মেট্রোরেলে বিজ্ঞাপন
১৪ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম
২০২২ সালের ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। ওইদিন থেকে দ্রুতগতি ও সৌন্দর্যের প্রতীক মেট্রোরেল একটি আদর্শ বাহন হিসেবে ব্যবহারকারীদের মনে অনেকটা জায়গা করে নিয়েছিল। কিন্তু হঠাৎ করে মেট্রোরেলে অপরিকল্পিতভাবে বিজ্ঞাপন লাগানোর ফলে এটি সৌন্দর্য হারিয়েছে বলে মন্তব্য করেছেন যাত্রীরা।
গতকাল সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ে মেট্রোরেলের। সেই ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে, একটি প্রতিষ্ঠান মেট্রো ট্রেনের ভেতর বিজ্ঞাপন সাঁটিয়েছে। বিজ্ঞাপনগুলো কখনো দরজায়, কখনো জানালার কাছে, কখনো নির্দেশনার কাছে লাগানো হয়েছে। ট্রেনের যে জায়গাটুকুর মধ্যে ৬ জন মানুষ দাঁড়াতে এবং তিনজন মানুষ বসতে পারবে ততটুকু জায়গার মধ্যে অন্তত দশটি পোস্টার সাঁটানো হয়েছে। এছাড়া বাকি ট্রেনে তো আছেই। বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন যাত্রীরা।
একজন ফেসবুক পোস্ট করে লিখেছেন, বিশ্বের সব মেট্রোরেলেই বিজ্ঞাপন থাকে, কিন্তু সব কিছুরই একটা সৌন্দর্য থাকে। এই ছবিটা অনলাইন থেকে পাওয়া, এডিট করা মনে হচ্ছে না। এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে মেট্রোরেল কর্তৃপক্ষ এবং বিজ্ঞাপনদাতা দুইজনেরই রুচিবোধ, ব্র্যান্ডিং, মার্কেটিংয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। মনে হচ্ছে ফার্মগেটে কোনো দেয়ালের ওপর পোস্টার লাগানো হয়েছে। এতো সুন্দর একটা উদ্যোগ, এভাবে নষ্ট করা উচিত না।
আরো কয়েকজন লিখেছেন, জাপানিদের কাছ থেকে মেট্রোরেল বানিয়ে নিলাম কিন্তু ওদের কাছ থেকে কি সৌন্দর্যবোধটুকু শিখলাম না। বিজ্ঞাপন দেবেন ভালো কথা, মেট্রোতে দিবেন আরও চমৎকার আইডিয়া। কিন্তু তাই বলে একই পোস্টার দিয়ে এক ইঞ্চি জায়গা খালি না রেখে, পোস্টারিং করার এই আইডিয়া কিভাবে মাথায় আসলো? নাকি এইটাই নতুন ট্রেন্ড? যেখানে যত জায়গা পাবা, পোস্টার দিয়ে ভরাইয়ে ফেলবা।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ৫ কোটি টাকায় বিজ্ঞাপন প্রচারের জন্য বিজ্ঞাপন এজেন্সি মিডিয়া কমের সঙ্গে ডিএমটিসিএলের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।
এ বিষয়ে কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, এটা আমাদের বিজনেস প্লানিংয়ের একটা অংশ। উন্নত বিশ্বেও মেট্রোরেলে বিজ্ঞাপনের প্রচলন আছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই আমরা শুরু করেছি। এতে করে মেট্রো রেলের খরচ কমে আসবে বলে আমরা মনে করছি।
মেট্রোরেল আয় বাড়াতে ট্রেনের ভেতর বিজ্ঞাপন লাগানোর অনুমতি দিয়েছে। কিন্তু বিজ্ঞাপনগুলো এতটা অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে যে, ভেতরের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে বলে যাত্রীরা মন্তব্য করছেন এই বিষয়ে জানতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিককের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।
ঢাকার যোগাযোগ ব্যবস্থায় চমক আনা মেট্রো ট্রেনে কনকা ফ্রিজের বিজ্ঞাপন নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তবে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বলছে, বিষয়টি নিয়ে সমালোচনার কিছু নেই। বিজ্ঞাপন দেয়া হয়েছে কর্তৃপক্ষের অনুমতি নিয়েই। এরই মধ্যে ট্রেনে লাগানো হয়েছে কনকা ফ্রিজের বিজ্ঞাপন। দুদিন ধরে ফেসবুকে অনেকে বিষয়টি শেয়ার করে ক্ষোভ জানাচ্ছেন।
কনকার মূল প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট গ্রুপের ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহক হোসাইন বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মিডিয়াকম প্রতিষ্ঠানের মাধ্যমে মেট্রো ট্রেনে ওই বিজ্ঞাপন দেয়া হয়েছে। পৃথিবীর অনেক দেশেই এমন বিজ্ঞাপন দেয়া হয়। অনুমতি না নিয়ে বা জোর করে তো আর বিজ্ঞাপন দেয়া যায় না। আমরা যথাযথ পদ্ধতি অনুসরণ করেই বিজ্ঞাপন দিয়েছি। সমালোচনা হতেই পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার