নতুনভাবে ৪৫টি মামলা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যে কয়েক হাজার নেতাকর্মীকে আসামি এবং দুই হাজারের বেশি নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। বাকিদেরও গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। তবে দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা এতে অভ্যস্ত হয়ে গেছে বলে মনে করেন বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন, হামলা, মামলা, গ্রেফতার এসব আর নতুন কিছু নয়। এসব করে ভয়Ñভীতি বা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী সফল হবে না।

পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন পেছনে ফেরার আর কোন সুযোগ নেই। বাঁচতে হলে আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে, তানাহলে সবাইকে জেলে যেতে হবে। নেতাকর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ, তারা বলছেন, বাঁচা-মরার লড়াইয়ে তারা ঘরে বসে থাকবেন না।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূইয়া পিংকু বলেন, আন্দোলন শুরু হলেই সরকার আতঙ্ক ছড়ানোর জন্য নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়, গ্রেফতার শুরু করে। কিন্তু এগুলো করে এবার আর কাজ হবে না। দল সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নেমে গেছে, সকলে যার যার অবস্থান থেকে রাজপথে থাকবেন। সরকারের পতন নিশ্চিত না করে কেউ ঘরে ফিরবে না।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, দলের সকল নেতাকর্মীর মাথার উপরে মামলা, গ্রেফতারী পরোয়ানা ঝুলছে, এগুলো মাথায় নিয়েই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখনো শত শত নেতাকর্মী কারাগারে আছে, কিন্তু তাতে কি আন্দোলন বন্ধ হয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, গ্রেফতার হতে হতে সর্বশেষ যে নেতাকর্মীটি থাকবেন তিনিই আন্দোলনে নেতৃত্ব দিবেন। তাই এসব করে কোন লাভ হবে না। এবার সরকার পতনের এই আন্দোলন সফল হতেই হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন যখনই জোরদার হচ্ছে তখনই নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা এবং গ্রেফতারের মাত্রা বাড়ে। চূড়ান্ত আন্দোলন যখন একটি সফল পরিণতির কাছাকাছি তখন সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। অনেকের বাসা-বাড়িতে তল্লাশির নামে ভাঙচুর করা হয়েছে। বিএনপির নেতাকে না পেয়ে তার পরিবারের সদস্য বা ব্যবসা প্রতিষ্ঠানের স্টাফকে ধরে নিয়ে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এক্ষেত্রে প্রবাসে অবস্থানরত বিএনপি নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদেরও হয়রানি করা হচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন এমন নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, শনিবার বিএনপির মহাসমাবেশে নিরীহ ও নিরস্ত্র জনগণের উপর পুলিশ বাহিনী সম্পূর্ণ পূর্ব-পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে হামলা, মুহুর্মুহু টিয়ার গ্যাস নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড চার্জ করেছে। তারা সেদিন মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা