গানম্যান চাইছেন দুদকের আইনজীবী
১৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম
নিরাপত্তাহীনতার আশঙ্কা করছেন বেগম খালেদা জিয়া ও তারেকর রহমানসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চলমান মামলার প্রসিকিউটর মাহমুদ হোসেন (জাহাঙ্গীর)। এ কারণে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে (গানম্যান নিয়োগ) তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জানিয়েছেন।
গত ১ নভেম্বর দুদক সচিব বরাবর করা আবেদনে তিনি বলেন, আমি নিম্ন স্বাক্ষরকারী দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবে ২০১১ সাল থেকে কর্মরত আছি। নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট আছি। দায়িত্ব পালনকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জোবায়দা রহমানের মামলা পরিচালনাকালে সক্রিয়ভাবে সহযোগিতা করেছি। বর্তমানে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ও মোসাদ্দেক হোসেন ফালুর নামে পরিচালিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করছি। ইদানিং অপরিচিত বিভিন্ন লোকজন ও কোর্ট এলাকার চেনা ও অচেনা লোকজন আমাকে প্রায়ই নানা প্রকার ইঙ্গিতপূর্ণ কথা বলে এবং আপনার অসুবিধা ও ক্ষতি হবে বলিয়া মন্তব্য করে। এতে আমি নিরাপত্তাহীনতার আশঙ্কা করছি। বিষয়টি আপনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কমিশনকে অবহিত করলাম।
এদিকে দুদক সূত্র সূত্র জানিয়েছে, ঢাকার বিচারিক আদালতে দুদকের পক্ষে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালাচ্ছেন এমন ১১ জন আইনজীবী রয়েছেন। তাদের মধ্যে স্পেশাল পাবলিক প্রসিকিউটরের মর্যাদায় নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ‘গানম্যান’ পেয়েছেন। অন্য সিনিয়র আইনজীবীদের কোনো গানম্যান নেই। তাদের অধিকাংশই গানম্যান প্রত্যাশাও করেন না। কারণ, পেশাদার আইনজীবী হিসেবে তাদের প্রায় প্রত্যেকে সাবেক বিরোধী দলীয় নেতা (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনা, আওয়ামীলীগের বর্তমান মহাসচিব ওবায়দুল কাদেরসহ ক্ষমতাসীন বহু নেতার বিরুদ্ধে দুদকের হয়ে আইনি লড়াই চালিয়েছেন। পেশাদারিত্বের জায়গা থেকে এখনও তারা বিএনপি’র চেয়াপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র অন্যান্য নেতার বিরুদ্ধে দুদকের হয়ে আইনি লড়াই পরিচালনা করছেন। কিন্তু তারা কেউ কখনও নিরাপত্তাহীনতা অনুভব করেছেন-মর্মে শোনা যায় নি। কোনো একটি সাধারণ ডায়েরিও করেছেন বলে জানা যায়নি। অথচ একজন আইনজীবী গানম্যান সুবিধা লাভ করায় আবেদনকারী মাহমুদ হোসেন (জাহাঙ্গীর)ও ‘নিরাপত্তাহীনতা’র আশঙ্কা করছেন। মূলত: একজন গানম্যান সুবিধা পাওয়ার লক্ষ্যে এই আইনজীবী এমন আবেদন করেছেন বলে জানায় দুদক সূত্রটি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার