উচ্ছ্বসিত মেট্রোরেলের যাত্রীরা

৩২ মিনিটে উত্তরা টু মতিঝিল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৬ নভেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০১ এএম

যাত্রীদের জন্য খুলে দেওয়ার পর গতকাল রোববার প্রথম বাণিজ্যিক ট্রিপে রাজধানীর মতিঝিলে গিয়েছে বিদ্যুৎচালিত দ্রুতগতির মেট্রোরেল। সকাল সাড়ে ৭টায় ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে ১০টি স্টেশন ধরে ৮টা ২ মিনিটে মতিঝিল স্টেশনে গিয়ে পৌঁছায়। এ যাত্রায় ট্রেনটির সময় লেগেছে মাত্র ৩২ মিনিট।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রুতগতির মেট্রোট্রেন তাদের জীবন থেকে যাতায়াতের সময় অনেক কমিয়ে দিয়েছে। মতিঝিল থেকে ফার্মগেট যাতায়াতে সময় কমিয়েছে এক থেকে দেড় ঘণ্টা এবং মিরপুর-১০ গোলচত্বর যাতায়াতের সময় কমিয়েছে দেড় থেকে ২ ঘণ্টা।
প্রতিদিন শাপলা চত্বর থেকে অনেক যানজট পেরিয়ে ফার্মগেটে অফিসে যাই। অনেক কষ্ট করে গন্তব্যে পৌঁছাতে হয়। সকালে বাস না পেলে সিএনজিতে যেতে হয়। এর মধ্যে যানজট তো আছেই। কিন্তু এখন মেট্রোরেলে চলাচল করবো ভোগান্তি ছাড়া, সেটা ভাবতেই আনন্দ লাগছে। আগে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছিল, এখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হয়েছে। অফিস থেকে ফিরতে যেখানে অনেক সময় লেগে যায়, সেখানে এখন অল্প সময়ের মধ্যেই বাসায় পৌঁছাতে পারবো, এটা ভাবতেই অনেক ভালো লাগছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রাশেদ।
কথা হয় মেট্রোরেলের আরেক যাত্রী আমিনুলের সাথে। তিনি উত্তরায় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে মেট্রোরেলে উঠেছেন। তিনি বলেন, মেট্রোরেল হওয়ায় কত সুবিধা হয়েছে সেটা ফুট-ইঞ্চি মেপে বলা যাবে না। দুই ঘণ্টার রাস্তা আধাঘণ্টায় যাবো, এটাই আনন্দের। এর চেয়ে বেশিকিছু বলার নেই।
গত শনিবার উদ্বোধন হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের। গতকাল রোববার থেকে উত্তরা-মতিঝিল অংশে শুরু হয়েছে নিয়মিত মেট্রোরেল চলাচল। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সচিবালয়, মতিঝিল এলাকায় সবচেয়ে বেশি সরকারি ও বেসরকারি অফিস। ফলে উত্তরা ও মিরপুরে থাকা এসব চাকরিজীবী এই মেট্রোরেলের সুবিধা ভোগ করতে পারবেন। রাজধানীর প্রতিদিনের যে যানজট সেটা থেকে কিছুটা রেহাই পাবেন বলে জানিয়েছেন তারা।
গতকাল সকাল সাড়ে ৭টায় মতিঝিল থেকে ট্রেন ছাড়ার কথা থাকলেও ১০ মিনিট বিলম্বে ছাড়ে। ট্রেনটি আগারগাঁও পৌঁছায় ৭টা ৫২ মিনিটে। তবে মতিঝিল থেকে যাত্রীসংখ্যা কম দেখা গেলেও উত্তরা ও আগারগাঁও ছেড়ে আসা ট্রেনে যাত্রীদের ভিড় ছিল বেশি। অবরোধ চলায় সাধারণ মানুষের চেয়ে চাকরিজীবী ও ব্যবসায়ীদের সংখ্যা বেশি দেখা গেছে। তবে প্রথম দিন যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। সকালে মতিঝিল স্টেশনের স্বয়ংক্রিয় টিকিট কাটার মেশিন অকেজো হয়ে পড়ে। এতে লম্বা লাইনের কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
যাত্রীরা জানান, স্বংয়ক্রিয়ভাবে যে টিকিট কাটার কথা সেটা কাটতে পারিনি। এসে দেখি স্টেশনের তিনটি মেশিনই নষ্ট। মেশিনে টাকা নিচ্ছে না। অফিস টাইম হওয়ার কারণে তাড়াহুড়ো করে আবার লাইনে গিয়ে কাউন্টার থেকে টিকিট নিতে হয়েছে। তবে টিকিট পেতে দেরি হলেও এসময় যাত্রীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। মেট্রোরেল চালুর মধ্যদিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথ মাত্র ৩৮ মিনিটে চলাচল করতে পারবেন যাত্রীরা। উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা।
যাত্রী নিয়ে ছেড়ে আসা ট্রেনগুলোতেও ছিল যাত্রীতে পরিপূর্ণ। প্রথম ট্রেনটি উত্তরা উত্তর থেকে ছেড়ে এসে মতিঝিল আসতে সময় লাগে ৩২ মিনিট। অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পেরে মতিঝিলে আসা যাত্রীদের আনন্দ, উচ্ছ্বাস দেখা গেছে। উত্তরা উত্তর থেকে সাড়ে সাতটায় মতিঝিলের উদ্দেশে ছাড়ে প্রথম মেট্রোরেল। সাতটা সাইত্রিশ মিনিটে সেটি ছাড়ে পল্লবী থেকে। আর আটটা ২ মিনিটে মতিঝিলে গিয়ে পৌঁছায় মেট্রোটি।
মতিঝিল স্টেশনে এক যাত্রী জানান, টাকা যাই যাক, সময় বাঁচল। আগে জরুরি হলে বাইকে আসতাম, এখন ট্রেনে আসা যাবে। অপেক্ষায় ছিলাম তার অবসান হলো। যদিও এ যাত্রী গুরুত্বপূর্ণ লাইনটিতে সকাল ১১টা পর্যন্ত চালু রাখা নিয়ে আপত্তি করেন। দাবি করেন বাকি স্টেশনগুলো খুলে দেওয়ার। কম সময়ে ঢাকার উত্তরা কিংবা মিরপুর থেকে মতিঝিল আসা ছিল অকল্পনীয়। যেখানে মিরপুর ১০ নম্বর থেকে মতিঝিল আসতে দেড় থেকে ২ ঘণ্টা সময় লেগে যেত। মেট্রোতে ২০ মিনিটে আসা যাচ্ছে।
অরিফ নামে আরেক যাত্রী বলেন, যাত্রী হিসেবে আমার দীর্ঘদিনের প্রত্যশা পূরণ হয়েছে। ঢাকায় এমন গিঞ্জি পরিবেশে না থেকেও অল্প সময়েই কাজ করে ফের উত্তরা ফিরে যাওয়া যাবে। গত ১ বছর থেকে উত্তরা থাকি। অপেক্ষায় ছিলাম কখন মেট্রো চালু হবে।
আরেক যাত্রী বলেন, ৯ মিনিটে কখনও মতিঝিল থেকে ফার্মগেট আসা যায় এটি কল্পনার বাইরে ছিল। আমি সকাল ৭টা ৪০ মিনিটে মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেলে উঠি। এর ঠিক ৯ মিনিটের সময় ৭টা ৪৯ মিনিটে আমি ফার্মগেট স্টেশনে নামি। মতিঝিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় আসতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট।
ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেল শুরুতে তিনটি স্টেশন দিয়ে আগারগাঁও-মতিঝিল সেকশন চালু করা হয়েছে। ধীরে ধীরে স্টেশনের সংখ্যা ও মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হবে।##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন