বড় শোডাউন করতে চায় আওয়ামী লীগ
০৪ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহু প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন হতে আজ। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সার্ভিসের উদ্বোধন করবেন। এ দিকে একই দিনে মতিঝিলে সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ওই সমাবেশে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামানোর প্রস্তুতি নিয়ে রেখেছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। ওই সমাবেশে নিজেদের শক্তি দেখাতে চায় আওয়ামী লীগ। দলটির নেতারাও বলছেন, নির্বাচনের আগে এই সমাবেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। তার পর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেল নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন।
দলীয় সূত্র জানিয়েছে, মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন উপলক্ষ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মানুষের ঢল নামাতে ইতিমধ্যে বেশ কয়েকটি সভা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর ও দক্ষিণ)। এরই মধ্যে উদ্বোধনী আয়োজন ও সুধী সমাবেশ ঘিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ব্যানার, ফেস্টুন দিয়ে রাজধানী ছেয়ে গেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনে করছেন, মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন উপলক্ষ্যে বড় ধরনের শোডাউনের মধ্যদিয়ে নেতাকর্মীদের মনোবল ও সাহস বৃদ্ধির পাশাপাশি বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলবে। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও তাদের চাপের মধ্যে রাখা যাবে। তবে ৪ নভেম্বর নয়, আগামী নির্বাচন পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি দিয়ে নেতা-কর্মীদের মাঠে রাখার কৌশল নিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, বিএনপি-জামায়াতের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতেই বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নেয়া হয়েছে। মেট্রোরেলের উদ্বোধনী আয়োজন ও সুধী সমাবেশ ঘিরে ইতিমধ্যে মতিঝিলের পাশ্ববর্তী আরামবাগে নির্মান করা হয়েছে একটি বিশাল মঞ্চ। এরই মধ্যে সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিন আওয়ামী লীগ ও থানা-ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা করে ব্যাপক প্রস্তুুতি নিয়েছে আওয়ামী লীগ। আজ ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহু প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করবেন। এই শোডাউনের মধ্যে দিয়ে দলের সাংগঠনিক শক্তি এবং গণজমায়েতের ক্ষমতা প্রদর্শন করা হবে।
আজকের সুধী সমাবেশ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার এক প্রতিনিধি সভা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবন অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিনিধি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক মির্জা আজম। সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অত্যন্ত গুরুত্বপূর্র্ণ। এ জনসভায় ১০ লক্ষ লোক জমায়েত করতেই হবে। সকলকে ঐক্যবদ্ধ করে সঙ্ঘবদ্ধ হয়ে জনসভায় হাজির হতে হবে। এ দিকে সুধী সমাবেশ সফল করতে গত বৃহস্পতিবার বিকালে জরুরি বর্ধিত সভা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগও। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
জানা গেছে, আজ শনিবার ঢাকা মেট্রো রেল উদ্বোধন ও সমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা করা হয়েছে থানা পর্যায়েও।বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর বিবিধ বাগিচা ১নং গেইটে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সভা করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির। ঢাকা মেট্রো রেল উদ্বোধন ও সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে মডেল থানা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহীন আহমেদ। বর্ধিত সভা করেছে ওয়ারী থানা আওয়ামী লীগও। বৃহস্পতিবার বিকালে ওয়ারী থানা আওয়ামী লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু ও পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন। এতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন। এছাড়াও রাজধানীর প্রতিটি থানা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ সফল করতে বর্ধিত সভার আয়োজন করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়ার প্রলয় সমদ্দার বাপ্পী ইনকিলাবকে জানান, কালকে (আজ) সমাবেশকে সফল করতে ওয়ার্ড ও থানা পর্যায়েও মিটিং করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর থেকে আলাদা ভাবে বৈঠক হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন