অবরোধের সমর্থনে ঢাবিতে তালা লাগাতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের দুই নেতা
১৬ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম
সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তালা লাগানো এবং ব্যানার টাঙাতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের দুই নেতা।
গত মঙ্গলবার গভীররাতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগের নির্যাতনের শিকার ছাত্রদল নেতাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। পরে পুলিশের তত্ত্বাবধানে তাদের উভয়কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ খবর অনুযায়ী তাদেরকে আদালতে উঠানো হয়েছে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, বিএনপি-জামায়াতের অবরোধকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থান ও টহল দিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসে তালা লাগাতে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এসময় ছাত্রলীগের হাতে আটক হন দুই ছাত্রদল নেতা। ক্যাম্পাসে সন্ত্রাস প্রতিহত করতে তারা ছাত্রদলের এ দুই নেতাকে শিক্ষা দেয় বলে জানান ছাত্রলীগ নেতাকর্মীরা।
এদিকে বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের নেতারা। ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ ফেসবুকে লিখেন, ক্যাম্পাসে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক আক্রমনের শিকার হয়েছে জসিম ও মিশুক। তাদেরকে মারধর করে এরপর দালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের শিক্ষার্থীদের আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের ফোনগুলো কেড়ে নেওয়া হয়েছে তাদের থেকে। দালাল ও সন্ত্রাসীদের ঘৃণিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে প্রত্যক্ষভাবে অংশ নেওয়া ঢাকা বিশ্বিবিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক বলেন, এভাবে বারবার ছাত্রদলের রক্ত ঝরিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। সহযোদ্ধাদের শরীরের প্রতিটি আঘাত আমাদের শরীরের উপর আঘাত, সহযোদ্ধাদের ঝরা প্রতি রক্তের ফোটা, আমাদের শরীর থেকে ঝরা রক্তবিন্দু। প্রতিটি আঘাত ও প্রতি ফোটা রক্তের জবাব আমরা রাজপথেই নিবো ইনশাল্লাহ্। সেই দিনটা বেশি দূরে নয়। প্রস্তুত থাকো ছাত্রলীগ নামধারী সন্ত্রাসের দল।
তিনি জসিম ও মিশুকের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তি না দিলে যেকোন ধরনের উদ্ভূত পরিস্থিতির দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড, ব্যানার ও তালা লাগানোর কর্মসূচি ছিল আমাদের। টিম আকারে ভাগ করে দেওয়া হয়েছিল কাজটি। কর্মসূচিতে অংশ নেয়া আমাদের দু›জন নেতাকে ছাত্রলীগের ছেলেরা ধরে বেধড়ক মারধর করে এবং প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তাদেরকে শাহবাগ থানায় তুলে দেওয়া হয়। তিনি বলেন, আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিরব ভূমিকা, এবং তাদের ছত্রছায়ায় যেভাবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছেলেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আমরা তার তীব্র নিন্দা জানাই।
শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে যে বাজে আচরণ করতেছে! আমরা ফোন দিলে আমাদের ফোন ধরে না, আমাদের ছেলেদের ধরে ধরে ছাত্রলীগের হাতে মার খাইয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিসট্যান্ট প্রক্টর ড. এম এল পলাশ বলেন, আমরা জানতে পেরে ঘটনাস্থলে যাই এবং তাদের পরিচয় জানতে পারি যে তারা আমাদের সাবেক শিক্ষার্থী। একদিকে গভীর রাত, কোনো দাপ্তরিক অফিস খোলা নেই, অন্যদিকে প্রায় ৭০-৮০ জন শিক্ষার্থী তাদের ঘিরে রেখেছে। এমতাবস্থায় নিরাপত্তার স্বার্থে আমরা তাদের পুলিশের হাতে সোপর্দ করি।
এ ঘটনায় ফ্যাসিবাদপন্থী সংঘবদ্ধ অপরাধীচক্রের মূল হোতার ভূমিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিরোনামে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এতে বলা হয়, অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডে পূর্ণ অপসহায়তা করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ড. ইউনূসসহ সবার সমালোচনা করা যাবে : প্রেস সচিব
বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের মূর্ত প্রতীক: সাইদ সোহরাব
পাঠ্যপুস্তক বোর্ড ঘেরাও ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র
সীমান্ত সম্ভারে চুরি , ৫০ ভরি স্বর্ণসহ গ্রেফতার ৩
পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ ৩ দফা দাবিতে খুলনায় মানববন্ধন
জয়পুরহাটে বিডিআরের ৩ দফা দাবিতে সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান
ফরিদপুরে দুর্ঘটনায় তিন দিনে নিহত ৯ জন, আহত-৩৫
ডিমলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত
মাসের ব্যবধানে বরিশালের বাজারে সবজির মূল্য ৮০ ভাগ হ্রাস
লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
কলাপাড়ায় জুয়েলার্সের মালিকের বাসায় সন্ত্রাসীদের সশস্ত্র হানা, ৬০ ভরি স্বর্ণালঙ্কার দুই লাখ টাকা লুটের অভিযোগ
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
ঢাকার বায়ু দূষণ বন্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর নামে বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন ও হাসান মাহমুদ
সেতু নির্মাণকাজ বন্ধে যাতায়াতে চরম ভোগান্তিতে ২ উপজেলাবাসি
জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ
যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ঘোষণা করুন- সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬, ইরান চায় উদ্ধারকর্মী পাঠাতে