সিলেটে ২৪ মামলায় ৩ হাজার আসামি
১৪ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১২:১১ এএম
সরকার পতনের এক দফা দাবিতে পরপর অবরোধের ঘোষণা দিয়ে মাঠে সরব বিএনপি জামায়াত। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পুলিশ। পুলিশের গ্রেফতার আতঙ্কে ঘরবাড়ি ছাড়া সিলেট বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। রাজপথে সক্রিয় নেতাকর্মীদের তালিকা করে পিছু নিয়েছে পুুলিশ এমন অভিযোগ বিএনপির। সেই সাথে সরকার দলীয় স্থানীয় নেতাকর্মীদের সোর্স হিসেবে ব্যবহার করে গ্রেফতারে সক্ষম হচ্ছে, এমন কথাও বলছেন ভুক্তভোগী নেতাকর্মীরা। তারপরও না দমে নানা কৌশলে নিজদের আড়াল করে মাঠের অবস্থান ধরে রাখার চেষ্টা চালাচ্ছে আন্দোলনকারীরা।
বিএনপি দলীয় সূত্র জানায়, গত ২৯ অক্টোবর বিএনপি-জামায়াত হরতাল ও পরবর্তীতে অবরোধে গত দুই সপ্তাহে সিলেট জেলা ও মহানগর পুলিশ বিভিন্ন থানায় দায়ের করেছে ২৪টি মামলা। ইতোমধ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. সেলিম জানান, সিলেট জেলা ও মহানগর পুলিশের তথ্যমতে, জেলা পুলিশের অধীনস্থ থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। আর অন্য ১৭টি মামলা দায়ের করা হয়েছে এসএমপির থানাগুলোতে।
জানা যায়, গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় বিএনপি-জামায়াত হরতাল এবং অবরোধে সহিংসতা ও ভাঙচুর করায় ১৭টি মামলা করা হয়েছে। দায়ের হওয়া ১৭টি মামলার মধ্যে অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর করায় দুই ব্যক্তি ২টি মামলা করেন। অন্য মামলার মধ্যে এসএমপির কোতোয়ালি মডেল থানায় ৫টি, জালালাবাদ থানায় ১টি, বিমানবন্দর থানায় ১টি, দক্ষিণ সুরমা থানায় ৬টি, শাহপরান থানায় ১টি এবং মোগলাবাজার থানায় ৩টি মামলা দায়ের করেছে। এসব মামলয় বিএনপি-জামায়াতের ৩৮৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞতনামা আসামি করা হয়েছে আরো ৬৬০ থেকে ৮১২ জনকে। দায়েরকৃত সবগুলো মামলার বাদি পুলিশ।
বিএনপির একাধিক নেতাকর্মী জানান, পুলিশের অব্যাহত অভিযানের কারণে হাজারো নেতাকর্মী ঘরের বাইরে বিভিন্ন স্থানে থাকছেন। অনেকে আতঙ্কে মুঠোফোন বন্ধ রেখেছেন। গ্রেফতারের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও ভীতি তৈরি করতে পুলিশ তল্লশি চালাচ্ছে প্রতি রাতেই। মূলত কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারেন, সে জন্যই পুলিশীতৎপরতা। মামলায় এজাহারভুক্ত আসামি না হওয়া সত্ত্বেও গণহারে নেতাকর্মীদের বাড়িতে তল্লশি চালানোর নামে আতঙ্ক ছড়ানো হচ্ছে। তবে পালিয়ে থেকেও বিএনপির নেতাকর্মীরা দিনের বেলা ঐক্যবদ্ধ হয়ে অবরোধ কর্মসূচি সফল করছেন। এছাড়াও অভিযোগ, পুলিশ নেতাকর্মীদের বাসা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের গ্রেফতারের ভয়ভীতি প্রদর্শন করছে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, নেতাকর্মীদের সংগঠিত করতে পারেন এমন নেতাদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। দেওয়া হচ্ছে মামলা। ইতোমধ্যে থানা ও এলাকাভিত্তিক এসব নেতা-কর্মীর তালিকা তৈরি করা হয়েছে। প্রতিদিন গভীর রাতে বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। এ সময় ঘরে থাকা নারী-শিশুসহ পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করছে পুলিশ। নাম প্রকাশ না করা শর্তে জেলা ছাত্রদলের এক সিনিয়র নেতা বলেন, বাড়িতে থাকলে পুলিশ আমাদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। তাই কেউ বাসা-বাড়িতে থাকি না। ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বাড়িতে না থেকে নিরাপদে অবস্থান করে দলীয় কার্যক্রমে অংশ নিতে বলেছি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০টি মামলা করা হয়েছে। এর মধ্যে নগর ও জেলায় সমান সমান মামলা হয়েছে। কোনোটিতে নাম উল্লেখ করে আবার কোনো কোনোটিতে অজ্ঞাত আসামি করা হয়েছে। এসব মামলায় ৩ হাজার নেতাকর্মীকে আসামি করা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে ৬০ জনকে।
মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ পিপিএম জানান, পুলিশ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারেই কেবল অভিযান চালাচ্ছে। কোনো নিরীহ বা নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে না। ভয়ভীতি বা আতঙ্ক তৈরি পুলিশের কাজ নয়।
গ্রেফতার আতঙ্কে বাড়িঘর ছাড়া বিএনপি-জামায়াতের নেতাকর্মী
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার