চেয়ারম্যানরা হাতিয়ে নিয়েছেন প্রায় ৩ কোটি টাকা!
১৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
যশোরের ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় রাস্তায় মাটি কাটার কাজে নারী শ্রমিক নিয়োগে ‘ঘুষ’ বাণিজ্যের অভিযোগ উঠেছে। জেলায় ৯৩০ জন নারী শ্রমিক নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে অন্তত দুই কোটি ৭৯ লাখ টাকা এভাবে হাতিয়ে নিয়েছেন তারা।
যশোর এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশের মতো যশোরের ৯৩টি ইউনিয়নে (প্রতি ইউনিয়নে ১০ জন করে) মোট ৯৩০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের সুপারিশের ভিত্তিতে। ২০২০ সালের পহেলা জুন তাদের এই নিয়োগ দেয়া হয়। আরইআরএমপি-৩ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩১ মে।
নারী শ্রমিকরা জানিয়েছেন, এই প্রকল্পে নারীকর্মী নিয়োগের ক্ষেত্রে বিধবা, স্বামী পরিত্যক্তা এবং নারীপ্রধান পরিবারের নারী শ্রমিক, ভূমিহীন নারীদের অগ্রাধিকার দেয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। কিন্তু যশোরের অধিকাংশ ইউনিয়নে নারী শ্রমিক নিয়োগে এসব নির্দেশনা মানা হয়নি। বরং ইউনিয়নের দরিদ্র নারী শ্রমিকদের এ কাজে নিয়োগ দিতে তাদের কাছ থেকে মাথাপিছু ৩০ হাজার টাকা করে ঘুষ নেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এলজিইডির অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে এ কাজ করেছেন। যশোর সদর উপজেলার লেবুতলা ও দেয়াড়া ইউনিয়নের পাঁচজন নারী শ্রমিকের (নাম প্রকাশে অনিচ্ছুক) সাথে কথা হলে তারা বলেন, ‘রাস্তার কাজে ঢোকার জন্য ৩০ হাজার করে টাকা দেয়া লেগেছে চেয়ারম্যানকে। যারা টাকা দেয়নি তাদের রাস্তার চাকরিও দেয়া হয়নি।’ এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনকে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমানকে ফোন করা হলে তিনি কল কেটে দেন।
মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের তিন জন নারী শ্রমিক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘রাস্তার কাজ পাওয়ার জন্য সরকারের যে-সব নিয়ম ছিল; সেই নিয়ম অনুযায়ী নিয়োগ দেয়া হয়নি। কাজ পাওয়ার জন্য যে বেশি টাকা দিয়েছে তাকেই কাজে নিয়েছেন চেয়ারম্যান। সর্বনিম্ন ৩০ হাজার থেকে শুরু করে ৩৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে চেয়ারম্যানদের।’ ঝাঁপা ইউনিয়ন পরিষদের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান শামছুল হক মন্টু বলেন, ‘শুনেছি আমার আগের চেয়ারম্যানরা টাকা নিয়েছেন। তবে এসব কাজে আমি জড়িত না।’
চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়নের দুইজন নারী শ্রমিক অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান তো না যেন ডাকাত। টাকা ছাড়া কাজই করেন না। অসুস্থতার জন্য একদিন কাজে না আসলে হাজিরা কেটে নেয় তারা।’
চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘আমার আগে যিনি দায়িত্বে ছিলেন, সেই চেয়ারম্যান এই টাকা লেনদেন করেছেন। এর সাথে আমি জড়িত না। বরং আমি কয়েকবার উপজেলার মাসিক মিটিংয়ে টাকা লেনদেনের ব্যাপারে অভিযোগ জানালেও কোনো সুরহা হয়নি।’
বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ ও দেয়াড়া ইউনিয়ন পরিষদের দুই নারী ইউপি সদস্য বলেন, ‘যার কাছ থেকে যেমন পেরেছে টাকা নিয়েছেন চেয়ারম্যানরা। টাকা বাদে কাউকে আরইআরএমপি-৩ প্রকল্পে কাজ দেননি তারা।’
গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের ট্রেনিং অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘জেলার ৯৩টি ইউনিয়নে ৯৩০ জন নারী শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে চেয়াম্যানদের সুপারিশের মাধ্যমে। তাদের দৈনিক হাজিরা ২৫০ টাকা করে। মাসে ৩০ দিন কাজ হয় তাদের।’
অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এসবে জড়িত না। চেয়ারম্যান যাদের সুপারিশ করে পাঠিয়েছে তাদের নাম ঢাকাতে পাঠানো হয়েছে। লেনদেনের ব্যাপারে চেয়ারম্যানরা ভালো বলতে পারবে।’
এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, নারী শ্রমিক নিয়োগে টাকা লেনদেন হয়নি। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে; তাহলে সেই ভুক্তভোগীকে স্ব-শরীরে এসে আমার সাথে যোগাযোগের অনুরোধ করছি। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২,মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী