ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
লোকজনদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা

প্রতারণায় নিত্য নতুন ফাঁদ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১২ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম

রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা জুঁই আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত একটি কলেজে পড়াশোনা করেন। সম্প্রতি ভ্রমণের উদ্দেশ্যে মালদ্বীপের যাওয়ার জন্য ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ‘ট্রিপকার্ড’র সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেন। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কম মূল্যে ভ্রমণের আকর্ষণীয় প্রাইজ দেখে আকৃষ্ট হন জুঁই। এরপর ভিসা ও অন্যান্য খরচের জন্য ৫৫ হাজার টাকা দেন। এর কিছুদিন পর দেখতে পান, ট্রিপকার্ডের অফিস বন্ধ। খোঁজ নিয়ে জানতে পারেন, তারা অফিস ছেড়ে চলে গেছে। নানাভাবে চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারেননি।

মামলায় বাদী উল্লেখ করেন, চলতি বছরের ১৯ আগস্ট ফেসবুকের মাধ্যমে কক্সবাজারসহ মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ডে ট্যুর প্যাকেজের বিভিন্ন লোভনীয় অফার দিয়ে আসছিল ট্রিপকার্ড। পরে কম টাকায় বিদেশে ঘুরতে যাওয়ার জন্য তিন বন্ধু মিলে ট্যুর প্যাকেজে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও দুবাই যাওয়ার জন্য বুকিং দেন। এ জন্য কয়েক দফায় ব্যাংক ও নগদে প্রায় ৩ লাখের বেশি টাকা দেন তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য টাকা দেওয়ার পরও বিদেশে নিয়ে যাওয়া হয় না। বরং নানাভাবে কালক্ষেপণ করতে থাকে ট্রিপকার্ড। এমনকি টাকা চেয়ে যোগাযোগ করলে কথিত ওই প্রতিষ্ঠানের মালিক বাদীকে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে অফিসসহ যোগাযোগের সব নম্বর বন্ধ করে দেয় তারা। মামলা তদন্তে নেমে পর্যটকদের বিশ্বাসকে পুঁজি করে প্রতারণায় জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা হলেন, প্রতিষ্ঠানের মালিক সাইফুল আলম ওরফে অপু, তার ভাই মো. আহাদ আলম ওরফে তালহা এবং প্রতিষ্ঠানের কথিত অ্যাডমিন মো. আমিনুল ইসলাম।

অন্যদিকে সপরিবারে সৌদি আরবে ওমরা করতে ট্রাভেল এজেন্সি খুঁজছিলেন বেসরকারি চাকরিজীবী হাফিজুল ইসলাম (৩৭)। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ক্রল করতে করতে একদিন ‘তাকওয়া ট্রাভেলস’ নামে একটি ট্রাভেল এজেন্সির খোঁজ পান। যারা অল্প খরচে ওমরাসহ দুবাইতে প্যাকেজে ঘোরার সুযোগ দিচ্ছে। এমন অফার দেখে সঙ্গেসঙ্গে যোগাযোগ করেন ওই ওই ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী সাইফুল আলমের সঙ্গে। যোগাযোগ করে এ বিষয়ে কথা বললে সাইফুল আলম তাকে আকর্ষণীয় হোটেলসহ প্যাকেজের বিভিন্ন ছবিসহ তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেখান। এসব দেখে হাফিজুল ওই ট্রাভেল এজেন্সির ফাঁদে পড়েন, হারান লক্ষাধিক টাকা।

মূলত তাকওয়া ট্রাভেলস নামে ওই ট্রাভেল এজেন্সিটি ছিল ভুয়া। রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের মতো নামে-বেনামে গড়ে উঠেছে অসংখ্য ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি। এসবের ভিড়ে কোনটা ভালো, আর কোনটা মন্দ তা বোঝার বেশ কঠিন। ঝামেলা ছাড়াই বিদেশে ভ্রমণে ভ্রমণপিপাসুরা দ্বারস্থ হচ্ছেন এজেন্সিগুলোতে। আর সেই সুযোগটি নিচ্ছে কিছু ভুয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি। অনলাইনে লোভনীয় অফার দিয়ে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ পেতে বসেছে। ভ্রমণের নামে লোকজনদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এসব চক্র। সম্প্রতি এই চক্রটির খোঁজ পেয়েছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ কর্মকর্তারা বলছেন, চক্রটি রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অফিস খুলে ২৬টি ফেসবুক পেজ এবং কয়েকটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে অল্প দামে ট্যুর প্যাকেজ বিক্রির নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। গত এক বছরে চক্রের হাতে দুই শতাধিক ব্যক্তি প্রতারিত হয়েছেন। এ সময়ে তারা হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ট্রিপকার্ট নামের কথিত এই ট্যুর অপারেটর ফেসবুকে বিভিন্ন পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিতো। তারা বিভিন্ন প্যাকেজের আওতায় ভিসা, দিন-রাতে থাকা, হোটেল বুকিং, এয়ারপোর্ট পিকআপ-ড্রপ, গাইড লাইনের মাধ্যমে বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের ট্যুর প্যাকেজ ঘোষণা করে। এক সঙ্গে ৪০ জনের ভিসা ও বিমানের টিকিট কাটাসহ সব দায়িত্ব নিজেরাই করার আশ্বাস দেয়। মূলত তারা কম টাকায় সবধরনের সুবিধা দেওয়ার আশ্বাস দেয়। পাশাপাশি সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য ঢাকার গুলশান, বারিধারা, ধানমন্ডিসহ অভিজাত এলাকায় অফিস নিতো। এক এলাকায় অফিস খুলে কিছু মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করে অফিস বন্ধ করে দিয়ে গা ঢাকা দিতো। এরপর কিছুদিন পর আত্মগোপনে থেকে ভিন্ন নামে আরেক এলাকায় একই কাজ করতো।

তিনি বলেন, যে কোনও ওয়েবসাইট বা ফেসবুক পেজে পরিচয় নিশ্চিত না হয়ে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আকর্ষণীয় ও কম মূল্যের বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে সেবা নিতে হবে বৈধ লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সির মাধ্যমে। কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তির মাধ্যমে এ ধরনের প্রতারণার শিকার হলে থানায় মামলা বা অভিযোগ দিতে হবে। এছাড়া নিজের পাসপোর্ট কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : সৈয়দা রিজওয়ানা হাসান

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

দোকান বরাদ্দের বিষয় খতিয়ে দেখতে কমিটি

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

শুটিং ফেডারেশন চলছে অপুর নির্দেশেই!

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার আউয়াল

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আমিনুল ইসলাম

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

বগুড়ায় সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী সাগরকে নৃশংস কায়দায় হত্যা

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

গুজবে কান দেবেন না : জনপ্রশাসন সচিব

গুজবে কান দেবেন না : জনপ্রশাসন সচিব

কোয়াড সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা

কোয়াড সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা

এনজিও,নাস্তিকদের প্রতিষ্ঠা করতে চাইলে সংগ্রাম চলবে- চরমোনাই

এনজিও,নাস্তিকদের প্রতিষ্ঠা করতে চাইলে সংগ্রাম চলবে- চরমোনাই

লৌহজংয়ে দিনমজুর যুবকের আত্মহত্যা

লৌহজংয়ে দিনমজুর যুবকের আত্মহত্যা