তফসিল ঘোষণার দিনই নির্বাচন কমিশন ঘেরাও
১১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
বিরোধী দল সমূহের গণদাবি উপেক্ষা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ওই দিনই নির্বাচন কমিশন ঘেরাও ও সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিরোধী দলমতকে জেলে আবদ্ধ রেখে সরকার খালি মাঠে গোল দিতে চাইলে (জাতীয় সংসদ নির্বাচন) বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে পরামর্শ করে অসহযোগ আন্দোলনসহ কঠিন কর্মসূচি ঘোষণা প্রস্তুতি চলছে। ইসলামী আন্দোলনের একটি নির্ভরযোগ্য সূত্র গতকাল শুক্রবার রাতে এতথ্য জানিয়েছে। আগামীকাল রোববার দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, একতরফা নির্বাচন দিয়ে সরকার নিজকে রক্ষা করতে পারবে না। জনমত সরকারের বিরুদ্ধে চলে গেছে। বিরোধী দলমতকে জেলে আবদ্ধ করে সরকার খালি মাঠে গোল দিতে চায়। এ জন্যই সরকার বিরোধীবিহীন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচনী বৈতরণী পার পেতে চায়। রাষ্ট্র পরিচালনায় জনমতের তোয়াক্কা না করে একতরফা নির্বাচনের আয়োজন করছে সরকার। তিনি বলেন, জোর, জুলুম, হত্যা, নির্যাতন, গুম-খুনের মাধ্যমে এই সরকার দেশের জনমানুষের ভোটাধিকার কেঁড়ে নিয়েছে। প্রয়োজনে দেশের মানুষ জীবন ও রক্ত দিয়ে হলেও দেশকে রক্ষা করবে, মানুষের ভোটধিকার প্রতিষ্ঠা করবে।
গতকাল শুক্রবার দুপুরে পল্টনস্থ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি আলোচনাকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা নেছার উদ্দিন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
মুফতী ফয়জুল করীম বলেন, সরকার গায়ের জোরে একতরফা নির্বাচন করে আজীবন ক্ষমতায় থাকতে চায়। প্রশাসন দিয়ে কী আজীবন ক্ষমতায় থাকা যাবে? কখনো নয়। কাজেই সরকারের উচিত জনমনের প্রতি সম্মান দেখিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। তিনি বলেন, একতরফা নির্বাচন করার খেলা দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না বিধায় অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর উদ্দেশ্যে সরকার এখন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতাদের ভয়ভীতি ও লোভ-লালসা দেখিয়ে নির্বাচনে আনার অশুভ খেলায় মেতে উঠেছে। গত ১৫ বছর ক্ষমতায় থেকেও সরকার জনগণের মন জয় করতে পারেনি। নির্বাচনে নিশ্চিত পরাজয় থেকে বাঁচার জন্য সরকার একের পর এক নোংরামি করে অস্তিত্ব রক্ষার উপায় খুঁজছে। তিনি নির্বাচন কমিশনকে একতরফা নির্বাচনের পথ থেকে ফিরে আসার আহ্বান জানান। এছাড়া, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের স্থায়ী কোন নির্বাচন কাঠামো না থাকা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। প্রত্যেকবার নির্বাচন এলেই রক্তাক্ত রাজপথ, হামলা-মামলা, ভাংচুর, গণগ্রেফতার, হরতাল-অবরোধে জনজীবন বিপর্যস্ত।
গতকাল সকালে রাজধানীর ভাটারাস্থ আস সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ