নৌকার ছাড়ের পরও কঠিন চ্যালেঞ্জে জাপা মহাসচিব চুন্নু
২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আসন সমঝোতার কারণে এ আসনে নৌকার প্রার্থী মো. নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু এখানে মাঠে রয়েছেন আওয়ামী লীগের তিনজন স্বতন্ত্র প্রার্থী। তারা নিজ নিজ অবস্থান থেকে প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন। নৌকার ছাড়ের পরও ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন তারা। আওয়ামী লীগের ভোটব্যাংককে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন তারা। এছাড়া তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সমঝোতার চেষ্টাও শুরু করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ রকম পরিস্থিতিতে এবার জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্বাচনী বৈতরণী পার হওয়া সহজ হবে না বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ ও ভোটারেরা। অনেকের মতে, কৌশল করে নৌকাকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখলেও স্বতন্ত্র প্রার্থীরা চুন্নুর জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারেন। এবার এখানে কঠিন চ্যালেঞ্জে পড়তে হতে পারে জাতীয় পার্টির মহাসচিবকে।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে এ আসনে মুজিবুল হক চুন্নুসহ ৭ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছেন। তাদের মধ্যে তিনজন দলীয় এবং চারজন স্বতন্ত্র। চারজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিনজনই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা হলেন- যুক্তরাজ্যের সাবেক সিভিল সার্ভিস অফিসার ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ গোলাম কবির ভূঁইয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এডিসি মেজর (অব.) মো. নাসিমুল হক এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক হায়দার। তাদের মধ্যে ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঞার প্রতীক (কেটলি), মেজর (অব.) মো. নাসিমুল হক এর প্রতীক (কাঁচি) ও মোহাম্মদ মাহফুজুল হক হায়দার এর প্রতীক (ঈগল)। এছাড়া এনপিপি প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী ওমর ফারুক এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো. রুবেল মিয়া ভোটের লড়াইয়ে রয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের পাঁচবারের সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মুজিবুল হক চুন্নু। এর মধ্যে সর্বশেষ তিনটি নির্বাচনে মহাজোট সঙ্গী হিসেবে তার বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। ফলে তিনি জয়ের হেট্রিক লাভ করেন। এর আগে এরশাদ জামানায় ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর বাইরে ১৯৯১ সালের ৫ম, ১৯৯৬ সালের ১২ জুনের ৭ম ও ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হেট্রিক পরাজয়ের স্বাদ পান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের ইতিহাসে সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চারটি নির্বাচনের মধ্যে তিনটি নির্বাচনেই মুজিবুল হক চুন্নু পরাজিত হয়েছেন। এর মধ্যে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তিনি নির্বাচনী বৈতরণী পার হতে পেরেছেন। এছাড়া মুজিবুল হক চুন্নু বাকি যে চারটি নির্বাচনে জয়লাভ করেছেন, চারটি নির্বাচনই বিতর্কিত। বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া ১৯৮৬ সালের ৩য়, আওয়ামী লীগ ও বিএনপিসহ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া ১৯৮৮ সালের ৪র্থ, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীর জোটের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া বিনাভোটের ২০১৪ সালের ৫ই জানুয়ারির ১০ম এবং রাতের ভোটের ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। আওয়ামী লীগের সাথে আসন সমঝোতার অংশ হিসেবে তার আসন থেকে নৌকার প্রার্থীকে প্রত্যাহারও করা হয়েছে। এরপরও স্বস্তিতে নেই জাতীয় পার্টি। কেননা, টানা তিনবার আসনটি চুন্নুকে ছেড়ে দেওয়ার পর এবারও আসনটিতে তাকে ছাড় দেয়ায় দলের সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ এবং নাখোশ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ তৃণমূল। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তিনজনকে একই মঞ্চে এনে তাদের মধ্যে থেকে সমঝোতার ভিত্তিতে একজনকে নিয়ে এগোনোর পথে হাঁটছেন নেতাকর্মীরা। এ প্রক্রিয়ায় কয়েকদফা বৈঠকেও মিলিত হয়েছেন করিমগঞ্জ ও তাড়াইল এই দুই উপজেলার আওয়ামী লীগ নেতারা। বিষয়টি নিয়ে কথা হলে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি বলেন, আমি ছাত্রলীগ থেকে ২০০৪ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। কিন্তু আমি এখন পর্যন্ত সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে পারিনি। এবারও সে সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। তবে এবার আমরা চেষ্টা করছি, যেহেতু আওয়ামী লীগের তিনজন মনোনয়নপ্রত্যাশী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের কোন একজনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে তার মার্কাকেই নৌকা ভেবে নির্বাচনের মাঠে নামার। সে রকমটি হলে অবশ্যই এখানকার ফলাফল এবার উল্টো হবে।
এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা হলে তারা জানান, নির্বাচনী জোটের দরকষাকষিতে জাতীয় পার্টির প্রার্থীর জন্য নির্বাচনে নৌকা মার্কা না রাখা হলেও সংখ্যাগরিষ্ঠ আওয়ামী ভোটার অধ্যুষিত এ আসনে আওয়ামী লীগের রয়েছে বিশাল কর্মীবাহিনী। আওয়ামী লীগ ক্ষমতাসীন হলেও সংসদ সদস্য অন্য দলের হওয়ায় স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা ইস্যুতে সরকারদলীয় নেতাকর্মীরা চরমভাবে উপেক্ষিত হয়ে আসছেন। এছাড়া দলের মধ্যেও এমপিপন্থী একটি উপদল তৈরি হয়েছে। ফলে জাতীয় পার্টিকে ঘিরে এখানে চরম সঙ্কটে রয়েছে আওয়ামী লীগ। এ অবস্থায় নির্বাচনে দলীয় প্রার্থী না থাকলেও জাতীয় পার্টির প্রার্থী মুজিবুল হক চুন্নুকে তারা এবার আর ভোট দিতে চান না। তারা বিকল্প হিসেবে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকছেন। এখন তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তারা সমঝোতা চান, যেন আওয়ামী লীগ নেতাকর্মীরা নিশ্চিত বিজয় নিয়ে ঘরে ফিরতে পারেন। সে রকম একটি পরিবেশ তৈরি হবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ