আল-শিফা হাসপাতালে ইসরাইলের আগ্রাসন
১৬ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফায় ঢুকে পড়েছে ইসরাইলের ট্যাঙ্কবাহিনী। সেখানে আটকে রয়েছেন বহু মুমূর্ষু রোগী। তালিকায় রয়েছে বহু শিশুও। উদ্বিগ্ন বিভিন্ন দেশের অনুরোধ উপেক্ষা করেই সেখানে অভিযান চালায় ইসরাইলের সেনা।
বিবিসি সূত্রে খবর, মঙ্গলবারই আল শিফা হাসপাতালের কম্পাউন্ডে ঢুকে পড়ে ইসরাইলি ট্যাঙ্ক। এ বিষয়ে গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ‘কয়েক ডজন ইসরাইলি সেনা ও কমান্ডো হাসপাতালের ইমার্জেন্সি ও রিসিপশন বিল্ডিংয়ে ঢুকে পড়েছে।’ জাতিসংঘের তরফে অনুমান করা হচ্ছে, হাসপাতালের ভিতরে আটকে রয়েছেন অন্তত ২৩০০ রোগী। গত কয়েক দিনে লাগাতার বোমাবর্ষণ, আকাশপথে হামলা, গুলি-গ্রেনেডে জর্জরিত হয়ে রয়েছে গাজার এ বৃহত্তম হাসপাতাল। এর মধ্যেই হাসপাতালে অভিযান শুরু করে ইসরাইলের ফৌজ। তোপ উঁচিয়ে সার দিয়ে দাঁড়িয়েছিল ইসরাইলি মারকেভা ট্যাঙ্ক। হাসপাতালে লুকিয়ে থাকা হামাস সদস্যদের আত্মসমর্পণের সময় বেঁধে দেয়া হয়েছিল। এনিয়ে ইসরাইলি ডিফেন্স ফোর্সেসের তরফে জানানো হয়, হাসপাতালে ‘সামরিক কার্যকলাপ’ বন্ধ করতে ১২ ঘণ্টা সময় দেয়া হয়েছিল। কিন্তু তা বন্ধ হয়নি।
ইসরাইলের আগ্রাসনে মৃত্যুর প্রহর গুনছেন হাসপাতালের ভিতরে আটকে পড়া রোগী ও ডাক্তার-সহ হাসপাতালের কর্মীরা। যুদ্ধের বলি নিষ্পাপ শিশুরা। এনিয়ে আল শিফা হাসপাতালের প্রধান জানিয়েছেন, জ্বালানির অভাবে হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায়, ইনটেনসিভ কেয়ার ইউনিটেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সাত শিশু-সহ ২৯ জন রোগী। তাই সব কিছু ছাপিয়ে বর্তমানে গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে, তা হল গাজার হাসপাতালগুলোর দুরবস্থা। বিশেষ করে আল শিফা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে যে, তাদের সাথে গাজার আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, গাজার আল-শিফা হাসপাতালে ইসরাইলের সামরিক অভিযানের খবর উদ্বেগজনক। তিনি আরো বলেন যে, আল শিফা হাসপাতালের কর্মীদের সাথে যোগাযোগ হারিয়েছেন এবং চিকিৎসক, কর্মী এবং তাদের পরিবার নিয়ে চিন্তিত।
আল-শিফা হাসপাতালের জরুরি কক্ষের একজন কর্মচারী আরব মিডিয়াকে বলেছেন, ইসরাইলি সৈন্যরা গ্রেফতারকৃত ফিলিস্তিনিদের বিবস্ত্র এবং চোখ বেঁধে নির্যাতন করছে।
আল শিফা হাসপাতালে ইসরাইলি অভিযানের নিন্দা জানিয়ে একে ‘মানবতা বিরোধী অপরাধ’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গতকাল ফিলিস্তিনের সংবাদ মাধ্যম ওয়াফা-তে প্রকাশিত এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেছেন, ‘আল-শিফা হাসপাতালে অবস্থানরত রোগী, স্বাস্থ্যকর্মী এবং উদ্বাস্তু নাগরিকদের কোন ক্ষতি হলে তার জন্য ইসরাইলি দখলদার বাহিনী সম্পূর্ণরূপে দায়ী থাকবে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, গাজার সবচেয়ে বড় এই হাসপাতালে এখন অন্তত সাতশ’ রোগী, চারশো স্বাস্থ্যকর্মী এবং প্রায় তিন হাজার বেসামরিক নাগরিক অবস্থান করছেন। তারা সবাই এখন ইসরাইলি বাহিনীর অবরোধের মধ্যে পড়েছেন।
এদিন, হাসপাতালের ভেতর থেকে ৩০ জনকে আটক করে তাদেরকে হাসপাতাল প্রাঙ্গণেই জেরা করেছে ইসরাইলি সেনাবাহিনীর সদস্যরা। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, প্রায় ৩০ জনকে হাসপাতাল ভবনের ভেতর থেকে আটক করে বাইরে আনা হয়। তাদের সবারই চোখ বাধা এবং পরনের পোশাক খুলে নেয়া হয়। এ অবস্থাতেই হাসপাতাল প্রাঙ্গণে তাদেরকে জেরা করা হয়। একটি ট্যাংক হাসপাতালের জরুরি বিভাগের সামনে রাখা হয়েছে, যাতে হাসপাতালের ভেতর কেউ চলাফেরা করতে না পারে।
সূত্র জানান, বিশেষায়িত সার্জারি বিভাগের ভেতর ইসরাইলি কমান্ডোরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা সব দেওয়াল ও পার্টিশন ভেঙে ফেলছে। প্রত্যেকটি কক্ষের মাঝের দেওয়াল ভেঙে ফেলার পর সেনারা বেসমেন্টে নেমেছে। ‘বেসমেন্ট থেকে একজন একজন করে ডেকে এনে তাদের জেরা করা হচ্ছে’, যোগ করেন হাসপাতাল সূত্র। ইসরাইলের এক রেডিও চ্যানেলের বক্তব্য থেকে জানা গেছে, আল-শিফা হাসপাতালে হামাসের হাতে আটক কোনো জিম্মিকে খুঁজে পাওয়া যায়নি। ফিলিস্তিনিদের আশংকা, সেখানে হামাসের উপস্থিতি না থাকলেও ইসরাইলি বাহিনী এ ধরনের কোনো প্রমাণ উপস্থাপন করবে। এখন পর্যন্ত আল-শিফায় হামাসের নিয়ন্ত্রণ কেন্দ্র, জিম্মি বা সুড়ঙ্গপথের উপস্থিতির কোনো প্রমাণ পায়নি ইসরাইল।
আবারও ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন এরদোগান : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন যে, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র, অন্যদিকে হামাস আন্দোলন গাজা উপত্যকায় একটি বৈধ রাজনৈতিক শক্তি। তুরস্কের ক্ষমতাসীন বিচারপতির সদস্যদের উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘ইসরাইল রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত রয়েছে। আমি স্পষ্টভাবে বলছি যে, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। আপনি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলছেন। তবে হামাস একটি রাজনৈতিক দল যারা নির্বাচনে জয়লাভ করেছে।’
এরদোগান যোগ করেছেন যে, তুরস্ক নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে যেন বিশ্ব ‘ইসরাইলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়।’ ‘আমরা (গাজা উপত্যকায়) গণহত্যা প্রত্যক্ষ করছি। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শত শত আইনজীবী হেগ আদালতে যাচ্ছেন। তারা যা যা করা দরকার সবই করছে। আমরা যা যা করা দরকার তা করব। ইসরাইল যদি এভাবে কাজ করতে থাকে, এটি প্রমাণ করবে যে তারা একটি সন্ত্রাসী রাষ্ট্র,’ তুর্কি প্রেসিডেন্ট উল্লেখ করেছেন। এরদোগান উল্লেখ করেছেন যে, আঙ্কারা ৪১ টি দেশের সাথে টেলিফোনে পরামর্শ করার পরিকল্পনা করেছে যারা গাজা যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত ছিল তাদের ‘সত্য দেখতে’ সাহায্য করার জন্য। ‘এভাবেই আমরা ইসরাইলকে বিচ্ছিন্ন করতে থাকব,’ তিনি জোর দিয়ে বলেছিলেন।
ইসরাইলকে গাজায় নারী-শিশু হত্যা অবশ্যই বন্ধ করতে হবে : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। টানা প্রায় দেড় মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ৮ হাজার। এ পরিস্থিতিতে ইসরাইলের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় নারী, অল্পবয়সী ছেলে-মেয়ে এবং শিশু হত্যা অবশ্যই বন্ধ করতে হবে।
প্রায় দেড় মাস আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইসরাইলের তীব্র সমালোচনায় সরব হলেন ট্রুডো। যদিও হামাসের বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে এর আগে জানিয়েছিল কানাডা। তবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের মতো কানাডাও এখন গাজায় ইসরাইলি হামলায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আমি ইসরাইল সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর জন্য অনুরোধ করছি। সারা বিশ্ব টিভিতে, সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখছে। আমরা ডাক্তার, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া মানুষসহ বাচ্চাদের যারা তাদের বাবা-মাকে হারিয়েছে তাদের কথা শুনছি।’
পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সারা বিশ্বই নারী, অল্পবয়সী ছেলে-মেয়ে ও শিশুদের হত্যার এই ঘটনা প্রত্যক্ষ করছে। এটা বন্ধ করতে হবে।’ ট্রুডো আরও বলেন, ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে হামাসকে। একইসঙ্গে আটককৃত সকল বন্দিকে মুক্তি দিতে হবে। সংঘাত শুরুর পর গাজা থেকে প্রায় ৩৫০ কানাডিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ফিলিস্তিন রাষ্ট্র গঠন ঐতিহাসিকভাবে অনিবার্য : ফিলিস্তিন রাষ্ট্র গঠন ঐতিহাসিকভাবে অনিবার্য, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বার্তা সংস্থা আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন। তিনি বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র গঠন ঐতিহাসিকভাবে অনিবার্য।’ একই সময়ে, তিনি উল্লেখ করেছেন যে, গাজা উপত্যকার ভবিষ্যত নিয়ে বর্তমান আলোচনাগুলোতে ইসরাইলের পাশে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতি ‘যথাযথ গুরুত্ব দেয়া হয়না’। ল্যাভরভ জোর দিয়ে বলেছিলেন যে, ফিলিস্তিন-ইসরাইল সংঘাত অঞ্চলে শত্রুতা বন্ধ করা এবং মানবিক সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ খুবই জরুরী কাজ। ‘তাৎক্ষণিক এবং সবচেয়ে জরুরী কাজ হল শত্রুতা বন্ধ করা এবং মানবিক সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া, যা সর্বত্র পরিলক্ষিত হয়,’ তিনি বলেছিলেন।
পশ্চিম তীর থেকে ১৫ ছাত্রীসহ ৫২ ফিলিস্তিনি আটক : ইসরাইলি দখলদার বাহিনী গতকাল পশ্চিম তীরে ব্যাপকভাবে আটক অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৫ ছাত্রীসহ ৫২ ফিলিস্তিনিকে আটক করেছে। সৈন্যরা হেবরনে ২০ ফিলিস্তিনিকে আটক করে, যার মধ্যে ১৫ জন মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তিনজন নাবলুস থেকে এবং তিনজন জেনিন থেকে। এছাড়াও, জেরুজালেম থেকে ছয়জন, বেথেলহেম থেকে নয়জন, রামাল্লা থেকে আটজন এবং তুলকারম থেকে দুজনকে আটক করা হয়েছে। সূত্র : বিবিসি, আল-জাজিরা, রয়টার্স, ওয়াফা নিউজ ও তাস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ ৩ দফা দাবিতে খুলনায় মানববন্ধন
জয়পুরহাটে বিডিআরের ৩ দফা দাবিতে সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান
ফরিদপুরে দুর্ঘটনায় তিন দিনে নিহত ৯ জন, আহত-৩৫
ডিমলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত
মাসের ব্যবধানে বরিশালের বাজারে সবজির মূল্য ৮০ ভাগ হ্রাস
লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
কলাপাড়ায় জুয়েলার্সের মালিকের বাসায় সন্ত্রাসীদের সশস্ত্র হানা, ৬০ ভরি স্বর্ণালঙ্কার দুই লাখ টাকা লুটের অভিযোগ
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
ঢাকার বায়ু দূষণ বন্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর নামে বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন ও হাসান মাহমুদ
সেতু নির্মাণকাজ বন্ধে যাতায়াতে চরম ভোগান্তিতে ২ উপজেলাবাসি
জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ
যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ঘোষণা করুন- সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬, ইরান চায় উদ্ধারকর্মী পাঠাতে
পুলিশকে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে সিআইডি প্রধান- মো.মতিউর রহমান শেখ
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক
নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত
দাম কম হওয়ায় লোকসানের মুখে গোয়ালন্দের পেঁয়াজ চাষীরা