থাকবে নির্বাচনের তফসিল পর্যন্ত

এবারের অবরোধেও ঢাকার রাজপথ ‘প্রহরায়’ আওয়ামী লীগ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম

বিএনপিসহ বিভিন্ন দল ও জোটের ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে আবারও রাজপথে অবস্থান নেয় ক্ষমতাশীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ দিন সতর্ক পাহারায় ছিল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকালও আগের ৩ দিনের অবরোধের মতই রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ সময় ফুটপাতে চেয়ার পেতে বসে থাকতে দেখা যায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, যতদিন পর্যন্ত নির্বাচনের তফসিল না ঘোষণা করা হবে ততো ততোদিন পর্যন্ত তারা ঢাকার রাজপথে সতর্ক প্রহরায় থাকবেন। দল থেকেও এমন নির্দেশনা দেয়া হয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে বলা হয়, বিএনপি-জামাতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।
সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা অবস্থান নেন। দক্ষিণ আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফী, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মহিউদ্দীন মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন। পরে স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগের নেতা-কর্মীরা অবরোধবিরোধী কর্মসূচিতে যোগ দেন। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপনসহ সংগঠনের নেতারা।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফী বলেন, দুষ্টের দমন কীভাবে করতে হয় আমরা সেটা জানি। অবরোধের নামে তারা গাড়ি জালিয়ে, মানুষ হত্যা করে জনগণের কাছে যেতে পারবে না। কুকুর পাগলা হলে যেমন মানুষ পিটিয়ে কোমর ভেঙে দেয়, জনগণ ও বিএনপির কোমর ভেঙে দেবে, আমরা মাঠে আছি।

অবরোধের প্রথম দিনে সকাল থেকে ঢাকা মহানগর উত্তরের কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি পয়েন্টে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। কেউ কেউ অবরোধের বিরুদ্ধে স্লোগানসহ মিছিলও করছেন। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিট আওয়ামী লীগের নেতাদের নেতৃতে দলের কর্মীরা প্রহরায় আছেন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের মাঠে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
অবরোধের প্রতিবাদে গাবতলীতে বাস স্টেশনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল বের করা হয়। এস এম মান্নান কচি গণমাধ্যমকে বলেন, বিএনপি-জামায়াত যাতে চোরাগুপ্তা হামলা না চালাতে পারে সে জন্য আমরা ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছি। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততোদিন পর্যন্ত আমরা ঢাকার পরিবেশকে স্বাভাবিক এবং শান্ত রাখার চেষ্টা করবো।

ফার্মগেটের তেজকুনীপাড়া কল্যাণ সমিতির ১ নম্বর ফটকের সামনে অবস্থান নেয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা। এ সময় ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন পাটোয়ারী বলেন, জনগণের চলাচল নির্বিঘ্ন করতে আওয়ামী লীগ মাঠে আছে। আমরা রাজপথে থাকায় লোকজন সাহস পাচ্ছে।

গতকাল রোববার ও আহ সোমবার দ্বিতীয় দফায় অবরোধ দিয়েছে বিএনপি। এর আগে গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের অবরোধ কর্মসূচি দেয় দলটি। আগের তিন দিনের কর্মসূচির প্রতিদিনই আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোড়ে মোড়ে পাহারায় ছিলেন। তবে গত ৩ দিনের চেয়ে গতকাল আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতি কিছুটা কম। এ বিষয়ে নেতা-কর্মীরা দুটি কারণের কথা বলছেন। প্রথমত, গতকাল শনিবার মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত উদ্বোধন উপলক্ষে বড় কর্মসূচি ছিল। নেতা-কর্মীদের অনেকেই ক্লান্ত। আর দ্বিতীয়ত, আগে পাহারার স্পটের সংখ্যা কম ছিল। এখন প্রতিটি ওয়ার্ডের বেশকয়েকটি স্থানে ভাগ হয়ে নেতা-কর্মীরা বসছেন। এ বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন পাটোয়ারী বলেন, গত সপ্তাহে বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচির বিপরীতে ২৬ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা ফার্মগেট এলাকায় অবস্থান করতেন। আজ বিজয়সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় ভাগ হয়ে বসেছেন। এছাড়া গতকালের বড় কর্মসূচির প্রভাব আছে।

দুপুরে পুরান ঢাকার ধোলাইখালে বিএনপির অবরোধের প্রতিবাদে এক সভার আয়োজন করে বিভিন্ন থানা-ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় সাঈদ খোকন বলেন, মুভ অন বাংলাদেশ মানে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা বিএনপির টেক ব্যাকে বিশ্বাস করি না। যারা পেছনে টেনে ধরতে চায়, খামছে ধরতে চায়, তাদেরকে প্রতিহত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরে সাঈদ খোকনের নেতৃত্বে ধোলাইখাল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ইংলিশ রোড, তাঁতীবাজার মোড় ঘুরে নর্থ-সাউথ রোডে গিয়ে শেষ হয়। এ দিকে অবরোধের প্রতিবাদে সকালে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামরুল হাসান রিপনের নেতৃত্বে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগ নেতা সিফাত সাদেকীন চপল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।

বিএনপির অবরোধের প্রতিবাদে ঢাকায় আলাদাভাবে কর্মসূচি পালন করেছে যুবলীগ। এ সময় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসন ভিত্তিক অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এর মধ্যে দুপুর ১২টায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের অন্তর্গত ঢাকা-১০ আসনের ধানমন্ডি-৩২ নম্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। গাবতলীতে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ঢাকা-১০ আসনের ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও সঞ্চালনা করেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। ধানমন্ডি-৩২ নম্বরে শেখ পরশ বলেন, আমরা গুরুত্বপূর্ণ একটা সময়ে এসে অবস্থান কর্মসূচি করছি। কারণ একটা তথাকথিত বিরোধী দল যারা যুদ্ধাপরাধীদের সাথে জোট করে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। যারা এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটায়। সেই সংগঠন আজকে ২ দিনের অবরোধ দিয়েছে তারা এর আগেও অবরোধ দিয়েছিল। সম্প্রতি তাদের ২ ধরনের মুখোশ উন্মোচিত হয়েছে। একটা হচ্ছে শান্তিপূর্ণ সমাবেশের নামে সম্প্রতি তারা জনগণকে ধোকা দেয়ার অপচেষ্টা করছে। কী ন্যাক্কারজনকভাবে, নির্মমভাবে পুলিশ সদস্যকে হত্যা করেছে।

ঢাকা-১৪ সংসদীয় আসনে গাবতলীতে অবস্থান কর্মসূচিতে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল বলেন, আজ বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে সাধারণ মানুষ এবং পরিবহণের ওপর চোরাগুপ্ত হামলা করছে। কারণ প্রকাশ্যে আওয়ামী লীগকে মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই। তিনি আরও বলেন, জনগণের সম্পৃক্ততা না থাকলে কোন রাজনৈতিক দলের সফলতা আসবে না। জনগণ পরিষ্কারভাবে জেনে গেছে বিএনপি একটি ভুয়া ও প্রতারক দল। তারা একটা মিথ্যাচার আর অপপ্রচারকারী দল। বিএনপির চোরাগুপ্ত হামলা প্রতিহত করতে প্রতিটি জেলা-মহানগরে পাড়া-মহল্লায় যুবলীগের নেতা-কর্মীরা মাঠে রয়েছে। তারা অগ্নিসন্ত্রাসীদের চিহ্নিত করে পুলিশে সোপর্দ করে দিবে। এছাড়াও ঢাকা মহানগর যুবলীগ উত্তরের অন্তর্গত ঢাকা-১১ সংসদীয় আসনে সুবাস্তু টাওয়ার, উত্তর বাড্ডা, ঢাকা-১২ সংসদীয় আসনে যুবলীগ চত্বর, ফার্মগেইট, ঢাকা-১৩ সংসদীয় আসনে শ্যামলী, ঢাকা-১৫ সংসদীয় আসনে মিরপুর-১০ গোল চত্বর, ঢাকা-১৬ সংসদীয় আসনে মিরপুর-১১ বাস স্ট্যান্ড, ঢাকা-১৭ সংসদীয় আসনে মহাখালী কাঁচা বাজার ও ঢাকা-১৮ সংসদীয় আসনে আজমপুর, উত্তরায় এবং ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের অন্তর্গত ঢাকা-২ সংসদীয় আসনে ৫৭নং ওয়ার্ড, কামরাঙ্গীরচর লোহার ব্রিজ, ঢাকা-৪ সংসদীয় আসনে শ্যামপুর ইকো পার্কের সামনে, ঢাকা-৫ সংসদীয় আসনে শনিরআখড়া দনিয়া কলেজের সামনে, ঢাকা-৬ সংসদীয় আসনে ভিক্টোরিয়া পার্কের সামনে, ঢাকা-৭ সংসদীয় আসনে চকবাজার মোড়, ঢাকা-৮ সংসদীয় আসনে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে ও ঢাকা-৯ সংসদীয় আসনে কমলাপুর স্কুল এন্ড কলেজ বৌদ্ধ মন্দির সংলগ্নে সংসদীয় আসন ভিত্তিক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই দুই স্থান ছাড়াও ঢাকায় সংসদীয় আসন ভিত্তিক কর্মসূচি পালন করে যুবলীগের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশীদ, মোঃ এনামুল হক খান, মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, জহির উদ্দিন খসরু, আবু মুনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক

টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ

আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে