মির্জা ফখরুলসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবি
০৫ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ রাজবন্দী এবং বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের এক হাজার ১ জন চিকিৎসক। গতকাল শনিবার সংগঠনটির সভাপতি প্রফেসর ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, সারা দেশের আপামর জনসাধারণ যখন গণতন্ত্র পুনঃরুদ্ধারে জীবন বাজি রেখে রাজপথে নিজের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত ঠিক তখনই জনগণের ন্যায্য অধিকারকে ভুলন্ঠিত করার জন্য এবং গণতন্ত্রকে চিরতরে বিদায়ের জন্য এই ফ্যাসিস্ট সরকার সমস্ত গণতন্ত্র মনা বিরোধী দলীয় নেতা কর্মীদের একের পর এক গ্রেফতার করে যাচ্ছে এবং এ থেকে রেহাই পাচ্ছে না মানব সেবার মহান পেশায় নিয়োজিত চিকিৎসকরাও।
তারা বলেন, বর্তমান সরকার আপামার জনসাধারনের উপর যুলুম নির্যাতন, গণগ্রেফতার, মিডিয়াকে নিয়ন্ত্রণ, মত প্রকাশের স্বাধীনতা ক্ষুন্ন ও ভীতি সঞ্চার করে ২০১৪ ও ২০১৮ এর মত আরেকটি নীল নকশার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
ড্যাব নেতৃবৃন্দ বলেন অতি দ্রুত এই জুলুম-অত্যাচার-গ্রেফতার বন্ধ করতে হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবার জন্য অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। অতিসত্বর আটককৃত রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং একইসাথে পেশাজীবীদের বেআইনি হয়রানি বন্ধ করতে হবে।
ড্যাব সভাপতি ও মহাসচিব মনে করেন রাজনীতিতে সংঘাত পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা ফিরিয়ে আনতে অবিলম্বে মির্জা ফখরুল ইসলামসহ সকল রাজবন্দীদের মুক্তি দিয়ে সরকার একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগোম করবে।
বিবৃতি প্রদানকারী চিকিৎসকদের মধ্যে রয়েছে- ফরহাদ হালিম ডোনার, একেএম আজিজুল হক, এজেডএম জাহিদ হোসেন, মো. আব্দুস সেলিম, সিরাজ উদ্দিন আহমেদ, আব্দুল কুদ্দুস, রফিক আল কবির লাবু সোহেল, খুরশীদ জামিল চৌধুরী, সাইফুল ইসলাম, নূরুদ্দিন আহমেদ, একেএম আমিনুল হক, শামসুদ্দিন আহমেদ, শাহাবুদ্দিন আহমেদ, শফিকুল হায়দার পারভেজ, মইনুল ইসলাম সাদিক, শহিদুর রহমান, চৌধুরী হায়দার আলী, রফিকুল সালেহীন বাচ্চু, আক্তার হোসেন, রফিকুল হক বাবুল, ওয়াসীম হোসেন, মওদুদুল হক পাভেল, শহিদুল আলম, শাহাদাৎ হোসেন, শাহাদাৎ আলম, মো. সিরাজুল ইসলাম, শহিদ হাসান, মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, শামিমুর রহমান, মোফাখারুল ইসলাম, মোস্তাক রহিম স্বপন, কামরুল হাসান সরদার, নাসির উদ্দিন পনির, একেএম ওয়ালিউল্ল্যাহ, শাহ মো. শাহজাহান আলী, ফারুক কাশেম, মাহমুদুল হক সরকার, মো. জসিম উদ্দিন, ফাওয়াজ হোসেন শুভ, এসএম রফিকুল ইসলাম বাচ্চু, একেএম মহিউদ্দিন ভূইয়া মাসুম, তমিজউদ্দিন আহমেদ মানিক, শাহারিয়ার হোসেন চৌধুরী, তৌহিদুর রহমান ববি, সৈয়দা তাজনিন ওয়ারিশ সিমকি, পারভিন সুলতানা, আমিরুজ্জামান খান লাভলু, বজলুল গণি ভূইয়া, এএসএম শরফুজ্জামান রুবেল, আকমল হাবিব চৌধুরী, আসফারুল হাবীব রোজ, মাহমুদ মাসুম আত্তার চন্দন, কাজী সাইফুদ্দিন বেন্নুর, সৈয়দ মো. আকরাম হোসেন, এরফঅনুল হক সিদ্দিকী, পরিমল চন্দ্র মল্লিক সফিউল্লাহ ঝিন্টু, আমিনুর রশিদ লিটন, জিন্নুরাইন নিউটন, গোলাম সারওয়ার বিদ্যুৎ, একেএম মুজিবুল হক দোয়েল, আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, এহতেশামুল হক তুহিন, জিএমএম ফারুক ওসমানী খোকন, মো. জহিরুল ইসলাম শাকিল, মো. মেহেদী হাসান, কাজী মাজহারুল ইসলাম দোলন, পারভেজ রেজা কাকন, শাহ মো. আমানউল্লাহ, শেখ ফরহাদ, বদর উদ্দিন সোহেল, মো. রফিকুল ইসলাম, আবুল কেনান, এটিএম ফরিদ উদ্দিন, আদনান হাসান মাসুদ, রিদওয়ানুল ইসলাম, সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, আনম মনোয়ারুল কাদির বিটু, শামসুল আলম, হাসনুল আলম শামীম, তৌহিদুল ইসলাম জন, এমদাদুল হক ইকবাল, জিয়াউর রহমান জিয়া, আবু আহসান মো. ফিরোজ, সরকার মাহবুব আহমেদ শামীম, হারুন অর রশিদ খান রাকিব, শহিদুল হাসান বাবুল, মোহাম্মদ ফখরুজ্জামান, আশরাফুল আলম, এসএ মাহবুব মুন্না, এরফান আহমেদ সোহেল, একরামুল রেজা টিপু, মনিরুল ইসলাম চয়ন, আসিফুর রহমান সৈকত, খালিকুজ্জামান দিপু, মনোয়ার সাদাত, মাহমুদুর রহমান নোমান, আশরাফুল ইসলাম নিপু, মতিউর রহমান আজাদ, গালীব হাসান, সায়ীদ মেহবুব উল কাদির, সায়েম মনোয়ার, তৌফিক আহসান জয়, রেজাউল আলম নিপ্পন, সারওয়ার আলম, মাসুদ রানা, নাজমুল ইসলাম, জাহিদুল ইসলাম সুমন, শাকিলুর রহমান, সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, শাওন বিন রহমান, মো. জামসেদ আলী প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন