সাহস থাকলে হুঙ্কার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন : প্রধানমন্ত্রীকে রিজভী

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৪ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সকল রীতিনীতি, শিষ্টাচার, সুরুচি ও সভ্যতাকে তোয়াক্কা না করে লাগামছাড়া, উস্কানিমূলক, অসংলগ্ন ও ভারসাম্যহীন-জিঘাংসামুলক-নিকৃষ্টতম ভাষায় বক্তব্য রেখেছেন। এটা কি কোন সভ্য দেশের সরকার প্রধানের মুখের ভাষা হতে পারে? প্রধানমন্ত্রীর এতো ক্ষমতা, সাহস আত্মম্ভরিতা কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তিনি আতকে উঠেন। তাঁর (প্রধানমন্ত্রী) উদ্দেশ্যে বলতে চাই যদি সাহস থাকে সন্ত্রাসীদের মতো খিস্তি-খেউড় আর হুংকার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন দিন। ভোটাররাই ফায়সালা করবে। গতকাল সোমবার ভার্চুয়াল মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত রোববার নরসিংদীদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, তিনি বলেছেন, “আরে ব্যাটা তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। পালিয়ে থাকে লন্ডনে। ওখান থেকে আগুন জ্বালাতে বলে। অগ্নি সন্ত্রাসী যাকে যেখানে পাবেন-ধরেন। ধরে আগুনে ফেলে দেবেন। বিএনপি হচ্ছে সন্ত্রাসীদের দল। বিএনপির অগ্নিসন্ত্রাস যুগ যুগ ধরে মানুষ দেখেছে।” গত ২ নভেম্বর শেখ হাসিনা সংসদে দাড়িয়ে বিএনপি নেতাদের জানোয়ার বলেছেন। শেখ হাসিনা আরো অনেক কথা বলেছেন যা কেবল মানসিক বিকারগ্রস্থ মানুষের পক্ষেই বলা সম্ভব। উনার বাক্যদূষণ’ ইদানীং প্রায় মহামারীর পর্যায়ে পৌঁছেছে।
রিজভী বলেন, বাংলাদেশের দুর্ভাগ্য যে, এই ধরনের মানুষ এখন প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে বসে আছেন। একজন প্রধানমন্ত্রীর কথা-বার্তায় শালীনতা থাকা বাঞ্ছনীয়। “তুই তোকারি’ আর গালিগালাজ করে নিজের অসহায়ত্ব প্রকাশ করছেন তিনি। মনোবিজ্ঞান বলে, বাচালতা মানসিক ব্যাধি। দুই কারণে এ ব্যাধিতে কেউ আক্রান্ত হতে পারেন। প্রথমতঃ আনন্দের আতিশয্যে। এত আনন্দিত যে তার মানসিক অবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। দ্বিতীয়তঃ প্রচন্ড হতাশা, ভয়-আতংক এবং দুঃখ থেকে। শেখ হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে যে কথাটি বলেছেন, সেটি হলো ‘সাহস থাকলে দেশে আয় ব্যাটা’। তার এই বক্তব্যে জনগণ উপলব্ধি করতে পেরেছে যেহেতু প্রধানমন্ত্রীর নিদের্শে অসংখ্য গুম, বিচার-বহির্ভুত হত্যা, চোখ বাধাঁ মানুষের দীর্ঘ সারি এবং ফাসিতে ঝোলানোর জ¦লন্ত দৃষ্টান্ত রয়েছে। তাই তিনি ক্ষমতায় থাকতে তারেক রহমান দেশে আসলে কোন পরিণতির দিকে নিয়ে যাবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানের ক্যারিশমাটিক নেতৃত্ব, অভাবনীয় জনপ্রিয়তা, রাজনৈতিক প্রজ্ঞা, দুরদর্শিতায় গড়ে ওঠা প্রত্যয়-দৃঢ় নেতৃত্বে শেখ হাসিনা আতংকিত, সন্ত্রস্ত। তার নেতৃত্বে দেশে যে এখন এক দফার দুর্বার আন্দোলন চলছে এতে ভোট ডাকাত সরকার পালানোর পথ খুঁজছে। শয়নে জাগরনে তারেক রহমানের ভয়ে অস্থির হয়ে প্রহর গুনছে। আর ভয়ে আতংকে প্রলাপ বকছে, খিস্তি খেউড় আর আর্তনাদ করছে। এই বক্তব্য শুনে মানুষ হত-বিহ্বল ও বোবা হয়ে গেছে। প্রধানমন্ত্রীর আসনে বসে এমন বক্তব্য কেবল শপথভঙ্গ নয়, আইনের গুরুতর লঙ্ঘন। সরাসরি প্রাণ-নাশের হুমকি। বাংলাদেশের মানুষ এই সব বক্তব্যের বিচার একদিন করবে।
রিজভী বলেন, আগুনে নিক্ষেপ করতে প্রধানমন্ত্রীর সহিংস হুংকারে দেশের গণতন্ত্রকামী প্রতিটি মানুষ আতংকিত। তিনি দেশে গৃহযুদ্ধ বাধাতে চান। তার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে তিনি নিজেই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর পুরো আস্থা রাখতে পারছেন না। একারনে শর্টগান, হাতুড়ি-চাপাতি-লগি-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদেরকে নির্দেশ দিচ্ছেন ভোটাধিকার আদায়ের দাবীতে আন্দোলনরতদেরকে আগুনে নিক্ষেপ করে হত্যা করতে। শেখ হাসিনা অতীতেও একটার বদলে দশটি লাশ ফেলার নির্দেশ দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নদীতে ফেলে হত্যার হুমকী দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এখন বিরোধী নেতাকর্মীদের জেলে পুরে স্বস্তি পাচ্ছেন না।
আওয়ামী লীগ একতরফা নির্বাচন আয়োজনে উন্মত্ত হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন, আন্তর্জাতিক মহলের চাপে দিশেহারা হয়ে গেছে। প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা, পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা, পুলিশ হাসপাতালে গাড়িতে আগুনের এই সব ঘটনা নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিত উসকানি তৈরি করে, সমাবেশে এ ঘটনাগুলো ঘটিয়েছে।’ জনগণের অবরোধ চলাকালে ফেনীর লালপুলে মহাসড়কে চিনিভর্তি ট্রাকে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতারকৃত সদর উপজেলাধীন ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নুর উদ্দিন টিপুকে গ্রেফতারে প্রমানিত হয় অতীতের মতো আওয়ামী লীগ আগুন সন্ত্রাস নাশকতা করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে। নিজেরাই ধ্বংসযজ্ঞ, হত্যা-ভাংচুর, সহিংসতা করে পুরানো কায়দায় বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে।
পুলিশ এখন গায়েবী তথ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, কবরে শায়িত লাশের নামে, ওমরাহ পালনকালে সেই ব্যক্তির নামে, হাসপাতালে শায়িত পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির নামে, প্রবাসীর নামে, কারাবন্দি নেতাদেরকেও মামলার পাইকারী আসামী করা হচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে কব্জায় নিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সরকার টিকে থাকার শেষ চেষ্টা করছে। আইন-আদালত, প্রশাসন, পুলিশ সবকিছুই শেখ হাসিনার হুকুমের দাসে পরিণত হয়েছে। বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন প্রায় সাড়ে ৩ বছর আগে। ১ বছর আগে মারা গেছেন রামপুরা থানার ২৩নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির রহমান। অথচ ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে ফেরার পথে মৌচাকে পুলিশের উপর ককটেল ছুড়ে নাশকতা মামলার আসামি হয়েছেন মরহুম সানাউল্লাহ মিয়া। একই মামলায় আসামী মরহুম মো. নাসির রহমান। মিথ্যা মামলা করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছে শেখ হাসিনার দলদাস মামলাবাজ পুলিশ। মামলার তাণ্ডব আর গ্রেফতার বাণিজ্যে অন্ধ হয়ে গেছে প্রশাসন। তিনি অবিলম্বে এই মিথ্যা মামলা বন্ধের আহ্বান জানান।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার