জড়িত ২৫টি চক্রের দুই শতাধিক সদস্য

চোরাই আইফোনের যন্ত্রাংশ পাচার হচ্ছে ভারত-চীন-দুবাইয়ে

Daily Inqilab সাখাওয়াত হোসেন

২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম

ছিনতাইকৃত ও চোরাই আইফোনসহ দামি মোবাইলের যন্ত্রাংশ খুলে বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। লোকেশন ট্র্যাকিং এড়াতে এ ধরনের কাজ জড়িত ২৫টি চক্রের দুই শতাধিক সদস্য। এদের কাজ রাস্তায় অস্ত্র ধরে বা যানবাহন থেকে দামি মোবাইল ফোন ছিনতাই করা। এছাড়া কোন বড় অনুষ্ঠান, মসজিদ এমনকি মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত লোকজনের কাছ থেকেও দামি মোবাইল হাতিয়ে নেয়া হয়। বাংলাদেশে আইফোনের প্রতি ঝোঁক থাকলেও চুরি করা আইফোন কিনে যখন ব্যবহারকারী ব্যবহার করতে থাকেন তখন আইনশৃঙ্খলা বাহিনী খুব সহজেই সেই মোবাইলের লোকেশন ট্র্যাক করতে পারে। কিন্তু অপরাধী চক্র দ্রুত সময়ের মধ্যে আইএমইআই নম্বর বদলে ফেলায় দামি মোবাইল শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, এখন পর্যন্ত বিপুলসংখ্যক চোরাই আইফোনসহ বিভিন্ন মডেলের মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে এবং অসংখ্য আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। মোবাইল ফোন চুরি বা ছিনতাই হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায়/ডিবি পুলিশকে জানাতে হবে। আইফোন কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে অফিসিয়াল ফোন দেখে কিনতে হবে। বিক্রেতা অবৈধ বা ভুয়া কি না তা যাচাই করে দেখতে হবে। আইফোন কেনার সময় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে কিনতে হবে। অল্প দামে লোভনীয় অফার পেয়ে চোরাই আইফোন কিংবা কোনো মোবাইল ফোন কিনতে উৎসাহী হবেন না। আইফোন বা মোবাইল চোরচক্র বা চোরাই আইফোন কেনাবেচা চক্রের কোনো তথ্য পেলে নিকটস্থ থানা ও ডিবি পুলিশকে জানানোর জন্য অনুরোধ রইল। মোবাইল ফোন বিশেষ করে আইফোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ড/প্যাটার্ন লক/স্ক্রিন লক/ফিঙ্গারপ্রিন্ট/ফেস লক ব্যবহার করুন ও মাঝে মধ্যে লক/পাসওয়ার্ড পরিবর্তন করুন।
র‌্যাব, ডিবি ও থানা পুলিশের কর্মকর্তারা বলছেন, চোরচক্র বিভিন্ন সভা-সেমিনার, বিয়ের অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, প্রেস ক্লাব, নামিদামি রেস্টুরেন্ট, নামাজের সময় মসজিদ এবং হাসপাতালে আগে থেকে টার্গেট করে। এরপর টার্গেট করা ব্যক্তির কাছ থেকে সুযোগ বুঝে চুরি করে আইফোন। আইফোন চুরির চারটি ধাপ রয়েছে। প্রথম ধাপে, টার্গেট করে বিভিন্ন স্থানে মোবাইল চোরেরা আইফোন চুরি করে। দ্বিতীয় ধাপে, চোরেরা আইফোনগুলো বিভিন্ন চোরাই আইফোন ক্রেতার কাছে বিক্রি করে। তৃতীয় ধাপে, চোরাই আইফোন ক্রেতারা বড় পার্টির কাছে বিক্রি করে। চতুর্থ ধাপে, চুরির পর আইফোনগুলো সিলভার কালারের ফয়েল পেপারে মোড়ায় ও ল্যাপটপে ফ্ল্যাশ মেরে সব ডাটা মুছে ফেলে। এরপর তারা মার্কেটে বিভিন্ন পার্টির কাছে বিক্রি করে।
তারা আরো বলেন, রাজধানীতে শুধু আইফোনসহ দামি ফোন চুরির ২৫টি চক্র রয়েছে। যারা শুধু আইফোনসহ দামি মোবাইল ফোন চুরি করে। এসব ফোন ঢাকার বিভিন্ন মার্কেটের চোরাই দোকানে বিক্রি করে চোরেরা। আবার ভারত, চীন কিংবা দুবাইয়ে নিয়েও বিক্রি করছে তারা। এরই মধ্যে একটি চক্রের সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডে নেওয়া হলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাইয়ের জন্য নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বেশ কয়েকটি চোরাই আইফোনও উদ্ধার করা হয়েছে। আইফোন চুরির পর গতি-প্রকৃতি বা লোকেশন যাতে আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করতে না পারে সেজন্য সিলভার কালারের ‘ফয়েল পেপারে’ মুড়িয়ে রাখছে চোরচক্র। এতে আইফোনের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। অভিনব এ উপায়ে একাধিক চক্র আইফোন চুরি করছে এভাবে।
সিআইডির একজন কর্মকর্তা ইনকিলাবকে বলেন, রাজধানীতে বিভিন্ন নামিদামি মোবাইল মার্কেটের দোকানে চোরাই মোবাইল কেনাবেচা হচ্ছে। কেউ অর্ডার করলে ৭ থেকে ১৫ দিনের মধ্যে এসব দোকান থেকে ক্রেতারা কাঙ্খিত আইফোন পান। তবে সেটি চোরাই। যার কোনো বক্স কিংবা কেনার রশিদ থাকে না। এসব দোকানি ক্রেতাদের বলেন, এসব আইফোন লাগেজে করে বিদেশ থেকে এসেছে এজন্য মোবাইলগুলোর কোনো বক্স, টাকার রশিদ কিংবা চার্জার নেই। এ সব ফোন ক্রয় করে অনেকেই প্রতারণায় শিকার হচ্ছেন। অনেক সময় জড়িত অপরাধীরা ধরা পড়লেও ওই ব্যক্তিও (চোরাই মোবাইল ফোন ক্রয়কারি) হয়রানির শিকার হচ্ছেন।
তিনি বলেন, আইএমইআই পরিবর্তন করতে না পারায় ও আইফোনের খুচরা পার্টসের অনেক বেশি চাহিদা থাকায় মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন দোকানে মোবাইলের যন্ত্রাংশ যেমন- মাদারবোর্ড, ক্যামেরা, স্পিকার, চার্জার লজিক, ডিসপ্লে ও অন্য খুচরা যন্ত্রাংশ বিক্রি করে। আইফোন চুরির পর গতি-প্রকৃতি বা লোকেশন যাতে আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করতে না পারে সেজন্য সিলভার কালারের ‘ফয়েল পেপারে’ মুড়িয়ে রাখছে চোরচক্র। এতে আইফোনের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। অভিনব এ উপায়ে একাধিক চক্র আইফোন চুরি করছে এভাবে।
গত ১৬ অক্টোবরের ঘটনা। বঙ্গভবনের রাস্তা ধরে রিকশাযোগে ওয়ারীর বাসায় ফিরছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল। এ সময় তিনি ফোনে কথা বলছিলেন। হঠাৎই পেছন থেকে আসা মোটরসাইকলে আরোহী দুই দুর্বৃত্ত টান দিয়ে সোহেলের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ছিনতাই হওয়া তার মোবাইলটি প্রোম্যা´্র আইফোন-১৩ মডেলের। এ ব্যাপারে তিনি মামলা করতে চাইলেও পুলিশ মামলা নিতে অস্বীকার করেন। মতিঝিল থানার ওসি মোবাইল ফোনটি উদ্বারের নিশ্চয়তা দিয়ে পরদিন ১৭ অক্টোবর মতিঝিল থানায় জিডি নং-১১৭৬ গ্রহন করে তার দায়িত্ব শেষ করেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারে দেখা যায় ফোনটি মাঝে মধ্যেই অন করা হচ্ছে। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত পুলিশ ফোনটি উদ্ধারে কার্যকর ভ’মিকা রাখতে ব্যর্থ হয়।
গত ১৮ নভেম্বর সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য স্কয়ার হাসপাতালে ডাক্তার দেখানোর সময় ফয়জুন নাহার ফাতেমার নিজের আইফোন-১৩ প্রো চুরি হয়। এরপর তিনি শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অধিগ্রহণ করে রাজধানীর পরিবাগ ও হাতিরপুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফয়জুন নাহার ফাতেমার আইফোনসহ ৪৬টি আইফোন উদ্ধার করে। তার স্বামী রিয়াদ হাসান বলেন, স্কয়ার হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করছিলাম আমরা। এসময় আমার স্ত্রী তার চেয়ারে হাতব্যাগটি রেখে পাশেই রিসিপশনে যান তার সিরিয়াল কখন জানতে। হাতব্যাগটির মধ্যে ৯৮ হাজার টাকা মূল্যের ফোনটি ছিল। রিসিপশন থেকে এসে দেখেন ফোন ও ব্যাগ কিছুই নেই। আমরা হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পাই এক যুবক ব্যাগটি নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে। ফুটেজে দেখা গেছে আগে থেকেই ওই যুবক টার্গেট করছিল আমাদের।
গত ২৬ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে আইফোন হারান সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান। চুরির ঘটনায় পরে সাকিব শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেন। জিডি নম্বর-১৯১৩। শেরেবাংলা নগর থানার ওসি আহাদ আলী বলেন, এখন পর্যন্ত সাকিব আল হাসানের চুরি হওয়া আইফোনটি উদ্ধার করা যায়নি। গত ৩০ মে রাজধানীর বিজয় সরণিতে ছিনতাইয়ের শিকার হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তার হাতে থাকা আইফোনটি ছিনতাই হয়। প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রীর আইফোনটি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
কী আছে তৌফিকার লকারে?
চট্টগ্রামসহ সারা দেশের পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে: পরিবেশ উপদেষ্টা
আরও

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

কী আছে তৌফিকার লকারে?

কী আছে তৌফিকার লকারে?

ঘটনার তিনদিন পর থানায় মামলা

ঘটনার তিনদিন পর থানায় মামলা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ