কুষ্টিয়ায় সারের বাজারে অস্থিরতা
১৬ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম
কুষ্টিয়ায় সারের বাজারে অস্থিরতা চলছে। কোথাও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না সার। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে কোথা থেকে বাড়ানো হচ্ছে এর দাম তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন বিক্রেতা ও ডিলাররা। কুষ্টিয়ার বাজার ঘুরে দেখো গেছে, কেজিতে ৩ থেকে ৫ টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে কৃষকদের। দোকানে সরকারি মূল্য তালিকা টানানো থাকলেও তা মানছেন না বিক্রেতারা। তালিকায় ইউরিয়া ২৭ টাকা, ডিএপি ২১ টাকা, টিএসপি ২৭ টাকা ও এমওপি সারের দাম ২০ টাকা লেখা রয়েছে। সরকার নির্ধারিত এ দামে সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। কৃষক রবিউল বলেন, ইউরিয়া ২৯-৩০ টাকা কেজি কিনেছি। ফসফেট সারের দাম কেউ ২৭ নিচ্ছে, কেউ ধরছেন ২৮ টাকা। সোহেল বলেন, সব ধরনের কীটনাশকের দাম বেশি। দোকানদাররা বলে সরকারি রেট বেশি আমরা কম দামে কীভাবে দেব। আবদুল বলেন, দাম বেশি হওয়ায় ফসলে প্রয়োজনমতো সার দিতে পারছি না। দাম না কমানো হলে বাড়বে উৎপাদন ব্যয়। এতে চাষাবাদ কমে যাবে বলছেন কৃষকরা। বেশি দামে সার বিক্রির কথা স্বীকার করে খুচরা বিক্রেতারা দুষছেন ডিলারদের। মেসার্স বায়েজিদ এটারপ্রাইজের আতিয়ার রহমান বলেন, আমরা ডিলারদের কাছ থেকে যে দামে কিনে আনছি তার থেকে ১ টাকা লাভে বিক্রি করি। এসএস ট্রেডার্সের মাসুদ আলম বলেন, ডিলাররা কখনোই সরকারি দরে মাল ছাড়েন না। বেশি না দিলে বলেন সার নেই। বেশি দামে সার বিক্রির কথা অস্বীকার করে ডিলাররা দুষছেন খুচরা বিক্রেতাদের।
কুষ্টিয়া সার ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্কাস আলী দাবি করেন, খুচরা বিক্রেতারাই মূলত দাম বাড়িয়ে দিচ্ছেন। তারা কৃষকদের বাকিতে সার দেন। সে কারণে দাম বেশি নেন। কৃষকের বেশি দামে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ডিলাররা বেশি দামে সার বিক্রি করেন না, দাবি করেন তিনি। কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, ফসল উৎপাদন খরচ কমাতে হলে বেশি দামে সার বিক্রি বন্ধ করতে হবে। এ লক্ষ্যে আমরা প্রায়ই অভিযান চালিয়ে সার বিক্রেতাদের জরিমানা করছি। কিন্তু চালাকি ও সিন্ডিকেটের কারণে তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অভিযানে সবসময় ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাওয়া যায় না।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, বেশি দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ ৩ দফা দাবিতে খুলনায় মানববন্ধন
জয়পুরহাটে বিডিআরের ৩ দফা দাবিতে সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান
ফরিদপুরে দুর্ঘটনায় তিন দিনে নিহত ৯ জন, আহত-৩৫
ডিমলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত
মাসের ব্যবধানে বরিশালের বাজারে সবজির মূল্য ৮০ ভাগ হ্রাস
লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
কলাপাড়ায় জুয়েলার্সের মালিকের বাসায় সন্ত্রাসীদের সশস্ত্র হানা, ৬০ ভরি স্বর্ণালঙ্কার দুই লাখ টাকা লুটের অভিযোগ
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
ঢাকার বায়ু দূষণ বন্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর নামে বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন ও হাসান মাহমুদ
সেতু নির্মাণকাজ বন্ধে যাতায়াতে চরম ভোগান্তিতে ২ উপজেলাবাসি
জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ
যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ঘোষণা করুন- সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬, ইরান চায় উদ্ধারকর্মী পাঠাতে
পুলিশকে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে সিআইডি প্রধান- মো.মতিউর রহমান শেখ
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক
নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত
দাম কম হওয়ায় লোকসানের মুখে গোয়ালন্দের পেঁয়াজ চাষীরা