ধারাবাহিক কর্মসূচিতেই থাকছে বিএনপি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির এক দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে হরতাল কর্মসূচি ঘোষণা এবং এরপর থেকে অবরোধ কর্মসূচির মধ্যে রয়েছে দলটি। আজ মঙ্গলবার সকাল ৬টায় চতুর্থ দফার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার আগেই গতকাল সোমবার বিকেলেই নতুন করে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এক দফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারাদেশে গ্রেফতারকৃত হাজারো নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধে দাবিতে আগামী ১৫ নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে ১৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি দেয়া হলো এবং সমমনা জোটগুলো একই কর্মসূচি ঘোষণা করবে। এই অবরোধে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডারবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান রিজভী বুধবার থেকে ডাকা অবরোধের আগে চার দফায় ১৯৬ ঘন্টার অবরোধ কর্মসূচি করেছে বিএনপি।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোট গুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘন্টা, তৃতীয় দফা ৮ নভেম্বর থেকে ৪৮ ঘন্টা ও সর্বশেষ চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচির ডাক দেয় যা মঙ্গলবার ভোর ৬টায় এই কর্মসূচি শেষ হয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, এক দফার চলমান আন্দোলন এখন চূড়ান্ত পরিণতিতে নিতে চায় দলটির নেতারা। এজন্য সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচিতেই থাকবেন তারা। এর মধ্যে সরকার যদি ‘নীলনক্সা’র নির্বাচনের তফসিল ঘোষণা করে তাহলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেবে দলটি। সেক্ষেত্রে নির্বাচন কমিশন, সচিবালয় ঘেরাও, লাগাতার হরতাল, অসহযোগ কর্মসূচির কথা চিন্তা-ভাবনা করছেন নীতিনির্ধারণী নেতারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের এখন আর পেছনে ফেরার কোন সুযোগ নেই। দল চূড়ান্ত আন্দোলনে আছে। সারাদেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মামলা, গ্রেফতার করে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। কিন্তু এতেও কেউ মনোবল হারাচ্ছে না। বরং চূড়ান্ত এই আন্দোলনে বিজয়ী হতে তারা উদগ্রীব। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা সকলেই ঘর-বাড়ী ছাড়া, ক্ষেতে, খামারে, বনে-জঙ্গলে তারা রাত্রী যাপন করছেন। এই অবস্থায় বিজয় ছাড়া অন্য কোন কিছু চিন্তা করার সুযোগ নেই।

এদিকে গতকাল অবরোধের সমর্থনে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, পিকেটিং, সড়ক পথ, নৌপথ অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর শান্তিনগরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নেতৃত্বে মিছিল বের করে নেতাকর্মীরা। এসময় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি আক্তার হোসেন, মাহাবুবুর রহমান, মোহাম্মদ শরিফসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অতীতের মতোই মাঠে আছি। আগামীতে যেকোনো কঠোর আন্দোলন রাজপথে থেকে সর্বাত্মকভাবে সফল করা হবে।

সচিবালয় সংলগ্ন তোপখানা রোড হতে পুরানা পল্টন অভিমুখে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিল শেষে রাস্তায় বসে অবরোধের সমর্থনে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। এ সময় সচিবালয়ের পাশ থেকে পুলিশ ও সাদা পোশাকধারী ডিবির সদস্যরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদলের সজীব মজুমদার, মো. অলিউজ্জামান সোহেল, মহিউদ্দিন রুবেল, ইব্রাহিম কার্দী, পিয়াল হাসানা, সোয়াইব আহমেদ সজীব, সেলিম রেজা, শহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম রিয়াজ, আকরাম হোসেন টোটন, মজিবুল হক রিপন, শাহাদাত হোসেন শাহেদ, মেহেদী হাসান আবির প্রমুখ। শ্যামলী-শিশুমেলা সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক পথ অবরোধ করে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। মিছিলটি শিশু মেলা থেকে শুরু হয়ে বেতার কেন্দ্রের সামনে সড়ক পথ অবরোধের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদলের সাবেক নেতা রামপাল, বর্তমান সহ-সভাপতি মো. আরিফুল হক, মাহবুব মিয়া, যুগ্ম সম্পাদক হাসান আল আরিফ, হাফিজুর রহমান লিটন, ইডেন মহিলা কলেজের আহবায়ক রেহেনা আক্তার শিরিন, সাবেক ছাত্রদল কর্মী তানিয়া আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েলের নেতৃত্বে রাজধানীর গুলশানে পিকেটিং করে নেতাকর্মীরা। এসময় তিনি বলেন, এক দফা চূড়ান্ত আন্দোলনে আমরা রাজপথে কর্মসূচি পালন করছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। দল থেকে যে নির্দেশনা দেওয়া হবে আমরা তা বাস্তবায়ন করবো। অবরোধের সমর্থনে বাংলামোটরে বিক্ষোভ করে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এমএম মুসা, জাকির উদ্দিন আবির, রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সানজিদা ইয়াসমিন তুলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ। কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী (রনি), শ্যামল মালুমের নেতৃত্বে নয়াপল্টনেও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা শাহজাহান শাওন, আশিক রহমান, কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, শরীফ প্রধান শুভ, মানসুরা আলম প্রমুখ। এছাড়াও বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল, পিকেটিং, সড়ক অবরোধ করেন।
এদিকে গতকাল চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানী ছিল কার্যত: সারাদেশ থেকে বিচ্ছিন্ন। ঢাকার তিন বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাস। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেও ছাড়েনি কোন লঞ্চ। রাজধানীর গণপরিবহনের সংখ্যা ছিল কম। নগরজুড়ে ছিল রিক্সার আধিক্য।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার