সড়কের উপর ময়লার ভাগাড়
১৮ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ নম্বর ওয়ার্ডের বড় সমস্যা প্রধান সড়কের উপর ময়লার ভাগাড়। ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের এই ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ১০০ গজের মধ্যেই ময়লার ডাম্পিং থাকার কারণে নানা ধরনের কথা বলছেন এই এলাকার মানুষ। এলাকাবাসী বলছেন, কাউন্সিলরসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বশীল ব্যক্তিরা যেন অন্ধ। দেখেও না দেখার ভান করছেন। দীর্ঘদিন এমনভাবে রাস্তার উপর ময়লা রাখা হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কলোনীর প্রধান সড়কে এমন ময়লার স্তুপ থাকার ভোগান্তি বাড়ছে এই এলাকার মানুষের। বিদ্যালয়ের আশেপাশে ময়লা-আবর্জনা গুরুত্বপূর্ণ এই স্থানে ফেলার কারণে এমন স্তুপ হয়েছে। দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। আবর্জনার স্তুপ সরাতে কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। স্কুলে যেতে হলে নাক চেপে যেতে হয় শিক্ষার্থীদের। এত দুর্গন্ধ, বলার বাইরে। দ্রুত এ স্থান থেকে বর্জ্যরে ভাগার অপসারণের দাবি জানান স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, মতিঝিলের টিএন্ডটি স্কুলের সামনের সড়কে দীর্ঘদিন ধরেই রাস্তার ওপর রাখা হচ্ছে ময়লা। ঢাকা দক্ষিণ সিটির ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এলাকার গৃহস্থালী ময়লা এখানে রাখা হচ্ছে। দুই ওয়ার্ডের ময়লা এখানে রাখার কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারী লোকজনকে। এই এলাকার আশে পাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকার পরও এভাবে ময়লা আবর্জনা রাখার কারণে বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থী ও অভিভাবকদের পড়তে হচ্ছে সমস্যায়। সকাল বেলা বাসা-বাড়ি থেকে ভ্যানগাড়ি করে ময়লা আনার পর এই রাস্তার ডাম্পিং স্টেশনে রাখা হয়। সেই ময়লা ডাম্পিং স্টেশনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে। এমন পরিচ্ছন্নতা কার্যক্রম পুরো সময় ঢাকা শহরকে যেন আরও বেশি অপরিচ্ছন্ন ও বসবাস অনুপযোগী করে তুলছে। সেখানে প্রতিদিন বিভিন্ন এলাকার ময়লা ভ্যানে করে জমা করা হয়। জমা করে রাখা গৃহস্থালী ময়লা রাস্তার উপর পড়ে যানবাহন চলাচল ব্যাহত করে। পরবর্তীতে এসব ময়লা ডিএসসিসির ময়লার গাড়িতে করে নেয়া হয়। আর এই ময়লা নেয়া আনার সময় রাস্তার উপর ময়লা পরে নষ্ট হচ্ছে সড়ক। ময়লার তরল পানিতে দুর্গন্ধ ছড়িয়ে পরছে চারদিকে। এসব ভ্যান থেকে উপচে পড়ছে ময়লা, ময়লা থেকে চুইয়ে পড়ছে দুর্গন্ধময় পানি। এসব ময়লার ভ্যান প্রধান সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। পঁচা দুর্গন্ধে চলাচল করতে বেগ পেতে হয় স্থানীয়দের।
ময়লা ফেলতে আসা এক ভ্যানচালক বলেন, বিভিন্ন এলাকা থেকে ময়লা নিতে আমাদের অনেক সময় লেগে যায়। অনেক বাসায় গিয়ে বিভিন্ন তলা থেকে ময়লা আনতে হয় এসব ময়লা ড্রামে ভরে ভ্যানগাড়িতে করে নিয়ে আসি তা এখানে এসে রাখা হয়। এখান থেকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। উঠানো নামানোর সময় রাস্তায় পড়ে দুর্ঘন্ধ সৃষ্টি হয়।
এই স্থান দিয়ে নিয়মিত যাতায়াত করেন ফরহাদ আহমদ। তিনি জানান, আমাকে এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করতে হয়। দুর্গন্ধের কারণে অনেক কষ্ট করে যাতায়াত করি। বাধ্য হয়েই ময়লা-আবর্জনার স্তুপের পাশ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। একই স্থানে দিনের পর দিন ময়লা রাখার কারণে এই নোংড়া থাকে সব সময়। এসব ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের এক অভিভাবক রফিকুল ইসলাম ইনকিলাবকে বলেন, রাস্তার উপর ময়লা রাখার কারণে এই সড়ক দিয়ে চলাচল করতে অসুবিধা হয়। ময়লার দুর্ঘন্ধর কারণে হাঁটা যায় না। ময়লা রাখার কারণে এখানকার ফুটপাথও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিনই এই এলাকা দিয়ে চলাচল করতে হয়। কাউন্সিলর অফিসের এতো কাছে তবুও কোনো প্রতিকার করা হচ্ছে না।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর ইনকিলাবকে বলেন, রাস্তার উপর ময়লা রাখার কারণে যানবাহন চলাচল ও লোকজনের চলতে অনেক সমস্যা হচ্ছে। আসলে কিছু করার নেই এই এলাকায় ময়লা রাখার কোনো নির্দিষ্ট জায়গা নেই। জয়গা না থাকার কারণে রাস্তার উপরেই ময়লা রাখা হচ্ছে। আমার ওয়ার্ডে কোন ব্যক্তিগত জমি নেই সবই সরকারি কলোনি তাই ইচ্ছা থাকা সত্বেও ময়লা ফেলার জন্য জায়গার অভাবে অন্যত্র সরানো যাচ্ছে না। তবে এ বিষয়ে আমার চেষ্টার কোন ত্রুটি নেই। আমি বিভিন্ন দফতরের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি। সর্বশেষ পিডব্লিউডি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে তারা অচিরেই কিছু পুরনো ভবন ভেঙে নতুন ভবন তৈরি করবে। তখন ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট জায়গা পাবো বলে আশা করছি। রাস্তায় এ ধরনের আর সমস্যা থাকবে না বলে আমার বিশ্বাস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ