লেনদেন ভারসাম্য নিয়ে বাংলাদেশ মাঝারি ঝুঁকিতে : মুডিস

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১২ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম

বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ অনেকটা কমে যাওয়ার কারণে লেনদেন ভারসাম্য বা ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) নিয়ে মাঝারি মাত্রার ঝুঁকি রয়েছে বলে মনে করছে বৈশ্বিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস ইনভেস্টরস সার্ভিস।

এক প্রতিবেদনে মুডিস জানিয়েছে, বাংলাদেশ ব্যালান্স অব পেমেন্টের সংকটে পড়তে পারে এমন আশঙ্কা মাঝারি মানের। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মোট চারটি দেশের কথা উল্লেখ করেছে মুডিস, যারা এ ধরনের সংকটে পড়তে পারে। চারটি দেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। চতুর্থ যে দেশটি এই সংকটে পড়তে পারে সেটি হলো ভারত।
মুডিস প্রতিবেদনে বলছে, বাংলাদেশের বাজার অতটা উন্মুক্ত নয়, রপ্তানি পণ্যের বৈচিত্র্য তেমন একটা নেই; তার সঙ্গে যুক্ত হয়েছে সামষ্টিক অর্থনীতির দুর্বল ব্যবস্থাপনা ও উচ্চ রাজনৈতিক ঝুঁকি। এসব কারণে দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে।

বাংলাদেশে রিজার্ভ বা বিদেশি মুদ্রার মজুত ধারাবাহিকভাবে কমছে। গত বৃহস্পতিবার রিজার্ভ ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে, যদিও ২০২১ সালের আগস্ট মাসে দেশের রিজার্ভ ছিল ৪০ দশমিক ৭ বিলিয়ন ডলার। কিন্তু গত ১৮ মাসে ডলারের বিনিময় হার বৃদ্ধি, বিশ্ববাজারে উচ্চ মূল্যস্ফীতি ও রেমিট্যান্স বা প্রবাসী আয় কমে যাওয়ার কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে।

আগামী কিছুদিনের মধ্যে রিজার্ভ বাড়বে, তেমন সম্ভাবনাও নেই। যেসব কারণে রিজার্ভ কমেছিল, সেই সব কারণ এখনো বিদ্যমান। এই সময়ে ভারতের রিজার্ভ ৫৯৮ বিলিয়ন মার্কিন ডলার; অক্টোবর মাসের শেষে পাকিস্তানের রিজার্ভ ছিল ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার; ৩ নভেম্বর শ্রীলঙ্কার রিজার্ভ ছিল ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের ঝুঁকি সবচেয়ে কম। মুডিস বলছে, দেশটির অর্থনীতি বৈচিত্রপূর্ণ; রপ্তানি খাতও বেশ বড়। দেশটির সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনাও ভালো; সে জন্য তাদের বিদেশি মুদ্রার রিজার্ভও ভালো।

মুডিসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার রপ্তানি খাত ছোট হওয়ার কারণে তাদের ব্যালান্স অব পেমেন্টের সংকটে পড়ার আশঙ্কা বেশি। ভারত তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও বাজার আরো উন্মুক্ত না করলে তারাও বিপদে পড়তে পারে। মুডিস বলছে, বাজার আরো না মুক্ত না করলে দীর্ঘ মেয়াদে ভারতের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে; তখন তারা ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে বিপদে পড়তে পারে। পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলে মনে করে মুডিস। তাদের ভাষ্য, তৈরি পোশাক খাতে অবস্থান ভালো থাকায় রপ্তানিতে এদের চেয়ে ভালো পরিস্থিতিতে আছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অন্যান্য দেশের খুব একটা উন্মুক্ত বাণিজ্য চুক্তি নেই। সে কারণে বৃহত্তর বাজারের সুবিধা তারা তেমন একটা পায় না। সেই সঙ্গে তাদের বাজার অতটা উন্মুক্ত নয়, তাই দীর্ঘ মেয়াদে তাদের প্রবৃদ্ধিতে প্রভাব পড়তে পারে।

দক্ষিণ এশিয়ার এই চারটি দেশই সে কারণে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে মুডিস। সামগ্রিকভাবে চারটি দেশের মধ্যে তুলনা করে মুডিস বলেছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, বাণিজ্য অবকাঠামো, নীতি ও শ্রমের মানের ক্ষেত্রে ভারতের তুলনায় পিছিয়ে।

এ ছাড়া তিনটি দেশই নানা মাত্রায় সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যহীনতার সম্মুখীন। এতে তাদের পক্ষে অবকাঠামো ও শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ করা কঠিন হবে।

এই চারটি দেশের ঋণমান অপরিবর্তিত রেখেছে মুডিস: বাংলাদেশের ঋণমান বি১-এ স্থিতিশীল রাখা হয়েছে; ভারতে বিএএ৩-এ স্থিতিশীল; পাকিস্তানের সিএএ৩-এ স্থিতিশীল ও শ্রীলঙ্কার সিএ স্থিতশীল।
এর আগে গত মে মাসে মুডিস বাংলাদেশের ঋণমান এক ধাপ কমিয়ে বিএ৩ থেকে বি১ করে। ২০১০ সাল থেকে ঋণমান নির্ণয় শুরু করার পর এই প্রথম তারা বাংলাদেশর ঋণমান হ্রাস করেছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস