অনুর্বর জমিতে লাখ টাকার স্বপ্ন
১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম
খুলনা শহরতলীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকার একটি গ্রামের নাম রাজাপুর। এই রাজাপুর গ্রামের সরু রাস্তা দিয়ে যেতে চোখ আটকে যায় একটি বাগানে। ওই বাগানে বড় বড় শিরিশ, মেহগনি, চম্বল গাছের সারি। আর নিচে সবুজে ঠাঁসা। ছায়াযুক্ত পতিত জমিতে এমন সবুজ দেখে যে কেউ অবাক হবেন। একটু লক্ষ্য করলে দেখা যায় প্লাস্টিকের বস্তায় আদা চাষ হয়েছে এখানে। এ জেলায় এই প্রথম এমন অভিনব পদ্ধতিতে আদা চাষ করায় প্রায় সময় দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায়।
আর এ বস্তায় আদা চাষে সফল হয়েছেন কৃষক কাজী শহিদুল ইসলাম পিটো। অনাবাদি ও পতিত জমিতে প্লাস্টিকের বস্তায় মাটি ভরে আদা চাষে সফলতা পেয়েছেন এ কৃষক। তা দেখে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বস্তায় আদা চাষের। প্রতিদিনই আদা চাষ দেখতে আসেন অনেকেই। তিনি তার বাড়ি থেকে একটু দূরে পতিত জমিতে ১৮শ’ বস্তায় আদা চাষ করেছেন। এ বছর এই প্রথম তিনি আদা আবাদ করেছেন। অন্য বছরগুলোতে এ জমিতে কোনো ফসল ফলেনি। এখন সেখানে রয়েছে বড় বড় শিরিশ, মেহগনি, চম্বল গাছের সারি। আর নিচে ছায়াযুক্ত পতিত জমি। ছায়াযুক্ত হওয়ায় কোনো ফসলের আশাই ছিল না ওই কৃষকের।
জানা যায়, খুলনা জেলায় চলতি বছরে আদা আবাদ হয়েছে ২৩ হেক্টর জমিতে। আর গত অর্থবছরে আবাদ হয়েছিল ২১ হেক্টর। অন্যদিকে জেলায় প্রথম বস্তা পদ্ধতিতে আদার আবাদ হয়েছে আড়ংঘাটা থানাধীন তেলিগাতির রাজাপুর গ্রামে।
দিঘলিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১ হাজার ৮শ’ বস্তা আদা চাষ হয়েছে। চৈত্র থেকে বৈশাখ মাসে বস্তায় আদা রোপণ করলে পৌষ বা মাঘ মাসে আদা উত্তোলন করা যায়। কন্দ পচা রোগ ও পোকামাকড়ের হাত থেকে আদা রক্ষায় ১৫ দিন অন্তর ছত্রাকনাশক স্প্রে করতে হয়।
কৃষক কাজী শহিদুল ইসলাম পিটো জানান, তার রাইস মিল, গরুর খামার এবং ছোট মাছের পোনা নার্সারী রয়েছে। তবে শাক-সবজি বা মসলা জাতীয় কোনো কাজে তেমন আগ্রহ ছিল না। সেজন্য জমিতে বড় বড় গাছ লাগিয়েছি। চলতি বছরের শুরুতে দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের পরামর্শে ওই গাছের নিচে বস্তা পদ্ধতিতে আদা চাষাবাদ করি। প্রথমে ভেবেছিলাম পুরোটাই নষ্ট হয়ে যাবে। তবে কয়েকদিন পর গাছ দেখে মন ভরে গেল। পুরো জায়গাটা সবুজে ভরে গেছে। বস্তার মধ্যে আদায় ঠাঁসা। আগামী মাসে এসব বস্তা থেকে আদা ওঠাবো। আশা করছি প্রতিটি বস্তা থেকে ১ কেজির বেশি আদা পাওয়া যাবে। আর ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে পারে। সে হিসাবে প্রায় ৪ লাখ টাকার আদা বিক্রি করতে পারব। সবমিলে আমার প্রতি বস্তায় গড়ে ৩৫-৪০ টাকা করে খরচ হয়েছে। প্রতিদিন অনেক মানুষ এবং কৃষক আসেন আমার এই আদা চাষ দেখতে। প্রথম দিকে অনেকে আমাকে পাগল বলেছিল। অনেকে তো আমার এ কাজ দেখে হাসতো। তারা এখন নিজেরাই আবাদ করবেন বলে জানাচ্ছেন।
উপজেলা কৃষি অফিসার মো. কিশোর আহমেদ জানান, বস্তায় আদা চাষে তুলনামূলক রোগবালাই ও খরচ কম। ফলনও ভালো, লাভ দ্বিগুণ। ছায়াযুক্ত হওয়ায় খরার কোনো প্রভাব পড়ে না। বস্তায় আদা চাষ করলে অতিবৃষ্টি বা বন্যায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না।
কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনা অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন জানান, আদা ছায়াযুক্ত জায়গায় হয়। রোগ বালাইও কম হয়। ফলে অন্য গাছের নিচে বা বাড়ির আঙিনায় ছাদের নিচে আদার আবাদ করা যায়। খুলনার দিঘলিয়া উপজেলার আওতাধীন আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকায় কৃষক কাজী শহিদুল ইসলাম পিটো গাছের নিচে এর আবাদ করেছেন। অনেক ভালো ফলন হয়েছে। তাকে দেখে অনেকেই এভাবে আদা চাষাবাদে আগ্রহী হচ্ছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ফ্যাসিবাদ আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে, আমরা বিভক্তি দুর করে এক্যবদ্ধ জাতী চাই- ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব
আগ্নেয়গিরির ছাইয়ের কারণে অস্ট্রেলিয়া-বালি ফ্লাইট বন্ধ
১০০০ গোলের স্বপ্ন এখনও দেখছেন রোনালদো?
কুয়াকাটায় রাস উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি, সাজ সাজ রব
কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি সীতাকুণ্ড হতে গ্রেপ্তার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ নারী আটক
এই সরকারকে সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই : মির্জা ফখরুল
পাকিস্তানের উত্তরের ইন্দুস নদীতে বাস দুর্ঘটনা,অন্তত ১৪ জনের মৃত্যু
ফ্যাসিবাদী সাবেক মেয়র আতিক আবারও ৫ দিনের রিমান্ডে
একসঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর ৪ ঘূর্ণিঝড়
"হিনার আবেগঘন পোস্টে দুশ্চিন্তায় ভক্ত-অনুরাগী"
নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অপরাধীদের বিচার দাবি জাবি ছাত্রশিবিরের
ভয় দেখিয়ে লাভ নেই : সারজিস আলম
যশোরের ঝিকরগাছায় শিশু কন্যাকে গলা টিপে হত্যা
ট্রাম্পের মন্ত্রীসভায় চীন বিরোধী মনোভাব স্পষ্ট !
আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে রিট
বেনাপোল : মণিরামপুরে হঠাৎ চুলকানিতে এক স্কুলের অর্ধশত শিশু শিক্ষার্থী হাসপাতালে
"আসিফের গানে মডেলিং করবেন ভাইরাল তরুণী ফারজানা সিঁথি"
যশোরের মণিরামপুরে জামায়াত কর্মী আনিছুর হত্যার ঘটনায় মামলা
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় বিমান হামলা