নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা
১২ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম
আওয়ামী লীগকে ভোট দেয়ার কারণে দেশের উন্নয়ন হয়েছে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন। গতকাল শনিবার কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে সেলক্ষে আমরা কাজ করে যাচ্ছি। যাতে কোনো মানুষ কষ্টে না থাকে, সেভাবেই কাজ করে যাচ্ছি। আমরা চাই আপনাদের জীবনমান উন্নত হোক, নিরাপদ হয় সেলক্ষেই কাজ করা হচ্ছে।
জনসভায় বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, মানুষের জন্য আমরা কাজ করি। আর অন্য একটি দল আছে মানুষের সম্পদ লুটে খায়, খুন, হত্যা-বোমাবাজি, গ্রেনেড হামলা, চোরাবাজি করতে জানে তারা। মানুষ পুড়িয়ে মারাই বিএনপির কাজ। ওরা ধ্বংস করতে জানে, গড়তে জানে না। মানুষের কল্যাণে এরা কাজ করতে পারে না। ১৫ বছরের আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে তা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই দেশের পরিবর্তন হয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই। আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো জয়ী করতে; যেন আপনাদের সেবা করার সুযোগ পায়। যেগুলো কাজ এখনও শেষ হয়নি সেগুলো যেন শেষ করতে পারি। এর আগে সকালে কক্সবাজারে নির্মিত দেশের প্রথম এবং এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন এবং দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের ৪৮তম জেলায় আজ রেল যুক্ত হল। এতে দীর্ঘদিনের কক্সবাজারবাসীর স্বপ্ন পূরণ হল। এখন জনগণ রেলে করে কক্সবাজার থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে কক্সবাজার যাতায়াত করতে পারবে। কক্সবাজারের পর্যটনে এই রেল যোগাযোগের প্রভাব পড়বে। কক্সবাজার অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ১ ডিসেম্বর থেকেই কক্সবাজার থেকে নিয়মিত রেল যোগাযোগ হবে বলে জানান, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর নবনির্মিত ১০০ কিলোমিটার রেললাইনে ট্রেন চলাচলের উদ্বোধনের জন্য কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন। কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য আগে থেকেই চট্টগ্রাম থেকে একটি রেল কক্সবাজার স্টেশনে এনে রাখা হয়েছিল।
উদ্বোধনের পরে তিনি টিকিট কেটে রেলে চড়ে রামু পর্যন্ত ১২ কিলোমিটার ভ্রমণ করেন। বিকেলে রামু থেকে হেলিকপ্টারযোগে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। বেলা পৌনে ৪টার দিকে মাতারবাড়ি টাউনশিপ মাঠে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন। এর আগে বেলা পৌনে ৪টার দিকে মাতারবাড়ি টাউনশিপ মাঠে ১৪টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এই সমুদ্রবন্দরের চ্যানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী আরো যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার মধ্যে আছে- কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় বাঁকখালী নদীর উপর সেতু ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ, ২১২ একর ভূমি ভরাট, ৪ দশমিক ৭৮ কিলোমিটার স্লোপ প্রটেকশন বাঁধ নির্মাণ, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ডিজাইন ও স্থাপনাকরণ প্রকল্প এবং গোরকঘাটা-শাপলাপুর সড়ক প্রশস্তকরণ।
পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প মাতারবাড়ীতে এক হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রিডে সংযুক্তকরণ প্রকল্পও উদ্বোধন করেন তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের রামু উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ প্রকল্পটিও আছে উদ্বোধনের তালিকায়।
এছাড়া কৈয়ারবিল থেকে চৌকিদারপাড়া পর্যন্ত সিসি গার্ডার ব্রিজ নির্মাণ, বীর মুক্তিযোদ্ধা পৌর বাস টার্মিনাল সম্প্রসারণ ও উন্নয়ন কাজ এবং জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, রত্না পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
টেকনাফ উপজেলার মাল্টিপারপাস ডিজাস্টার রিসিলেন্ট শেল্টার কাম আইসোলেশন সেন্টার, রামুর জোয়ারিনালা ইউনিয়নের মহসীনা বাজার ভায়া নন্দখালী সড়কে আর্চ ও আরসিসি গার্ডার ব্রিজ এবং প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভবন নির্মাণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানগুলোতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজারের সংসদ সদস্যসহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস