নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি : জিএম কাদের

ভেল্কিবাজির পথে জাপা!

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৫ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ প্রশ্নে দলের অবস্থাান এবার স্পষ্ট করলেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। জানিয়েছেন, তারা (জাতীয় পার্টি) নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছেন। যদি ভিন্ন চিন্তা করেন, তাহলে তার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। নির্বাচন ‘সঠিকভাবে’ হতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। গতকাল শনিবার দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে নিজের লেখা ‘বাংলাদেশে গণতন্ত্র সোনার পাথরবাটি দ্বিতীয় খণ্ড’ ও ‘মিসেরিজ অব মিসকনসিভড ডেমোক্রেসি ভলিউম-টু’ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির নেতৃত্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির আন্দোলন চলছে। একই সঙ্গে চলছে সরকারের দমনপীড়ন নীতি। এর মধ্যে গত কদিন ধরেই নির্বাচনে নিয়ে জাতীয় পার্টির অবস্থান প্রশ্নে নানা আলোচনা চলছে। গত ২ নভেম্বর ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয় যে ‘জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে’। সেই বৈঠকে আলোচনায় জি এম কাদেরই এমন কথা বলেছেন বলে দলীয় চেয়ারম্যানের বিশেষ দূত মাসর’র মওলার বরাত দিয়ে এই খবর প্রকাশ হয়। অতপর দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সংবাদটিকে ‘অসত্য’ দাবি করে তা সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়। গতকাল দৈনিক ইনকিলাবে ‘ফেইক নিউজের কবলে জি এম কাদের’ শিরোনামে খবরও প্রকাশ করা হয়। দেলোয়ার জালালী বিজ্ঞপ্তি পাঠিয়ে জানান, তার নেতা বলেছেন, ‘আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গেই আছি। কী হবে তা এখনো কেউ জানে না, যদি নির্বাচন হয় তখন আমরা সিদ্ধান্ত নেব। যতক্ষণ পর্যন্ত আমরা ঘোষণা না দিয়ে চলে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি, আমরা প্রস্তুতি নিচ্ছি।’

উল্লেখ, ২০১৪ সালের পাতানো নির্বাচনের আগে জাতীয় পার্টির দায়িত্বশীল নেতারা এমন কথাবার্তা বলতেন। এক সময় দলীয় প্রার্থীতা প্রত্যাহার করে নেন। কিন্তু ভোটের আগে ডিগবাজি দিয়ে নির্বাচনে আসন ‘ভাগাভাগি’ করে সংসদে গিয়ে গৃহপালিত বিরোধী দলের আসন দখল করেন। জিএম কাদেরও কয়েক মাস আগ থেকে জনগণের ভোটের অধিকার আদায় এবং সরকারের দুর্নীতি নিয়ে বিপ্লবী ভাষায় কথাবার্তা বলে বাহবা নিয়েছেন।
জনগণের ভোটের অধিকার পুনপ্রতিষ্ঠায় আন্দোলনরত দলগুলো নির্বাচন কমিশনের সংলাপ বর্জন করলেও জাতীয় পার্টি সংলাপে অংশ নিয়েছে। ২ নভেম্বর ১৩ জন এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বলেছেন, আমরা আপনার লোক। এরশাদ মারা যাওয়ার পর আপনি আমাদের নেত্রী। দয়া করে আমাদের মাথার ওপর থেকে আশির্বাদের ছাতা তুলে দেবেন না। আপনি যা বলবেন তাই করবো, তবে আমাদের আবারও এমপি করতে হবে। জিএম কাদেরের ‘নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি’ বক্তব্য গণমাধ্যমে প্রচরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিনেজরা নানান মন্তব্য করছেন বক্তব্য দিচ্ছেন। তাদের বেশির ভাগেরই মন্তব্য জাপার ২০১৪ সালের নির্বাচনের আগের মতোই এবারও হালুয়া রুটির লোভে ডিগবাজি দেবে। রওশন এরশাদ আগেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাবে ঘোষণা দিয়েছেন। জিএম কাদের কয়েকদিন বিপ্লবী কথাবার্তা বলে এখন ক্ষমতার লোভে পড়ে কৌশলী কথাবার্তা বলছেন। দলটির নেতাদের ধান্দা দেশবাসীর কাছে পরিস্কার। এবাও জনগণকে ভেল্কিবাজি দেখাবে দলটি।

গতকাল জিএম কাদের বলেন, দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তো আমাদের লোক, আমরাই বানিয়েছি। তারা কোনো ভুল করলে অবশ্যই আমরা বলব। কথা বললেই শাস্তি পেতে হবে? সেজন্য আইন করা হবে? আমি ভুল বলতে পারি কিন্তু আমার বলার অধিকার তো আছে। আমরা যেন কথা বলতে না পারি সেজন্য আইন করা হচ্ছে। সরকার হচ্ছে কেয়ারটেকারের মতো। ভুল করলে পরিবর্তন করতে চাইব না? তিনি আরো বলেন, আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গেই আছি। কী হবে তা এখনো কেউ জানে না। যদি নির্বাচন হয় তখন আমরা সিদ্ধান্ত নেব। যতক্ষণ পর্যন্ত আমরা ঘোষণা না দিয়ে চলে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি। আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন যদি সঠিকভাবে হয় তবেই আমরা নির্বাচনে অংশ নেব। যদি মনে করি সঠিকভাবে হচ্ছে না তখন আমরা ঘোষণা দিয়েই নির্বাচন বর্জন করব। ঘোষণাটা আমাদের তরফ থেকেই আসতে হবে। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব। নির্বাচন নিয়ে কোনো একক সিদ্ধান্ত হবে না, প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে।

জিএম কাদের বলেন, যেসব দেশে একনায়কতন্ত্র থাকে সেখানে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, স্থিতিশীল সরকার থাকলে অনেক উন্নয়ন হয়। এক সরকার বেশি দিন থাকলে সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা ঢেকে রাখতে পারে না। সরকার বা সরকার প্রধান পরিবর্তন হলেও সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে যদি অস্থিরতা সৃষ্টি না হয় তাকেই স্থিতিশীলতা বলা যায়। স্বৈরশাসনে কখনোই স্থিতিশীলতা সম্ভব নয়। একটি সরকার বেশি দিন থাকাও অস্বাভাবিক ব্যাপার। একটি সরকার বেশি দিন থাকলে অস্থিতিশীলতার বীজ বড় হতেই থাকে। তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে জনগনের শাসন। যেখানে একজনের হাতে সকল ক্ষমতা থাকবে না। জবাবদিহিতা থাকতে হবে, আবার সুশাসন নিশ্চিত না হলে ভোটের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি পরিবর্তন করতে পারবে। শাসক যদি সকল ক্ষমতা নিয়ে চিরদিন ক্ষমতায় থাকতে চায়, সেখানে কথনোই গণতন্ত্র থাকতে পারে না।
জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূইয়া, লেখক, গবেষক ও কলামিস্ট মহিউদ্দিন আহমদ ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন