ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
আসন ভাগাভাগি

কপাল পুড়তে যাচ্ছে প্রায় ৩৫ ‘নৌকার মাঝির’, তৃণমূলে ক্ষোভ

Daily Inqilab আল হেলাল শুভ

১৭ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম

জোটের সমীকারণে আসন ভাগাভাগিতে এবার আওয়ামী লীগের ‘নৌকা’ পেয়েও শেষ পর্যন্ত বাদ পরতে পারেন দলের প্রায় ৩৫ জনের মত প্রার্থী। দলীয় সূত্র জানিয়েছে, এর মধ্যে ১৪ দলের শরিকদের বাইরে জাতীয় পার্টির প্রার্থীরা সঙ্গে আসন ভাগাভাগি করছে আওয়ামী লীগ। এ কারণে আগে থেকে ‘নৌকা’ পেয়েও কপাল পুড়ছে দলটির এসব প্রার্থীর। এ নিয়ে ওই আসনগুলোতে চলতে তুমুল আলোচনা। ওসব আসনের কয়েকটির স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, এতে করে দলের মধ্যে যেমন হতাশার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি অনেক নেতার মধ্যে ক্ষোভের সঞ্চারও হয়েছে। তকে নৌকারও ওই প্রার্থীরা দলীয় সিদ্ধান্তে অটল থাকবেন। দলীয় ও স্থানীয় সূত্র জানিয়েছে, তবে বিভিন্ন আসনে ‘নৌকার’ মাঝিরা বসে গেলে থেকে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। শেষ পর্যন্ত আসন ভাগাভাগির এসব আসতে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেই জোটের প্রার্থীদের নির্বাচনী লড়াই হতে যাচ্ছে।
জোটের সঙ্গে আসন ভাগাভাগি না করেই গত ২৬ নভেম্বরে ২টি বাদে ২৯৮টি আসনে আওয়ামী লীগ নৌকার প্রার্থী ঘোষণা করে। সে সময় দুই আসনের মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণঞ্জ-৫ আসনে প্রার্থী দেয় নি দলটি। এর পর গত বৃহস্পতিবার রাতে আসন ভাগাভাগি হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের। নির্বাচনে শরিকদের আপাতত ৭টি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাশীন আওয়ামী লীগ। ১৪ দলীয় জোট থেকে মাত্র তিন দল নৌকা প্রতীক বরাদ্দ পাচ্ছে বলে বুধবার রাতে আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন। দলীয় ও জোট সূত্রে জানা গেছে, আপাতত জাসদকে তিনটি, ওয়ার্কার্স পার্টিকে তিনটি এবং জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়েছি দিয়েছে আওয়ামী লীগ। ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে রয়েছে- বরিশাল-২ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও সাতক্ষীরা-১ আসনে মোস্তফা লুৎফুল্লাহ আহসান। জাসদকে ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে রয়েছে- কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বগুড়া-৪ আসনে রেজাউল করিম তানসেন ও লক্ষ্মীপুর-৪ আসনে মোশাররফ হোসেন। পিরোজপুর-২ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুকে। এ ছাড়া তবে গত দুই মেয়াদে সংসদে চট্টগ্রাম-২ আসনে জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারিকে ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। এসব আসনে ‘নৌকার’ প্রার্থী রয়েছেন সাতক্ষীরা-১ এক আসনে ফিরোজ আহমেদ স্বপন, রাজশাহী-২ আসনে মোহাম্মদ আলী। তবে কুষ্টিয়া-২ আসন ফাঁকা রাখা হয়েছিল। তবে এ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী কামারুল আহসান। যিনি সংসদ সদস্য নির্বাচন করার জন্যই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। তাকেই ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও জোট শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে। লক্ষীপুর-৪ আসনে নৌকার প্রার্থী রয়েছেন দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বগুড়া-৪ আসনে নৌকার প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ, পিরোজপুর-২ আসনে কানাই লাল বিশ্বাস, চট্টগ্রাম-২ আসনে নূর উদ্দিন নয়ন। এ ছাড়া বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী রয়েছেন- সরদার মো: খালেদ হোসেন। আর বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দলের আতিকুর রহমান।

স্থানীয় সূত্র জানিয়েছে, জাতীয় পার্টি আর ওয়ার্কার্স পার্টির মধ্যে আসন ভাগাভাগিতে শুধু বরিশাল-৩ নয় বরিশালের আরো দুটি আসন ছেড়ে দিতে হতে পারে আওয়ামী লীগকে। এগুলো হলো- বরিশাল-২ ও বরিশাল -৬। এর মধ্যে বরিশাল-২ থেকে রাশেদ খান মেননকে দেওয়া হচ্ছে। মেননকে বরিশাল-৩ নিতে আওয়ামী লীগ প্রস্তুব দিলেও তিনি বরিশাল-২ নিচ্ছেন। বরিশাল-৬ আসনটিতে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য নাসরিন জাহান রত্না। এসব আসনে তৃণমূল আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে আলোচনায় মশগুল। তাদের মধ্যে একটি প্রভাব পরবে।

রাজশাহী-২ আসনে এবার নৌকার প্রার্থী হয়েছেন দলের মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। কিন্তু শেষ পর্যন্ত দলীয় এ আসনে ছাড় দেওয়া হচ্ছে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে। বাদশা ওই আসনে বর্তমান সংসদ সদস্য। দলীয় এ সিদ্ধান্তে তৃনমূল ব্যাপকভাবে হতাশ বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এর আগে মোহাম্মদ আলী ইনকিলাবকে জানিয়েছিলেন, দল যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন।

এ দিকে জাতীয় পার্টির সঙ্গে দফায় দফায় বৈঠক করে গতকাল আসন সমঝোতায় পৌঁছাতে পারে আওয়ামী লীগ। এ বৈঠকগুলো আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন ও দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। আর জাতীয় পার্টির পক্ষ থেকে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সিনিয়র কো- চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, সর্বশেষ পাওয়া তথ্যমতে এবার জাতীয় পার্টিকে ২৬টি আসন দিতে সম্মত হয়েছে। কিন্তু এতেই সমঝোতা হয় নি। সে কারণে গতকাল সন্ধ্যার পর আবারও বৈঠকে বসে দুই দল। এসব আসনে লাঙ্গল প্রতীকের বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থী থাকবেন না। ২৬টির মধ্যে ২৩টিতে বর্তমানে জাপার সংসদ সদস্য রয়েছে। জানা গেছে, বর্তমান জাতীয় সংসদে জাতীয় পার্টির ২৭জন সংসদ সদস্য আছেন। সেখান থেকে ৪ জন সংসদ সদস্য বাদ যাচ্ছেন। এই ৪ জনের মধ্যে রওশন এরশাদ ও রাহগির আল মাহি সাদ এরশাদ এবার নির্বাচন করছেন না। জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান (রাঙ্গা) ও রুস্তম আলী ফরাজী দল থেকে বাদ পরেছেন। তাদেরও দল মনোনয়ন দেয় নি।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সূত্র জানিয়েছে, একাদশ সংসদে ঢাকা-৪ ও ৬ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছেন। এবারও এ দুটো আসন ছাড় দিতে যাচ্ছে আওয়ামী লীগ। এ ছাড়া নতুন করে যুক্ত হতে পারে ঢাকা-১৮। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী ও দলের উপদেষ্টা শেরিফা কাদের। এছাড়া দলটি ঢাকা-১৭ আসনও দাবি করেছে। নবম সংসদে আসনটির এমপি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সূত্র আরো জানায়, জোটের শরিক, জাপাসহ আসন ছাড় পাওয়া অন্য দলগুলো নৌকার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না হলেও সব আসনেই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ভোটের লড়াই করতে হবে। এসব দলগুলো স্বতন্ত্রর সঙ্গেও লড়াই করতে রাজি নয়। তারা আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সমন্বয় করা আসনগুলোতে স্বতন্ত্র প্রত্যাহারের অনুরোধ করে চলেছেন। স্বতন্ত্র প্রত্যাহারে আওয়ামী লীগ কোনো দলের সঙ্গেই আপস করতে রাজি নয়। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্বতন্ত্র কোনো প্রার্থী বসিয়ে দেওয়ার কারো কোনো অনুরোধ তিনি রাখতে পারবেন না। কারণ, নিজের দলের অনেকেরও স্বতন্ত্র তুলে দেওয়ার বিশেষ অনুরোধ তার কাছে ছিল। তাদের অনুরোধও রাখেন নি তিনি।

জানা গেছে, এবার ঢাকা-৪ ও ৬ আসনে নৌকার প্রার্থী হিসেবে রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন ও সানজিদা খানম। আর ঢাকার এই দুটির বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ ও আবু হোসেন বাবলা। ইতিমধ্যে সাঈদ খোকন গণমাধ্যমকে বলেছেন, যে ওই আসনে দল যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেবেন তিনি। কিন্তু ওই আসন দুটিতে আওয়ামী লীগ তার দলীয় প্রার্থী সরালে তৃণমূলে ক্ষোভ বাড়বে বলেই মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঢাকা-৬ আসনের অধিনে গেন্ডারিয়া, সূত্রপুর, ওয়ারী থানা। এ থানা সমূহের কয়েকজন আওয়ামী লীগের নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আর জাতীয় পার্টির কাউকে ওই আসনের সংসদ সদস্য হিসেবে চান না।

ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব আওলাদ হোসেন। ওই আসনে যদি নৌকার প্রার্থী সরিয়ে নেওয়া হয় তবে আওলাদ হোসেনের সঙ্গেই জাতীয় পার্টির মূল লড়াই হবে বলে ধারনা করা হচ্ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

অশান্ত মণিপুরে সেনা টহল

অশান্ত মণিপুরে সেনা টহল

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী