ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
শাহজালাল বিমানবন্দর দুই প্রবাসীর সোনা গায়েব

তদন্তে গড়িমসি, উদ্ধারে হদিস নেই

Daily Inqilab সাখাওয়াত হোসেন

০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম

সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে অন্য যাত্রীদের সঙ্গে ঢাকা ফেরেন প্রবাসীসহ চার যাত্রী। চাঙ্গি বিমানবন্দরে তাদের হ্যান্ড লাগেজ ভারী হওয়ায় চেক-ইনে দেয়া হয়। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর লাগেজ বেল্টে এসে ঘটে বিপত্তি। চার যাত্রী তাদের ব্যাগ ড্যামেজ ও খোলা অবস্থায় পান। পরে দেখতে পান ব্যাগে থাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ নেই মূল্যবান কোনো জিনিস। ঘটনা গত ১৫ অক্টোবরের। কিন্ত গত ২০ দিন পার হলেও কে বা কারা জড়িত তা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ভুক্তভোগী চারজনের মধ্যে দুই প্রবাসী যাত্রী বিমানবন্দর থানায় মামলা করলেও তদন্তে নেই কোনো অগ্রগতি। সিঙ্গাপুর ও ঢাকার শাহজালাল বিমানবন্দরে পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকার পরও কেন এ ঘটনার জট খুলছে না, তার সদুত্তর দিতে পারছে না কেউ। ভুক্তভোগী ওই চার যাত্রীর মধ্যে দুজন (মোহাম্মদ ফখর উদ্দিন ও শিশির সরকার) গত ১৭ অক্টোবর বিমানবন্দর থানায় মামলা করেন। মামলা নম্বর ৩৪।
ভুক্তভোগীদের অভিযোগ, থানায় মামলা করার পর এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। মালামাল উদ্ধার তৎপরতা কতদূর এগিয়েছে, তাও কেউ কিছু বলছে না। শুধু বিমান ও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, তারা এ ঘটনা তদন্ত করছে। কিন্তু কবে চুরি রহস্যের জট খুলবে, তা কেউ বলছে না। বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া জানান, থানায় মামলার পরপরই তারা শাহজালাল বিমানবন্দর ও চাঙ্গি বিমানবন্দরের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ চেয়ে সংশ্লিষ্টদের কাছে আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত তারা কেউ ফুটেজ দেয়নি। ফলে তদন্তকাজও শুরু করা যায়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টা ১১ মিনিটের দিকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৫৮৫। সিঙ্গাপুর থেকে আসা এই ফ্লাইটের যাত্রীদের মধ্য থেকে চারজন অভিযোগ করেন, বেল্ট থেকে সংগ্রহের পর তারা লাগেজ খোলা দেখতে পান। এর মধ্যে যাত্রী মোহাম্মদ ফখর উদ্দিনের ব্যাগটি পুরো খোলা ও লাগেজ বেল্টে ড্যামেজ অবস্থায় পাওয়া যায়। যাত্রী বাসুদেব দাসের ব্যাগটিও পুরো খোলা অবস্থায় পাওয়া যায়। আরেক যাত্রী শিশির সরকারের ব্যাগের তালা ভাঙা ও খোলা অবস্থায় ছিল। পরে বিমানবন্দরে থাকা অবস্থায় তারা তাদের লাগেজ চেক করে দেখেন, ব্যাগে রাখা স্বর্ণালংকার ও মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নেই। ব্যাগের ভেতরে স্বর্ণালংকার না পেয়ে শিশির সরকার নামে আরেক সিঙ্গাপুর প্রবাসী বিমানবন্দরের মেঝেতে গড়াগড়ি যান এবং কান্নাকাটি করতে থাকেন। তার সেই কান্নার দৃশ্য ভিডিও করে অন্য যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন, যা দেশ-বিদেশে নিন্দার ঝড় তোলে।
পরে গত ১৭ অক্টোবর ভুক্তভোগী চার যাত্রীর মধ্যে দুজন মোহাম্মদ ফখর উদ্দিন ও শিশির সরকার বিমানবন্দর থানায় মামলা করেন। মামলার এজাহারে শিশির সরকার অভিযোগ করেন, তার ব্যাগের ভেতরে একটি বক্সে ৭০ গ্রাম স্বর্ণালংকার ছিল। এর মধ্যে আটটি কানের দুল, দুটি চেইন, একটি নেকলেস ও একটি ব্রেসলেট। এসব গহনার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
প্রবাসী ফখর উদ্দিনের অভিযোগ, তার ব্যাগের ভেতরে একটি বক্সে সোনার দুটি কানের দুল ও একটি সোনার চেইন ছিল-যার ওজন ৩২ গ্রাম। এছাড়া একই ব্যাগে দুটি রেডমি নোট-১২ মডেলের মোবাইল ফোন ছিল। বিমানবন্দরে তিনি ব্যাগের চেইন ও তালা খোলা অবস্থায় দেখতে পান। এরপর ব্যাগ চেক করে দেখেন স্বর্ণালংকার ও মোবাইল ফোন নেই। তার স্বর্ণালংকারের বাজারমূল্য তিন লাখ টাকা। মোবাইল দুটির দাম ৩৪ হাজার টাকা। শিশির সরকার সাংবাদিকদের জানান, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে তারা যথাযথভাবে চেক-ইন সম্পন্ন করেন। তবে ফ্লাইটে ওঠার সময় বিমানে কর্মরত সিঙ্গাপুরের স্থানীয় কর্মীরা (চীনা ও ভারতীয়) বলেন, আপনাদের হাত ব্যাগ বড়, আপনারা ওই ব্যাগগুলো নিয়ে ফ্লাইটে উঠতে পারবেন না। চেক-ইন লাগেজ হিসেবে দিতে হবে। পরে ওই ব্যাগগুলোতে ট্যাগ লাগিয়ে যাত্রীদের লাগেজ ট্যাগ দেয়া হয়। যাত্রীদের জানানো হয়, ঢাকায় গিয়ে লাগেজ বেল্টে তারা এ ব্যাগগুলো পাবেন। কিন্তু ঢাকায় নেমে আর মালামালগুলো পাইনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নিয়ম অনুযায়ী কেবিন ব্যাগেজ সাত কেজির মধ্যে হতে হবে। কিন্তু ওই চার যাত্রীর লাগেজ সাত কেজির বেশি ছিল বলে জানতে পেরেছি। তাই সেগুলো লাগেজ হোল্ডে দেওয়া হয়েছিল। কিন্তু মালামাল কীভাবে চুরি হলো, তা খুঁজে বের করার চেষ্টা করছে বিমান। তবে তদন্তে বিমানের কর্মীদের দায় থাকার সম্ভাবনা বেশি। তাই তদন্তে গাফিলতি করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমানের সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা