ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
চট্টগ্রামে ৯ জনের প্রার্থিতা প্রত্যাহার

জোটের সমীকরণে কপাল পুড়ল সালাম-নোমানের

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১৮ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম

আওয়ামী লীগের এম এ সালাম, নোমান আল মাহমুদসহ চট্টগ্রামে নয়জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। জোট-মহাজোটের সমীকরণে কপাল পুড়েছে ৪ আলোচিত প্রার্থীর। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রামে আলোচনার শীর্ষে থাকা হাটহাজারীর আসনের নৌকা প্রার্থী এমএ সালাম, চান্দগাঁও-বোয়ালখালী আসনের নোমান আল মাহমুদ এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া প্রার্থীতা প্রত্যাহার করেছেন। চট্টগ্রাম-১ আসনে নৌকার প্রার্থী মাহাবুব উর রহমান রুহেলকে সমর্থন জানিয়ে দলটি এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন নেতারা। এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমও হাটহাজারী আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন। গতকাল রোববার চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে গিয়ে ৯ প্রার্থীর পক্ষে তাদের রাজনৈতিক প্রতিনিধিরা প্রত্যাহারপত্র জমা দেন।

চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি সাংবাদিকদের বলেন, মোট ৮৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাইবাছাইয়ে ১৬ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছিল। সেক্ষেত্রে ৭২ জনের মনোনয়ন বৈধ হয়েছিল। দুই বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপীল হয়েছিল। মোট ১৮টি আপীল হয়েছিল নির্বাচন কমিশনে। সেখান থেকে ৭ জনের প্রার্থীতা ফিরে পান। মোট ৭৯ জন প্রার্থীতা ছিল, শেষ মুহূর্তে এরমধ্যে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

অপরদিকে চট্টগ্রামের ৬টি আসনের রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার। সেখানে ৪ জনের প্রার্থীতা প্রত্যাহার করা হয়। সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিলীপ বড়ুয়ার পক্ষে প্রত্যাহারপত্র জমা দেন মীরসরাই উপজেলা সাম্যবাদী দলের যুগ্ম আহ্বায়ক রনজিৎ বড়ুয়া। তিনি জানান, আমরা ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের ১৪ দলের বৈঠক হয়েছে, তার ধারাবাহিকতায় মীরসরাই আসন থেকে সাম্যবাদী দলের প্রার্থীতা প্রত্যাহারপত্র জমা দিয়েছি। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও আমরা নৌকার বিজয়ে কাজ করব। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ইসলামী ফ্রন্টের প্রার্থী এমএ মতিন। তবে তার চট্টগ্রাম-১২ আসনের মনোনয়ন বহাল আছে। ফটিকছড়ি আসনের প্রার্থীতা প্রত্যাহারপত্র তার পক্ষে দাখিল করেছেন দলটির ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম ভূঁইয়া। একই আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাজহারুল হক শাহ চৌধুরী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ইবরাহিমের পক্ষে প্রার্থীতা প্রত্যাহারপত্র দাখিল করা হয়েছে। এ প্রার্থী কক্সবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বীতার জন্য সেখানেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই আসন থেকে তিনি ভোট করবেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

এই আসনে দলীয় মনোনয়ন পান সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম। কিন্তু মহাজোটের শরিক দল হিসেবে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের প্রার্থীতা বহাল থাকায় আওয়ামী লীগ প্রার্থী সালামের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া হয়।

চট্টগ্রাম ৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের দলীয় প্রার্থী নোমান আল মাহমুদের প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে। সেখানে জাতীয় পার্টি থেকে সোলায়মান আলম শেঠকে মনোনয়ন দেওয়া হয়। শরিক দলের হিসেবে এ আসনটিও ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে জাসদের দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে চট্টগ্রাম ১১ (বন্দর-পতেঙ্গা) আসনের জাসদ প্রার্থী জসিম উদ্দিন হায়দার এবং চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের মোস্তফা কামাল চৌধুরীর প্রার্থীতা প্রত্যাহারপত্র দাখিল করেছেন তাদের নেতাকর্মীরা। এছাড়া বাঁশখালী আসনের স্বতন্ত্র প্রার্থী মুহম্মদ এমরানুল হক তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

অশান্ত মণিপুরে সেনা টহল

অশান্ত মণিপুরে সেনা টহল

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

মার্কিনিদের লেবানন ছাড়ার আহ্বান

মার্কিনিদের লেবানন ছাড়ার আহ্বান