বিজয় দিবসের খাবারের টোকেন নিয়ে কুবি ছাত্রলীগের মারামারি
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে বিজয় দিবসের খাবারের টোকেন সঙ্কট নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় হলের ৪ তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিন চন্দ্র দাস ৪র্থ তলার ওয়াশরুমে গেলে ৫ম তলা থেকে ৩-৪জন পিছন থেকে তার উপর হামলে পড়ে। তারা হলেন- হল ছাত্রলীগের উপ-নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক রবিউল আলম রিয়াজ, বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক এইচ এম আলভির ভুঁইয়া, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী জাহিদ ভুঁইয়া ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী শাহ আলম।
এ সময় একজন তার চোখে হাত দিয়ে বন্ধ করে দিলে বাকি দুইজন রবিনকে ৪ তলা থেকে ফেলে দেয়ার চেষ্টা করে। রবি চিৎকার করলে ৪র্থ তলার শিক্ষার্থীরা এসে তাকে উদ্ধার করে। এ সময় হামলাকারী রবিউল আলম রিয়াজ ৫ম তলায় মেজবাউল হক শান্তর রুমে আশ্রয় নেয়। পরে প্রায় ৩০ মিনিটের মতো দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এসময় ১৪তম ব্যাচের আজাহারুল ইসলাম এবং রাজিব সরকার ১২তম ব্যাচের সোহাগ মিয়াকে মারধর করে নাক ফাটিয়ে দেয়ার অভিযোগ করেন। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল টিমের দুইজন সদস্য এসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, এর আগে ওইদিন দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে ৫ম তলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক শান্তর রুমে হলের ১৪তম ও ১৫ তম ব্যাচের কিছু শিক্ষার্থীদের ডেকে নেয়া হয়।
এ বিষয়ে হলের সাংগঠনিক সম্পাদক রবিন চন্দ্র দাস বলেন, আমি ওয়াশরুমে যাই হঠাৎ করে রিয়াজ, আলভীর, জাহিদসহ কয়েকজন এসে আমাকে মারধর করে ৪ তলা থেকে ফেলে দিতে চায়। আলভীর আমার পিছন থেকে চোখ চেপে ধরে আর বাকিরা এলোপাতাড়ি মারতে থাকে। পরে আমি চিৎকার শুরু করলে হলের কয়েকজন এসে আমাকে উদ্ধার করে।
এ বিষয়ে হল ছাত্রলীগের উপ-নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক রিয়াজ বলেন, হয়ত ওনি জামায়াত শিবির ও বাম সংগঠনের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য বিজয় দিবসের দিন খাবারের টোকেন নিয়ে ঝামেলা করেন। আমি, আলভীর ও জাহিদসহ ৫ম তলা থেকে নামার পথে ৪র্থ তলায় মুখ ধুতে যাই। এসময় রবি ভাইয়ের সাথে দেখা হয়। তখন ওনি আমাদের সেøজিং করেন। পরে আমরা রবিন ভাইকে ‘ভাই’ বলে পিছন থেকে জড়িয়ে ধরলে তখন ওনি চিল্লা চিল্লি শুরু করেন।
এ বিষয়ে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক শান্ত বলেন, আমার রুমে ডেকে নেয়ার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। আমি দুপুরের ঘটনা নিয়ে প্রভোস্ট স্যারের সাথে কথা বলতে ডরমেটরিতে ছিলাম এর কিছুক্ষণ পরে আমরা আওয়াজ শুনলে স্যারসহ আমরা দ্রুত চলে আসি।
এ বিষয়ে দত্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, দুপুরের অব্যবস্থাপনার যে সমস্যা ছিল তা আমি রোববারের মধ্যে সমাধান দেয়ার চেষ্টা করছিলাম। আমার রুমে ইমাম হোসাইন মাসুম কর্তৃক রবি চন্দ্র দাসকে ধাক্কা দেয়ার বিষয়টি আমি দেখিনি। যদি সত্যিই ঘটে থাকে তাহলে এরও আমরা ব্যবস্থা নেবো। এরমধ্যে আরেকটা ঘটনা ঘটে যাওয়ায় আমরা ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রশাসনকে রিপোর্ট জমা দিবো।
এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা প্রক্টোরিয়াল বডি প্রভোস্টকে সর্বাত্মক সহযোগিতা করবো।
উল্লেখ্য, এর আগে দুপুর দেড়টায় টোকেন সঙ্কট নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে হল ছাত্রলীগের অভ্যন্তরীণ দু’পক্ষ। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তখন দত্ত হলের প্রভোস্ট ড. মিজানুর রহমান উভয়পক্ষকে তার রুমে ডেকে নিয়ে যান। উভয়পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে ইমাম হোসাইন মাসুম উদ্যত হয়ে রবিন চন্দ্র দাসকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে পড়ে এবং তাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়া হয়। এ সময় রবি চন্দ্র দাস প্রাভোস্টের কাছে বিচার দাবি করলে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন