অনুর্বর জমিতে লাখ টাকার স্বপ্ন
১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম
খুলনা শহরতলীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকার একটি গ্রামের নাম রাজাপুর। এই রাজাপুর গ্রামের সরু রাস্তা দিয়ে যেতে চোখ আটকে যায় একটি বাগানে। ওই বাগানে বড় বড় শিরিশ, মেহগনি, চম্বল গাছের সারি। আর নিচে সবুজে ঠাঁসা। ছায়াযুক্ত পতিত জমিতে এমন সবুজ দেখে যে কেউ অবাক হবেন। একটু লক্ষ্য করলে দেখা যায় প্লাস্টিকের বস্তায় আদা চাষ হয়েছে এখানে। এ জেলায় এই প্রথম এমন অভিনব পদ্ধতিতে আদা চাষ করায় প্রায় সময় দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায়।
আর এ বস্তায় আদা চাষে সফল হয়েছেন কৃষক কাজী শহিদুল ইসলাম পিটো। অনাবাদি ও পতিত জমিতে প্লাস্টিকের বস্তায় মাটি ভরে আদা চাষে সফলতা পেয়েছেন এ কৃষক। তা দেখে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বস্তায় আদা চাষের। প্রতিদিনই আদা চাষ দেখতে আসেন অনেকেই। তিনি তার বাড়ি থেকে একটু দূরে পতিত জমিতে ১৮শ’ বস্তায় আদা চাষ করেছেন। এ বছর এই প্রথম তিনি আদা আবাদ করেছেন। অন্য বছরগুলোতে এ জমিতে কোনো ফসল ফলেনি। এখন সেখানে রয়েছে বড় বড় শিরিশ, মেহগনি, চম্বল গাছের সারি। আর নিচে ছায়াযুক্ত পতিত জমি। ছায়াযুক্ত হওয়ায় কোনো ফসলের আশাই ছিল না ওই কৃষকের।
জানা যায়, খুলনা জেলায় চলতি বছরে আদা আবাদ হয়েছে ২৩ হেক্টর জমিতে। আর গত অর্থবছরে আবাদ হয়েছিল ২১ হেক্টর। অন্যদিকে জেলায় প্রথম বস্তা পদ্ধতিতে আদার আবাদ হয়েছে আড়ংঘাটা থানাধীন তেলিগাতির রাজাপুর গ্রামে।
দিঘলিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১ হাজার ৮শ’ বস্তা আদা চাষ হয়েছে। চৈত্র থেকে বৈশাখ মাসে বস্তায় আদা রোপণ করলে পৌষ বা মাঘ মাসে আদা উত্তোলন করা যায়। কন্দ পচা রোগ ও পোকামাকড়ের হাত থেকে আদা রক্ষায় ১৫ দিন অন্তর ছত্রাকনাশক স্প্রে করতে হয়।
কৃষক কাজী শহিদুল ইসলাম পিটো জানান, তার রাইস মিল, গরুর খামার এবং ছোট মাছের পোনা নার্সারী রয়েছে। তবে শাক-সবজি বা মসলা জাতীয় কোনো কাজে তেমন আগ্রহ ছিল না। সেজন্য জমিতে বড় বড় গাছ লাগিয়েছি। চলতি বছরের শুরুতে দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের পরামর্শে ওই গাছের নিচে বস্তা পদ্ধতিতে আদা চাষাবাদ করি। প্রথমে ভেবেছিলাম পুরোটাই নষ্ট হয়ে যাবে। তবে কয়েকদিন পর গাছ দেখে মন ভরে গেল। পুরো জায়গাটা সবুজে ভরে গেছে। বস্তার মধ্যে আদায় ঠাঁসা। আগামী মাসে এসব বস্তা থেকে আদা ওঠাবো। আশা করছি প্রতিটি বস্তা থেকে ১ কেজির বেশি আদা পাওয়া যাবে। আর ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে পারে। সে হিসাবে প্রায় ৪ লাখ টাকার আদা বিক্রি করতে পারব। সবমিলে আমার প্রতি বস্তায় গড়ে ৩৫-৪০ টাকা করে খরচ হয়েছে। প্রতিদিন অনেক মানুষ এবং কৃষক আসেন আমার এই আদা চাষ দেখতে। প্রথম দিকে অনেকে আমাকে পাগল বলেছিল। অনেকে তো আমার এ কাজ দেখে হাসতো। তারা এখন নিজেরাই আবাদ করবেন বলে জানাচ্ছেন।
উপজেলা কৃষি অফিসার মো. কিশোর আহমেদ জানান, বস্তায় আদা চাষে তুলনামূলক রোগবালাই ও খরচ কম। ফলনও ভালো, লাভ দ্বিগুণ। ছায়াযুক্ত হওয়ায় খরার কোনো প্রভাব পড়ে না। বস্তায় আদা চাষ করলে অতিবৃষ্টি বা বন্যায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না।
কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনা অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন জানান, আদা ছায়াযুক্ত জায়গায় হয়। রোগ বালাইও কম হয়। ফলে অন্য গাছের নিচে বা বাড়ির আঙিনায় ছাদের নিচে আদার আবাদ করা যায়। খুলনার দিঘলিয়া উপজেলার আওতাধীন আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকায় কৃষক কাজী শহিদুল ইসলাম পিটো গাছের নিচে এর আবাদ করেছেন। অনেক ভালো ফলন হয়েছে। তাকে দেখে অনেকেই এভাবে আদা চাষাবাদে আগ্রহী হচ্ছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস