আরো ৪ লাখ সেনা নিয়োগ
১১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
চলতি বছর রাশিয়ার সেনাবাহিনীতে নতুন করে ৪ লাখের বেশি সৈন্য নিয়োগ দেয়া হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত বিশেষ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম সেনা নিয়োগের সংখ্যা প্রকাশ করল। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার মেদভেদেভ রাশিয়ার সশস্ত্রবাহিনীর ৩৩৭ তম এয়ারবোর্ন অ্যাসল্ট রেজিমেন্ট পরিদর্শন করার সময় বলেন, ‘দেশের সামরিক বাহিনীতে কাজ করতে ইচ্ছুক লোকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নতুন চুক্তিবদ্ধ সৈন্যদের সংখ্যায় কোনো কমতি লক্ষ্য করা যাচ্ছে না। তাই পরিস্থিতি অনুকূলে থাকলে নতুন সৈনিকদের প্রশিক্ষণের সময়সীমা আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।’ এ সময় তিনি জানান, ইউক্রেনের বিপরীতে যুদ্ধে রাশিয়ার সু-প্রশিক্ষিত সৈন্য দরকার।
ইউক্রেনের নাম উল্লেখ না করে মেদভেদেভ বলেন, ‘আমাদের প্রতিপক্ষ কাদের রণাঙ্গনে পাঠাচ্ছে ঈশ্বর ভালো জানেন। তারা কেবল মানুষ ধরে নিয়ে অ্যাসল্ট রাইফেল হাতে তুলে দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে। এর পরিণতি সুস্পষ্ট।’ এ সময় তিনি জানান, এতে কেবল ইউক্রেনীয়রা প্রাণই হারাবে। এ সময় তিনি জানান, দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন ৯০ হাজারেরও বেশি সেনা হারিয়ে।
এদিকে, রাশিয়ার ডিজেল এবং পেট্রল রপ্তানির ওপর জারি করা সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হচ্ছে। ইতোমধ্যে দেশটির সরকার এই বিষয়ে প্রস্তুতি নেয়ার জন্য জ্বালানি তেলের উৎপাদনকারীদের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার জ্বালানি শিল্প খাতের তিনটি সূত্রের বরাত দিয়ে বিশেষ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সমুদ্রপথে বিশ্বের শীর্ষ ডিজেল রপ্তানিকারক রাশিয়া গত ২১ সেপ্টেম্বর জ্বালানি রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে। দেশীয় বাজারে উচ্চ মূল্য এবং সরবরাহ ঘাটতি মোকাবিলায় এই বিধিনিষেধ জারি করে দেশটির কর্তৃপক্ষ। দেশটির সরকার গত ৬ অক্টোবর জ্বালানি তেলের রপ্তানির ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করে পাইপলাইনের মাধ্যমে ডিজেল রপ্তানির অনুমতি দেয়। তবে পেট্রল রপ্তানির ওপর জারি করা বিধিনিষেধ বহাল রাখে। ওই সময় সড়ক এবং রেলপথেও বিদেশে পেট্রল সরবরাহ নিষিদ্ধ করা হয়।
এর আগে, বুধবার দেশটির জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনভ বলেন, রাশিয়া কিছু গ্রেডের পেট্রলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার চিন্তা করছে। নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ার একটি তেল কোম্পানির একজন কর্মকর্তা বলেছেন, আগামী সপ্তাহ থেকে রপ্তানি পুনরায় চালু করা হবে বলে কর্তৃপক্ষ জ্বালানি উৎপাদনকারীদের জানিয়ে দিয়েছে। দেশটির অপর একটি জ্বালানি শিল্প সূত্র বলেছে, আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, কর্তৃপক্ষ আগামী সপ্তাহে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আমরা রপ্তানি সময়সূচি ও পরিশোধনের জন্য পরিকল্পনা তৈরি করেছি। সূত্র : তাস, রয়টার্স।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ