গাজীপুরে ৩ বছর আগের মৃত ব্যক্তি নাশকতা মামলার আসামি
০৪ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
মারা যাওয়ার ৩ বছর পর এক ব্যক্তিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার নাশকতা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাপাসিয়া থানার এসআই সালাউদ্দিন রবিবার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মৃত ব্যক্তিকে আসামি করায় জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মামলায় ২২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৮ নম্বর আসামি করা হয়েছে মো. আমিন উদ্দিন মোল্লাকে। বয়স লেখা হয়েছে ৪৫। তিনি উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের আশরাফ আলী মোল্লার ছেলে।
আমিন উদ্দিন মোল্লা নরসিংদীর মনোহরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে অবসর নেন। অবসরের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমিন উদ্দিনের মেয়ে জামাই মো. মোজাম্মেল হক বলেন, ২০২১ সালের ২৫ জানুয়ারি আমার শ্বশুর মারা গেছেন। মারা যাওয়ার ২ বছর ৯ মাস পর তাকে মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।
মামলার এজাহারে বলা হয়েছে, কাপাসিয়া সদরের তরগাঁও মেডিকেল মোড় এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য জড়ো হয়। খবর পেয়ে পুলিশ গেলে তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। পরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া অবিস্ফোরিত ৪টি ও বিস্ফোরিত একটি হাতবোমা উদ্ধার হয়। এ ছাড়া ৪টি পেট্রলবোমাও উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা মামলায় মৃত ব্যক্তিকে আসামি করার ব্যাপারে জানতে চাইলে কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, আমিন উদ্দিনের ছোট ভাইয়ের স্থলে তার নাম ঢুকে পড়েছে। বিষয়টি জানার পর আদালতে সংশোধনী পাঠানো হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে। রাতে বাড়ি-বাড়ি অভিযান হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। কেউ বাড়িতে থাকতে পারছেন না। এমন কঠিন পরিস্থিতিতেও দলীয় কর্মসূচি পালন করছি আমরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন