পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও আরো ২৭ জন আহত হয়েছে। এরমধ্যে মীরসরাইয়ে তিনজন, রাঙামাটিতে দুইজন ও কুষ্টিয়া, লক্ষ্মীপুর এবং মাদারীপুরে একজন করে নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
বিশেষ সংবাদদাতা জানান, কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরো তিনজন আহত হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে কাজীপাড়া ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামাদ পৌরসভার আগ্রাকুন্ডা গ্রামের হোসেন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত সামাদ বাইসাইকেলে করে চিড়ার মিলে যাবার সময় কাজীপাড়া ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেল তাকে সজোরে আঘাত করে। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবার কিছু সময়ের মধ্যে তিনি মারা যান। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন। লাশ হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে জানান, রাঙামাটিতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। এরমধ্যে তাৎক্ষণিক ভাবে একজনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসা দিতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক পিন্টু চাকমা ও গরমিলা চাকমা।
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাটাখালিতে বালুবাহী ড্রামট্রাক চাপায় এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছে। নিহত নাঈম হোসেন পৌর সোনাপুর গ্রামের মালের বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১১টায় কাটাখালি নামক স্থানে যাত্রীর জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিলো সিএনজি চালক নাঈম। এসময় বালুবাহী ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে নাঈমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরে ট্রাক ও পরিবহন বাসের মুখোমুখি সংর্ঘষে এক নারী নিহত ও আরো ২০ যাত্রী আহত হয়েছে। নিহত ওই নারীর বাড়ি পটুয়াখালী জেলায়। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস- বালুবাহি ট্রাক সমাদ্দার এলাকায় পৌঁছলে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী মারা গেছে। এছাড়াও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর ও রাজৈরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব, একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি ও একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ বাইপাস পার হওয়ার সময় সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখে ব্রেক করতেই উল্টে যায় মোটরসাইকেল। ডিভাইডারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় আরো একজন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই বাইপাস পার হয়ে নিজামপুর যাচ্ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন