পিটার হাসকে ফিরিয়ে নিতে বলা রসবোধ থেকে
১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানানোর তিন দিন পর ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ বলছেন, বাঙালির চিরাচরিত রসবোধের জায়গা থেকে তিনি এ কথা বলেছিলেন। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। ‘হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত করা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে’ আয়োজিত ওই সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপি-জামায়াতের ‘পৃষ্ঠপোষক’ বলে আখ্যা দিয়ে তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
গত বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের বক্তব্যের জবাব না দিতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন।
গত বুধবারের ওই সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি বাংলাদেশকে পেছন দিকে ফিরিয়ে নিতে চায়। তারা বলে ‘টেক ব্যাক বাংলাদেশ’। পিটার হাসকে তাদের (বিএনপি-জামায়াত) পৃষ্ঠপোষক উল্লেখ করে ছাত্রলীগের এই নেতা বলেন, ‘আমেরিকার উদ্দেশে বলব, টেক ব্যাক ইওর হাস। হাসকে আপনারা ফিরিয়ে নিয়ে যান। এই হাঁস, পাতিহাঁস- বাংলাদেশে আমরা চাই না। আমরা হাঁস অনেক জবাই করে খেয়েছি। রাজহাঁস পর্যন্ত এই বাংলার মানুষ ধরে ধরে খায়।’ এ সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। ওয়ালী আসিফের এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বক্তব্যের বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ গতকাল শনিবার বলেন, বাঙালির সহজাত রসবোধ থেকেই কথাগুলো বলেছিলাম। কোনো দেশ বা কোনো দেশের কূটনীতিকের সঙ্গে বৈরী সম্পর্কে ছাত্রলীগ ও শিক্ষার্থীরা বিশ্বাস করে না।
ছাত্রলীগের এই নেতা আরও বলেন, সারা বিশ্বের জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর যে নীতি ছিল-সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়, আমরা এতেই বিশ্বাস করি। মার্কিন রাষ্ট্রদূত কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিও একজন শিক্ষার্থী হিসেবে আমি এই মানসিকতাই ধারণ করি। আমার বুধবারের বক্তব্যটি বাঙালির চিরাচরিত রসবোধের জায়গা থেকে দেওয়া। এটিকে কঠোরভাবে, ব্যক্তিগতভাবে কিংবা ঋণাত্মকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। সেই মানসিকতা থেকেই আমরা সবার সঙ্গে আচরণ বা সম্পর্ক রাখতে চাই।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস