শীতের যুদ্ধের প্রস্তুতি ইউক্রেনে
১৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম
মাস দু’য়েক তেমন হামলা হয়নি ইউক্রেনের রাজধানীতে। কিন্তু শনিবার রাতে কিয়েভে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। এরপরে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে ড্রোন হামলা। গত বছরের শীতে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডের উপরে হামলা চালিয়েছিল রাশিয়া। ফলে প্রবল শীতে বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা ছাড়াই থাকতে হয়েছিল কয়েক হাজার ইউক্রেনবাসীকে। আগামী শীতেও এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের। রোববার কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই পপকো বলেন, ‘৫২ দিন পরে শত্রু ফের কিভের উপরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।’
মধ্য কিয়েভে হাজির দুই সাংবাদিক জানান, তারা দু’টি প্রবল বিস্ফোরণ শুনতে পান। দেখতে পান ধোঁয়াও। তার পরেই বেজে ওঠে সাইরেন। কিন্তু বিস্ফোরণের পরে সাইরেন বাজল কেন? ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র উরি ইগনাতের মতে, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুত ওড়ে। রেডারে তা ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো দেখা যায় না।’ কিয়েভে এ দিন ইসকান্ডার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না এস-৪০০ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল, তা খতিয়ে দেখছে ইউক্রেনের বিমানবাহিনী।
মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পশ্চিম সীমান্তে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে কিয়েভ। কারণ, আগামী শীতে রুশ বাহিনী ফের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে বলে ধারণা তাদের। তারাও রাশিয়ার তেল ও গ্যাস পরিকাঠামোর উপরে পাল্টা হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেন। বিদ্যুৎমন্ত্রী গেরমান গালশেঙ্কোর মতে, ‘যদি ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডের উপরে ক্রমাগত হামলা হয় তবে রুশ বিদ্যুৎ গ্রিডের উপরে পাল্টা হামলা চালানোর অধিকার আছে ইউক্রেনের।’
মধ্য কিয়েভেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে কেউ হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত নয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচটি আবাসিক ভবন ও বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর রুসলান ক্রাভচেঙ্কো। দুটি রুশ ক্ষেপণাস্ত্র বসতির মধ্যবর্তী একটি মাঠে আঘাত হেনেছে বলে জানান তিনি। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলেও ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার স্থানীয় সময় ভোর ৩টা পর্যন্ত রাশিয়ার ৩১টি ড্রোনের মধ্যে ১৯টি ভূপাতিত করেছে। ভূপাতিত ড্রোনের সবগুলোই ইরানের তৈরি ‘শাহিদ’ ড্রোন বলে জানিয়েছেন তারা। সূত্র : তাস, রয়টার্স।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার