নির্বাচনে শেখ হাসিনার অধিনেই : ১৪ দল
১৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত ভাবে অংশগ্রহনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। ১৪ দল এক ছিলো এবং থাকবে বলেও জানিয়েছেন তারা। একইসঙ্গে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ১৪ দলের শীর্ষ নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের হাসপাতাল মাঠে ‘বিএনপি-জামায়াত অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে’ শান্তি ও উন্নয়ন সমাবেশে জোটের নেতারা এমন ঘোষণা দেন।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ২৮ তারিখের পর তারা জন সাধারণের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে, তাদের দফাও শেষ খেলাও শেষ। এখন আমাদের খেলা। ২৮ অক্টোবরের পর তাদের মাজা ভেঙে গেছে, মাজা ভাঙা বিএনপি আর সোজা হয়ে দাড়াতে পারবেনা। এ সময় জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছর দেশের যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আবারো ১৪ দলকে এবং নৌকায় ভোট দিতে হবে। যারা ৭১ সাথে দেশের মানুষের উপর হায়েনাদের মত ঝাঁপিয়ে পড়েছিল তারাই আজ আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে জানান তিনি।
সমাবেশে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ২৮ তারিখের পর বিএনপি-জামায়াত দেশে অরাজকতা শুরু করেছে। তারা বলছে কোন অবস্থায়ই নির্বাচন হতে দিবেনা কিন্তু আমরা নির্বাচন করতে প্রস্তুত এবং সে নির্বাচন হবে শেখ হাসিনার অধিনে।
তিনি আরও বলেন, ২৮ তারিখের পর তারা রাস্তায় নেই, আর যারা তাদের হয়ে সরকারকে ধমক দিতো, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে যারা স্যাংশনের ভয় দেখাতো তাদের সে বিদেশি প্রভু পশ্চিমা মিত্ররা আজ রাজনৈতিক দলের দরজায় দরজার ঘুরছে এবং বলছে শর্তহীন সংলাপে কথা। আমরা বলছি তাদের এক দফা দাবী পরিহার করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি আমির হোসেন আমু বলেন, বিএনপি কখনো গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসেনি, তাই তারা গনতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা গোলাম আজম, নিজামীদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে প্রমাণ করেছে তারাই দেশের পরাজিত শক্তি। তিনি বলেন, করোনা ও রাশিয়া যুদ্ধের কারণে দেশের মানুষ সাময়িক অসুবিধায় আছে তবে কেউ না খেয়ে থাকেনা, শেখ হাসিনা সরকার মানুষের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে, স্বাস্থ্য ও শিক্ষাখাতে উন্নতি এবং ভূমিহীনদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছে।
আগামী নির্বাচনেও তাদের (জামাত-বিএনপির) ভরাডুবি হবে সে ভয়েই তারা নির্বাচনে আসেনা। কিন্তু যথা সময়েই নির্বাচন হবে এবং শেখ হাসিনার অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার কারণে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল, দেশের স্বপ্ন যাত্রাকে এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান এ বর্ষীয়ান নেতা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলিপ বড়ুয়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, গণতান্ত্রিক পার্টির সভাপতি ডঃ শাহাদাৎ হোসেন, ন্যাপ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুকসহ ১৪ দলের নেতাদের।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার