গারো পাহাড়ে বন্যহাতি আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক
১৬ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম
শেরপুর জেলার গারো পাহাড়ে পাকতে শুরু করেছে স্বপ্নের আমন ধান। সেই সাথে কৃষকের মাঝে বাড়ছে বন্যহাতি আতঙ্ক। ফলে অনেক কৃষক ভয়ে আধাপাকা ধান কেটে ঘরে তুলছেন। শেরপুর জেলা (উত্তর) গারো পাহাড়ের ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী সীমান্তবর্তী গ্রামগুলোর কৃষকের মাঝে চলছে এমন ভীতিকর অবস্থা।
সীমান্তবর্তী পানিহাটা গ্রামের কৃষক বিজার কুবির। ধারকর্জ করে পানিহাটা ও ফেকামারীতে ৬৫ শতক জমিতে আমন ধান চাষ করেছেন। ফলনও ভালোই হয়েছে। সপ্তাহান্তেই পাকবে ধান। কিন্তু সেই আধা পাকা ধান কেটে নিতে বাধ্য হন তিনি। বিজার কুবির জানান, ক্ষেতের পাশেই তালতলা পাহাড়ে হাতির পাল অবস্থান করছে। বাধ্য হয়েই হাতির ভয়ে আধা পাকা ধান কাটতে হচ্ছে। তা ছাড়া ফসল রক্ষার কোন উপায় নেই। শুধু বিজার কুবির একা নয়, তার মতো পানিহাটা ও ফেকামারী সীমান্ত এলাকার অর্ধশত কৃষক বন্য হাতির আক্রমণ থেকে রক্ষায় আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। হাতির পাল প্রতিরোধ ও আমন ধান রক্ষায় তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। মধুটিলা বন বিভাগ ও সীমান্তবর্তী কৃষকরা জানান, রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা ও ফেকামারী গ্রামে ভারত সীমান্তবর্তী কমপক্ষে ১০০ একর জমিতে অর্ধশত কৃষক আমন ধান আবাদ করেছেন। ধান পাকতে এক থেকে দেড় সপ্তাহ সময় প্রয়োজন। কিন্তু জমির পাশেই তালতলা টিলায় পাহাড়ি জঙ্গলে গত কদিন ধরেই ৪০ থেকে ৫০টি বন্য হাতির পাল অবস্থান করছে। গত বৃহস্পতিবার রাতে পানিহাটায় হাতির পাল ধানখেতে নেমে ৫০ শতক জমির ধান খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে বিনষ্ট করেছে। এলাকাবাসী মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে হাতির পাল তাড়াচ্ছেন। বাধ্য হয়েই গত শুক্রবার থেকে ফসল রক্ষায় স্থানীয় কৃষকেরা জমির আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন।
পানিহাটা গ্রামের লিটন মানকিন বলেন, ৫০ শতক জমিতে আমন ধানের আবাদ করেছি। ধান পাকতে ও কাটতে দুই-এক সপ্তাহ সময় প্রয়োজন ছিল। কিন্তু হাতির আক্রমণের ভয়ে নিরুপায় হয়ে আধাপাকা ধান কেটে বাড়ি নিয়ে আসতে হয়েছে। কৃষক প্রদীপ নিংমিংজা বলেন, ৪৫ শতক জমিতে ফলন ভালই হয়েছে। কিন্তু প্রতি রাতেই হাতি হানা দিচ্ছিল। তাই বাধ্য হয়েই আধাপাকা ধান কাটতে হচ্ছে।
বন বিভাগের গোপালপুর বিট অফিসার সাব্বির জাহাঙ্গীর বিন ওয়ালি বলেন, গত ৫ থেকে ৭ দিন যাবৎ পানিহাটা ও ফেকামারীর পাশে তালতলা বনে ৪০ থেকে ৪৫টি বন্য হাতির একটি পাল অবস্থান করছে। সমতলে হাতি প্রতিরোধে বন বিভাগের কর্মকর্তাসহ এলিফ্যান্ট রেসপন্স টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ অফিসার আবদুল করিম বলেন, প্রতি বছরই ধান পাকার মৌসুমে বন্য হাতির পাল প্রতি রাতে ধানক্ষেতে হানা দেয়। তাই কোন কোন কৃষক ফসল রক্ষায় আধাপাকা ধান কেটে নিচ্ছেন। তবে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের বন বিভাগ ক্ষতিপূরণ দিয়ে থাকে। হাতির যেন ক্ষতি না হয়, সে জন্য আমরা পর্যবেক্ষণ করছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ ৩ দফা দাবিতে খুলনায় মানববন্ধন
জয়পুরহাটে বিডিআরের ৩ দফা দাবিতে সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান
ফরিদপুরে দুর্ঘটনায় তিন দিনে নিহত ৯ জন, আহত-৩৫
ডিমলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত
মাসের ব্যবধানে বরিশালের বাজারে সবজির মূল্য ৮০ ভাগ হ্রাস
লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
কলাপাড়ায় জুয়েলার্সের মালিকের বাসায় সন্ত্রাসীদের সশস্ত্র হানা, ৬০ ভরি স্বর্ণালঙ্কার দুই লাখ টাকা লুটের অভিযোগ
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
ঢাকার বায়ু দূষণ বন্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর নামে বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন ও হাসান মাহমুদ
সেতু নির্মাণকাজ বন্ধে যাতায়াতে চরম ভোগান্তিতে ২ উপজেলাবাসি
জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ
যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ঘোষণা করুন- সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬, ইরান চায় উদ্ধারকর্মী পাঠাতে
পুলিশকে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে সিআইডি প্রধান- মো.মতিউর রহমান শেখ
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক
নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত
দাম কম হওয়ায় লোকসানের মুখে গোয়ালন্দের পেঁয়াজ চাষীরা