প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় যুবলীগের বড় আকারের শোভাযাত্রা যানজটে ভোগান্তি
১২ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম
যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল ঢাকায় বেশ বড় আকারের শোভাযাত্রা করেছে সংগঠনটি। সংগঠনটির মূল কর্মসূচি ছিল দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে। পরে সেখান থেকে ধানমণ্ডি-৩২ নম্বর পর্যন্ত আনন্দ র্যালী ও উন্নয়ন শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। এর ফলে ঢাকার অনেক শহর বন্ধ হয়ে যায়। তীব্র ভোগান্তিতে পরে আসেপাশে সড়কে বিভিন্ন যানবাহনে অবস্থানকারী যাত্রীরা।
বিকেল সাড়ে চারটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে ধানমন্ডি ৩২ এ গিয়ে শেষ হয়। উন্নয়ন শোভাযাত্রার শুরুতে নেতা-কর্মীদের শপথ পাঠ করান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রধান ফটকের সামনে ট্র্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক আমির হোসেন আমু। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবির নানক এ সময় বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এর আগে দুপুর দেড়টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা হেঁটে, ট্রাকে করে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জড়ো হতে শুরু করেন। মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এর ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশ শেষে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল সহকারে শোভাযাত্রা সহকারে ধানমন্ডি ৩২ নম্বররের দিকে যাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্সল্যাব, কলাবাগান, মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় শোভাযাত্রা উল্টোপাশের রাস্তায় কয়েক শত যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা আগামী নির্বাচন নৌকায় স্লোগানে স্লোগানে ভোট দেওয়ার আহ্বান জানান। অপর দিকে বিএনপি-জামায়াতের বিরুদ্ধেও এ সময় স্লোগান দেওয়া সহয়।
এর আগে সকালে ধানমন্ডি-৩২ নম্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়াও সকালে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের নিহত সকল শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ নেতারা। এসময় বনানী কবরস্থান মসজিদে যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয়েছি যুবলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তখন শেখ ফজলুল হক মনি ওই সংগঠনটির নেতৃত্বে ছিলেন। ফজলুল হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়া জিলা স্কুল মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া সদর ০৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হিলি (দিনাজপুর) সংবাদদাতা জানান, উপজেলা যুবলীগ সভাপতি আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন মল্লিক প্রতাব,শাহেদ মল্লিক বাবু প্রমুখ।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, জেলায় এ উপলক্ষে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাড. খোদাদাদ খান পিটু।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, জেলা যুবলীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য ছোট মনির, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন।
দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি বেলা ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তৃতা রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জোবায়ের হোসেন জাবু উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আশ্রাফুল আলম বিপ্লবসহ দলের নেতকর্মীরা।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, দোয়ারাবাজারে উপজেলা যুবলীগের আহবায়ক, বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম মাষ্টারের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আবুল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -০৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা জানান, কলাপাড়া নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয় দিবসটি। বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে মিলিত হয় শতাধিক যুবলীগের নেতাকর্মীরা।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার। এসময় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।
সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, দিনটি উপলক্ষে উপজেলা গনমিলনায়তনে উপজেলা যুবলীগের আহবায়ক ও সেনবাগ পৌর আ. লীগ সভাপতি আসম জাকারিয়া আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস