বগুড়ায় গণগ্রেফতারে বিএনপি জামায়াতের ২১৬ কর্মী জেলে
০৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
গত ২৮ অক্টোবরে ঢাকার মহাসমাবেশ এবং মহাসমাবেশ পরবর্তি হরতাল ও প্রথমধাপে তিনদিন ২য় ধাপে ২দিনের অবরোধ কর্মসূচিকে ঘিরে বগুড়ায় চলছে গণ গ্রেফতার। গতকাল পর্যন্ত বগুড়ায় বিএনপির ১৩০ এবং জামায়াতের ৮৬ জন গ্রেফতার হয়েছে। বগুড়া জেলে এইদিন বন্দীর ২২৭৫ জন, যা এর বন্দী ধারণ ক্ষমতার তিনগুনেরও বেশি। বগুড়া বিএনপির গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সিনিয়র নেতা এম আর ইসলাম স্বাধীন, শেখ তাহাউদ্দিন নাহিন ও মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা খাতুন। অন্যদিকে জামায়াতের যারা গ্রেফতার হয়েছেন তারা সকলেই প্রায় বয়োবৃদ্ধ বলে সংগঠন সূত্রে জানা গেছে।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া বারের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল বাসেত জানান, গত কয়েকদিনে বগুড়ায় বিএনপির বিরুদ্ধে বগুড়া সদরসহ অন্যান্য উপজেলা মিলিয়ে মামলা হয়েছে ১৬টি। এরমধ্যে বগুড়া সদর থানায় ১০টি এবং শাজাহানপুর থানায় ২টি মামলা হয়েছে। শীর্ষ বিএনপি নেতৃবৃন্দসহ ৪০০ নেতা কর্মীর নামসহ বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে। তিনি জানান, মামলার মতই গ্রেফতারের দিক থেকেও বগুড়া সদর শীর্ষে রয়েছে। বগুড়া সদরে ১০ মামলার বিপরীতে গ্রেফতার হয়েছেন ৫২ জন। অন্যদিকে ২টি মামলার বিপরীতে শাজাহানপুরে ২০, নন্দীগ্রামে পুরাতন মামলায় ৩, আদমদীঘি-দুপচাঁচিয়া-সান্তাহারে পুরাতণ মামলায় ২০, কাহালুতে ১ মামলার বিপরীতে ৪, শেরপুরে ১ মামলার বিপরীতে ৫, ধুনটে পুরনো মামলায় ৫, সোনাতলায় পুরনো মামলায় ৬, সারিয়াকান্দিতে ৯, গাবতলীতে ২ এবং শিবগঞ্জে ১২ জনসহ মোট ১২৮ জন গ্রেফতার হয়।
এরমধ্যে মহাসমাবেশে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে ২৭ অক্টোবর রাতে বগুড়া রেলস্টেশন প্লাটফরম থেকে গ্রেফতার হন শেখ তাহাউদ্দিন নাহিন। এছাড়া ঢাকার মহাসমাবেশ থেকে ফেরার পথে মাইক্রোবাস যোগে সিরাজগঞ্জ হয়ে বগুড়া ফেরার পথে কয়েকজন সফরসঙ্গীসহ সিরাজগঞ্জ পুলিশের হাতে গ্রেফতার হয় এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এছাড়া স্বাধীনের গ্রেফতারের সংখ্যাটি বগুড়ায় গ্রেফতারের সাথে সংশ্লিষ্ট নয়।
মহিলা দল সূত্রে জানা যায়, গত শুক্রবার তাদের নেত্রী নাজমা খাতুন আইন বিষয়ে ফাইনাল পরীক্ষা শেষে কলেজের বাইরে এলে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাকে নিয়ম মাফিক জেল হাজতে পাঠায়। বিএনপি নেতারা এই গণ গ্রেফতারকে নজির বিহীণ উল্লেখ করে বলেন, তারা মনে করতে পারছে না অতিতে কখনো চরম সরকার বিরোধি আন্দোলনে একই সাথে এতগুলো মামলা ও গণ গ্রেফতারের ঘটনা ঘটেছে কি না ?
এদিকে বগুড়া কারাগারে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে বর্তমানে ধারণ ক্ষমতার তিনগুনের বেশি বন্দী রয়েছে। কারাগার সূত্রে জানা যায়, বগুড়া কারাগারে নারী ও পুরুষ ওয়ার্ড মিলিয়ে বন্দীর ধারণ ক্ষমতা ৭৮৫ জন । শনিবার পর্যন্ত সেখানে বন্দীর সংখ্যা ছিল ২২৭৩ জন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন