ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
যতদিন চোরাগোপ্তা হামলা, ততদিন গ্রেফতার অভিযান : তথ্যমন্ত্রী

ঢাকায় দলীয় প্রহরা বাড়িয়েছে আ.লীগ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৪ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম

বিএনপির ডাকা চতুর্থ ধাপের দ্বতীয় দিনের অবরোধে ঢাকায় দলীয় নেতা-কর্মীর সংখ্যা বাড়িয়েছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। অন্য দিনের মতই গতকালও ঢাকায় মোড়ে মোড়ে নেতা-কর্মীদের অবস্থান ছিল। তবে নেতা-কর্মীর সংখ্যা ছিল বেশি। এ সময় অবরোধের প্রতিবাদে বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়েও মিছিল করেছেন ঢাকা মহানগর (দক্ষিণ ও উত্তরের) আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দলটির মহানগরের নেতারা জানিয়েছেন, আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত ঢাকায় দলীয় নেতা-কর্মীর প্রহরা বাড়ানোর জন্য দলীয় হাইকমান্ড থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল সারা ঢাকায় পড়ায়, মহল্লায় ও শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অন্য দিনগুলোর মতই আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সংখ্যা বাড়তে দেখা গেছে। রাজধানীর এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড়, গ্র্রিন রোডের সায়েন্স ল্যাব এবং উত্তর সিটি এলাকার শ্যামলী ওভারব্রিজ ও কল্যাণপুর, কলেজগেট ও নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা চেয়ার পেতে ফুটপাতে বসেন।
বিভিন্ন মোড়ে অবস্থান নেওয়া বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, বাস পোড়ানো ঠেকাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আরও জোরালোভাবে মাঠে থাকতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিলকে কেন্দ্র করে বিএনপিসহ বিরোধী দলগুলো আরও বেশি নাশকতা করতে পারে এই আশঙ্কা রয়েছে। তাই আগামী এক সপ্তাহ নেতা-কর্মীদের বেশি উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। তফসিলকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা রয়েছে। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেশি উপস্থিতি ও সন্ধ্যার পরেও অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মন্নাফি সংবাদমাধ্যমকে বলেন, তফসিলকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা রয়েছে। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেশি উপস্থিতি ও সন্ধ্যার পরেও অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ দিকে সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অন্য অবরোধের দিনগুলোর মতই অবস্থান নিয়ে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ। এ ছাড়াও সেখানে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কয়েকজন সেখানে এসে অবস্থান নেন। এদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ অন্যতম। এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যতদিন চোরাগোপ্তা হামলা চলবে, ততদিন গ্রেপ্তার অভিযান চলবে।
হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে মানবাধিকার সংগঠন, বুদ্ধিজীবী, যারা মাঝেমধ্যে বিবৃতি দেন, তারা কেন আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন না? পুলিশ হত্যায় তারা কেন বিবৃতি দিচ্ছেন না? আমাদের নারী-কর্মীদের হেনস্থা করা হলো সেটা বিরুদ্ধে তারা কেন বিবৃতি দিচ্ছেন না? প্রধান বিচারপতির বাড়িতে হামলা, হাসপাতালে হামলা, এটা নিয়ে কেন বিবৃতি দিলেন না?
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর থেকে বাংলাদেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছিল, হাসপাতালে হামলা করা হয়েছিল, অ্যাম্বুলেন্সসহ গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাপকে যেভাবে পিটিয়ে মারে তার চেয়ে জঘন্য কায়দা একজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে। একজন সাংবাদিককে মাটিতে ফেলে যেভাবে সাপ পেটানোর মত পেটানো হয়েছে, এটি কোন সভ্য কাজ? এটি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না।
হাছান মাহমুদ বলেন, রুহুল কবির রিজভী সাহেব গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করছেনব। যেভাবে আল-কায়েদার প্রধান গোপন থেকে কর্মসূচি ঘোষণা করতো, এখন রিজভী সাহেবও ঠিক আল কায়দার মত গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করেন। অবরোধের নামে গাড়ি পোড়াতে পেট্রোল বোমা নিক্ষেপ। এই হচ্ছে তাদের কর্মসূচি। অনেকে প্রশ্ন রেখেছেন, রিজভী সাহেব গোপন আস্তানা থেকে কর্মসূচি দিচ্ছেন এবং গাড়ি পোড়ানো হচ্ছে তারপরও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? এ পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশে মানুষের মধ্যে শান্তি, স্থিতিশীল পরিবেশ রাখার জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থা নিয়েছি। সারাদেশে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্র্ণ অবস্থান করছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এখন দাবি উঠেছে প্রত্যেকটি সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার। যতদিন এই হামলা চলবে। এই ধরনের চোরাগোপ্তা হামলা চলবে যতদিন, ততদিন গ্রেপ্তার অভিযান চলবে। ২৮ তারিখ কিছু করতে না পেরে এখন গার্মেন্টসের অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সরকার ৫৬ শতাংশ বৃদ্ধি করে সাড়ে ১২ হাজার টাকা প্রজ্ঞাপন জারি করেছে।
বিএনপির অবরোধের বিরুদ্ধে দুপুরে রাজধানীর আদাবরে যুব মহিলা লীগ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বিএনপিকে রাজপথে আসতে আহ্বান জানিয়েছে বলেন, হরতাল অবরোধ যাই দেন না কেন, এই দেশের মানুষ এখন আর ওইসব মানে না। আমাদের বলতে হয় না, সারাদিন এমনিতেই মানুষ রাস্তায় থাকে। বাপের ব্যাটা হলে রাস্তায় আসেন। তারপর জবাব পাবেন। এ সময় তিনি আরো বলেন, আমাদের দেশ নিয়ে বিদেশিরা ষড়যন্ত্র শুরু করেছে। দৌড়ঝাঁপ শুরু করেছে। আমরা জানি, হাঁস ধান খায়, চাল খায়। এখন দেখছি ধান কাদার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে শামুক খুঁজচ্ছে। এই দেশের শামুক আপনাদের বিদেশি হাঁস পাবে না। আমাদের দেশে হাঁস আছে, তারাই সেগুলো পাবে। বিদেশি হাঁসরা এখানে শামুক পাবে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ জানিয়েছে, ২৬টি থানা, ৬৪টি ওয়ার্ড এ সারাদিন ব্যাপী, শাস্তি সমাবেশ ও অবরোধ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার প্রবেশ পথ গাবতলী বাস টার্মিনাল এ শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস. এম. মান্নান কচি সমাবেশ ও মিছিলে অংশগ্রহন করেন। তিনি বলেন, বিএনপি- জামায়াত অবরোধ দিয়ে মাঠে না থাকলেও আমরা মাঠে আছি এবং আগামীতেও থাকবো। বিএনপির এই গণবিরোধী কর্মসূচী জনগনের কাছ থেকে তাদের কে আরো বহুদূরে সরিয়ে নিয়ে গেছে। সমাবেশ ও মিছিলে আরো উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, এ বি এম মাজাহারুল আনাম, ঢাকা ১৪ আসনের স্থানীয় সংসদ সদস্য আগা খান মিন্টু, আমিনুল ইসলাম আমিন, মিজানুল ইসলাম মিজুসহ অন্যান্য নগর নেতারা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বাড্ডা ও ভাটারাতে অন্যদিনের মত শাস্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। উত্তরা, আব্দুলাহপুর উত্তর খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর উদ্যোগে শান্তি সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন- মোহাম্মদ নাজিম উদ্দিন, খসরু চৌধুরী, আফসার উদ্দিন তোফাজ্জল হোসেন, এছাড়াও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ হাবিব হাসান। এ ছাড়া পল্লবী, রূপনগর তেঁজগাও শিল্পাঞ্চলও ও কাফরুলে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয় ঢাকা-৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যার নেতৃত্বে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি কামরুল হাসান রিপন। এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগ নেতা সিফাত সাদেকীন চপল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
এ দিকে বিএনপির অবরোধের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান করেন। দুপুরের দিকে স্বেচ্ছাসেবক লীগের একটি শান্তির মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে বের হয়ে জিরো পয়েন্ট হয়ে বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন সংগঠনের সহ সভাপতি মুজিবুর রহমান স্বপন, আব্দুল আলীম বেপারী, যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিন সভাপতি কামরুল হাসান রিপন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ছাড়াও বিভিন্ন থানা ও ওযার্ড পর্যায়ের নেতা-কর্মী।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে