কিশোর বন্ধুর হাতেই খুন আব্দুল্লাহ মাকে নিয়ে লাশ গুমের চেষ্টা
১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
তুচ্ছ ঘটনায় খুন করা হয় চট্টগ্রামের সেই কিশোর মাদরাসা ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহকে। পুলিশ বলছে, ‘ফ্রি ফায়ার গেম’ খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি। একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে বন্ধু কিশোর মোহাম্মদ হাসানের ঘুষিতে প্রাণ হারায় আব্দুল্লাহ। আর এ অবস্থায় সন্তানকে খুনের দায় থেকে বাঁচাতে লাশ গুমের চেষ্টা করেন মা হাফিজা বেগম (৩৬)। ঘটনাকে ভিন্ন খাতে নিতে অপহরণের নাটক সাজিয়ে আব্দুল্লাহর বাবার কাছে ১০ লাখ টাকা দাবিও করেন। তবে শেষ রক্ষা হয়নি; মা ও তার ছেলেকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শুক্রবার নগরীর মনসুরাবাদে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান উপ-কমিশনার (বন্দর ও পশ্চিম) আলী হোসেন। এর আগে বৃহস্পতিবার অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত ওই কিশোর ও তার মা হাফিজা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আলী হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় আব্দুল্লাহ নামে ১৩ বছর বয়সী ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে তাকে খুন করা হয়েছে বলে আমরা জানতে পারি। পরে খুনের সঙ্গে জড়িত আসামিদের ধরতে আমরা অভিযানে নেমে পড়ি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে এক কিশোরসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা দুইজনই সম্পর্কে মা-ছেলে।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ওই কিশোর জানিয়েছে নিহত আব্দুল্লাহ ও সে একসঙ্গে বন্দরটিলার হাবীবীয়া তাজবিদুল মাদরাসায় পড়েছে। তখন থেকেই তাদের বন্ধুত্বের সম্পর্ক। পরে আব্দুল্লাহ গ্রামের বাড়ি বরিশালে চলে যায়। পরীক্ষা শেষে সে বাবা-মায়ের কাছে বেড়াতে এসেছিল। তখন তাদের সঙ্গে আবার দেখা হয়। এরপর আব্দুল্লাহকে নিয়ে ওই কিশোর হাসান তার বাসায় আসে। তখন বাসায় কেউ ছিল না। ওই কিশোরের মা চাকরিতে গিয়েছিল। একসঙ্গে খাবার খায় দুইজনই। মায়ের রেখে যাওয়া মোবাইলে ফ্রি ফায়ার গেইম খেলার একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেটা মারামারিতে রূপ নেয়।
আলী হোসেন বলেন, মারামারির একপর্যায়ে আব্দুল্লাহর গলার শ্বাসনালীতে জোরে ঘুষি মারে ওই কিশোর। সঙ্গে সঙ্গেই সে মাটিতে লুটিয়ে পড়ে। মাথায়ও আঘাত পায় সে। তখন আব্দুল্লাহ পানি খেতে চাইলে ওই কিশোর তাকে পানিও খাওয়ায়। সাহায্যের জন্য ওই ভবনের চার তলায় এক বন্ধুর কাছে গেলেও কোনো প্রকার সহযোগিতা ওই কিশোর পায়নি। এরমধ্যেই আব্দুল্লাহ মারা যায়। পরে সে তার মাকে কল দিয়ে বিষয়টি জানায়। এরমধ্যে ওই কিশোর আব্দুল্লাহর বাবাকে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় যাতে তাকে কেউ সন্দেহ না করে। মুক্তিপণের টাকা জোগাড় করতে করতে যাতে পালিয়ে যেতে পারে সেজন্যই আব্দুল্লাহর বাবাকে কল দিয়েছিল সে। বয়সে কিশোর হলেও মানসিকভাবে সে আরও এগিয়ে। টিভি সিরিয়াল দেখে সে এসব শিখেছে বলে জানিয়েছে।
গোয়েন্দা কর্মকর্তা আলী হোসেন বলেন, গ্রেফতার ওই কিশোরের মা সন্ধ্যায় বাসায় এসে ছেলেকে বাঁচাতে লাশ বস্তাবন্দি করে গুম করার পরিকল্পনা করেন। পরে সুযোগ বুঝে আব্দুল্লাহর বস্তাবন্দি লাশ রাত দুইটার দিকে দুই ভবনের মাঝে ফেলে দেয়। এরপর ওই কিশোরকে আনোয়ারায় তার খালার বাড়িতে রেখে অফিস করতে চলে যায় তার মা। তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে প্রথমে তার মা ও পরে ওই কিশোরকে গ্রেফতার করা হয়।
এদিকে ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে দাবি করে আব্দুল্লাহর বাবা মাহমুদ হোসেন তালুকদার কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমার একমাত্র ছেলে। আমার স্ত্রী ও আমি চাকরি করায় তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। গত সোমবার সে পরীক্ষা শেষে আমাদের কাছে বেড়াতে এসেছিল।
বৃহস্পতিবার সকালে দুইজনেই চাকরিতে চলে গিয়েছিলাম। বাসায় সে একা ছিল। বিকেলে আমার কাছে একটি কল আসে। কল রিসিভ করার সঙ্গে সঙ্গেই আমার ছেলেকে অপহরণ করেছে বলে জানিয়ে কল কেটে দেয়। আবার কল দিয়ে বলে ১০ লাখ টাকা না দিলে আমার ছেলেকে তারা মেরে ফেলবে। এভাবে করে তিনবার কল দেয় সে। মোবাইলে যখন কথা বলছিলাম আমার একমুহূর্তের জন্যও মনে হয়নি এটা কোনো শিশু বা কিশোরের গলা। আমার ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। আমি খুনিদের ফাঁসি চাই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা
বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন