ফের বেপরোয়া নগরকান্দা তালমার ৪০ দালাল
০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ফরিদপুর- নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ৪০ জনের আদম ব্যবসায়ী কাম দালাল চক্রটি নতুন করে
ফের বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয় আদম ব্যবসায়ী মো. মুরাদ বেপারি এর আপন সহোদরা গিয়াস বেপারী ,প্রধান সহযোগী মো. পলাশ বেপারী গংদের আশপাশ এলাকায় রয়েছে ছোট খাটো একটি দালাল চক্রের সিন্ডিকেট। উল্লেখিতরা ঢাকার হয়ে মালয়েশিয়ায়, লিবিয়া হয়ে ইতালির, বড় মাপের মানব পাচারকাবারীদের রয়েছে সাথে গভীর সম্পর্ক। এদের সখ্যাতার মধ্যে তাদের নিয়োজিত দালালরা, যার যার এলাকায় এরা সিন্ডিকেটের মাধ্যমে সকলে মিলে দাপিয়ে বেড়াচ্ছে।
স্থানীয় গণমাধ্যম কর্মী মো. তৌহিদুর রহমান তুহিন দুই প্রতিবেদক ইনকিলাবককে বলেন, ভাই মুরাদ বেপারী এক সময় মানুষের কাজ করে রোজগার করতো। আদম ব্যবসায়ী হয়ে আজ সে কয়েক কোটি টাকার মালিক বনে গেছে। সম্প্রতি সে তালমা কৃঞ্চনগর এলাকায় নিজের বাপের ভিটা ছেড়ে বুলবুল সরদারের বাড়ী সামনে তথা বিলনালিয়া স্কুলের পিছনে প্রধান সড়কের সাথে প্রায় ৪০/৫০ শতক জমির উপর ৪ তলা ফাউন্ডেশনের বিলাস বহুল ডুপলেক্স বাড়ী নির্মাণ করেছে। জমি ও বাড়ীর মুল্য কমপক্ষে ৮/৯ কোটি টাকা। মুরাদের আপন ভাই গিয়াস বেপারী তারও একসময় হাত টানানির অবস্থায় চলতে হতো সেও আজকে নতুন ভবন বাড়ীর মালিক বহু জায়গাও কিনছে। তাদের বিলাসবহুল চলা ফেরা এবং বড়লোকদের মত আড্ডায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতুহলের জন্ম দিয়েছে। সাথে স্থানীয় সরকার দলীয় মাতুব্বর কাম কথিত নেতা মো. পলাশ বেপারী তিনিও এই আদম ব্যবসা করে এখন কোটিপতির কাছাকাছি।
এ প্রতিবেদকদের কথা হয় আদম ব্যবসায়ী মুরাদ বেপারী, গিয়াস বেপারী ও পলাশ বেপারীর সাথে। তাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা অবৈধ পথে ইউরোপে লোক পাঠান কিভাবে? কত টাকা লাগে? কোথায় কোথায় লোক পাঠান? কতদিন লাগে লিবিয়া হয়ে ইতালি যেতে? আবার ভারত হয়ে মালয়েশিয়া এবং মালেশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে। কোন পথে কিভাবে পাঠান? টাকার পরিমান কত? সরেজমিনে প্রতিবেদন কালে সাংবাদিক পরিচয় গোপন রেখে এসব জিজ্ঞেস করলে কাস্টমার ভেবেই সুন্দর করে আদর মাখা মুখ নিয়ে সব খোলাশা করে বললো এরা সকলেই । প্রথমে মুল আদম ব্যবসায়ী মো. মুরাদ বেপারীকে দেখা গেল এক হাজার এবং পাঁচশত টাকার বান্ডিল নিয়ে গুনে পকেট ভরেও কোর্টের পকেট ভর্তি করলেন। দুইজন নারী একজন পুরুষ তার নতুন বাড়ীর পাশেই পাওয়া গেলো। আমরাও বিদেশ যাওয়ার আগ্রহ প্রকাশ করলে মুল আদমকারবারি মো. মুরাদ বললেন, আপনি যদি পাসপোর্ট এবং পুলিশের ঝামেলা নিজে নেন তা হলে প্রথম পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে লাগবে ৩০ হাজার টাকা। আর আপনাদের নামে মার্ডার মামলা, চাঁদাবাজি মামলা থাকলে লাগবে ৫০ হাজার। এটা শুধু ফিঙ্গার অফিস, পাসপোর্ট অফিস ও পুলিশ অফিসারের খরচ। এটা বিদেশি খরচের মধ্যে ধরা যাবে না। আর আপনি সব দায়িত্ব নিলে অন্যরকম বিষয়। এবার বলুন কোথায় যাবেন? আমরা প্রশ্ন দিলাম লিবিয়া, ইতালি, মালোশিয়া, অস্ট্রেলিয়ার সবগুলো দেশের খরচ কত? কিভাবে কোন পথে এবং বৈধ ও অবৈধভাবে কিনা? আদম ব্যবসায়ী মুরাদ বেপারী এই দুই প্রতিবেদকে বললেন, ভারত হয়ে মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া যেতে জঙ্গল পথে হেঁটে তারপর নদী পথে সম্পূর্ণ অবৈধ পথে যেতে টাকা লাগবে মোট ১৯ লাখ এবং লিবিয়া হয়ে ইতালি যেতে লাগবো ১২ লাখ টাকা। এই দুই দেশের যেখানেই যান প্রথম নগদ দিতে হবে ৩/৪ লাখ টাকা। ইতালি গেলে লিবিয়া পৌঁছানোর পর আর ৪ লাখ টাকা। বাকিটা ইতালি যাওয়ার পর। তদ্রূপ বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে মালয়েশিয়ায় গিয়ে ৮ লাখ এবং অস্ট্রেলিয়া পৌঁছে বাকি ১১ লাখ টাকা। মোট ১৯ লাখবে অস্ট্রেলিয়া গেলে। বাকি থাকলে ওইখানে গিয়ে পরিশোধ করলেই কাজ বা চাকুরী দেয়া হবে। দীর্ঘক্ষণ আলোচনা করার পর বাহির থেকে ইশারায় কেউ বুঝিয়ে দিলো ওনার দু’জনই সাংবাদিক। তার আগে থেকেই মুরাদকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করার জন্য মুল রাস্তায় দাঁড়িয়ে ছিল দুটি মোটরসাইকেল। অমনি কথা বলতে বলতে এবং শুনতেই শুনতেই হুট করে সটকে পড়লো মুরাদ। মিনিট পাঁচেক যেতে না যেতেই পলাশ নামের এক যুবক এসে হাজির হলো দুই প্রতিবেদকের সামনে। বয়স মোটামুটি ২৬/২৭ হবে। তিনি নিজেই বললেন আবার বাবা ছিল এলাকার নামকরা মাতুব্বর এখন আমি সেই দায়িত্ব পালন করি। ভাল মন্দ আমারে বলেন, কোন ধরনের কোন নিউজ করা যাবে না। আমি আওয়ামী লীগ করি। যুবলীগের সাথে আছি। স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের নেতা বুলবুল সর্দার সম্পর্কে আমার চাচা হন। আমি তার খুবই কাছের লোক। বেশ গরম দেখালেন কিছুক্ষণ। পরে ভদ্রলোক হয়ে একটু আপ্যায়ন করার প্রস্তাবও দিলেন। এরপরও হাজার পঞ্চাশেক টাকা দিবেন বকশিস। দয়া করে নিউজটা কইরেন না ভাই। ব্যবসায় কেবল আসছি। ওরকম কিছু করতে পারিনি। যোগাযোগ রাইখেন কাজ হবে। আবার দুই একজন লোক দেওয়ারও প্রস্তাব দিলেন যা টাকা দিবেন অর্ধাঅর্ধি দিবো আপনাদের। যেহেতু আপনার সাংবাদিক। আপনাদের সাথে ব্যবসা করব না। শুধু পথ খরচ দিবেন।
সর্বশেষ পলাশ বেপারীর সাথে বনাবনি না হওয়ায় সালাম বিনিময়ের মধ্যেই সেখানেই সম্পর্ক শেষ। এরপরও তালমার মোড়। বুলবুল সরদারের বাড়ী এলাকা, মশা উজান, তালমা বাজার, কৃষ্ণপুর বাজার, কৃঞ্চনগর, সদরপুরের নিজগ্রাম, শৈলডুবি এলাকায় এই তিন আদম ব্যবসায়ীর সম্পর্কে খোঁজ খবর নিলে বেরিয়ে আসছে আরো ভয়াবহ কাহিনী। (চলবে)
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ
নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?
আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন
১৭ বছর পর কারামুক্ত বাবর
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব