চতুর্থ দফার অবরোধ শুরু
১২ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনে বিএনপি। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে দলটি। একদিন হরতাল ও তিন দফা অবরোধের পর আজ থেকে ফের চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। চলবে আজ সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত। বিএনপির পাশাপাশি ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণঅধিকার পরিষদ। এর বাইরে জামায়াতে ইসলামীসহ আরো বিভিন্ন রাজনৈদিক দল এই কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে আজ সনাতন ধর্মাবলম্বীদের কালী/শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি আওতামুক্ত থাকবে। এছাড়া গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সের চলাচল এবং অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
আওয়ামী অবৈধ সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক রাজপথ-রেলপথ-নৌ-পথে অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু শেখ হাসিনার নির্দেশে বিরোধী দলের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে হাতুড়ি-চাপাটি-লগি-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীরা যানবাহনে আগুন দিচ্ছে-তাণ্ডব চালাচ্ছে।
তিনি বলেন, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচতে চাইলে, পরিবারকে বাঁচাতে চাইলে, দেশ বাঁচাতে চাইলে, বিরোধী দলের ডাকা প্রতিটি কর্মসূচি, আমাদেরকে যে কোনো মূল্যে সফল করতে হবে। আপনার আজকের একটু কষ্ট, একটু ত্যাগই হয়তো গড়ে দিতে পারে আগামীর জন্য নিরাপদ একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা ভুলে যাইনি, একজন শহীদ নূর হোসেনের আত্মত্যাগ, ৯০ এর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সফলতার পথ রচনা করে দিয়েছিলো। আপনার ত্যাগ-কষ্টও বৃথা যাবেনা। গণতন্ত্রকামী মানুষের বিজয় সুনিশ্চিত -ফ্যাসিবাদ পরাজিত হবেই হবে ...ইনশাআল্লাহ।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোট গুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘন্টা এবং সর্বশেষ ৮ নভেম্বর থেকে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচির ডাক দেয় যা শুক্রবার ভোর ৬টায় শেষ হয়।
এখন পর্যন্ত বিএনপি ঘোষিত হরতাল ও অবরোধ প্রতিটি কর্মসূচিতেই ঢাকার সঙ্গে সারাদেশের সড়ক ও নৌ পথ বিচ্ছিন্ন ছিল। বাস পরিবহন মালিক সমিতি প্রতিটি কর্মসূচিতেই বাস চলাচলের ঘোষণা দিলেও তা বন্ধ ছিল। যাত্রী সঙ্কটের কারণে প্রতিদিনই দূরপাল্লার বাস বন্ধ ছিল। বরং বাস টার্মিনালগুলোতে ক্রিকেট খেলতে দেখা যায় পরিবহন শ্রমিকদের।
এদিকে রাজধানীরও ভিন্ন চিত্র দেখা গেছে। অবরোধের দিনগুলোতে ছিল না চিরচেনা যানজট, যাত্রীবাহী বাসও ছিল অনেক কম। যেকটি বাস চলাচল করেছে সেগুলোতেও যাত্রী সংখ্যা ছিল কম। এছাড়া সাধারণ মানুষও অবরোধের দিনগুলোতে খুব একটা বের হয়নি। এসব দিনে নগরজুড়ে রিকসার আধিপত্য দেখা গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস