মাঠে এগিয়ে গাজী পাত্তা পাচ্ছেন না তৈমূর
২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম
রাজধানী ঢাকার কাছের রূপগঞ্জ। নানা কারণে রূপগঞ্জ এখন ভিআইপি এলাকা হিসাবে পরিচিতি। শিল্পকারখানা, আবাসন কোম্পানীসহ বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে রূপগঞ্জে। রূপগঞ্জেই গড়ে উঠেছে মালয়েশিয়ার আদলে গড়ে উঠা পূর্বাচল উপশহর। আর এসব কারণে অনেকের চোখ পড়ছে রূপগঞ্জে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) নির্বাচনী এলাকা। গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) রূপগঞ্জ আসন থেকে গতবার তিনবারই নৌকার মনোনয়ন পেয়েছেন।
এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকে চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। মনোনয়ন পেয়েই গোলাম দস্তগীর গাজী ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। গোলাম দস্তগীর গাজী গত ১৫ বছরের উন্নয়নের কারণে ভোটাররাও তাকে সাদরে গ্রহণ করছেন বলে স্থানীরা জানান। এ কারণে গাজী নির্ভার হয়ে অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। হেভিওয়েট প্রার্থীদের মাঝে নৌকার পরেই রয়েছে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া ও জাতীয় পার্টি থেকে সাইফুল ইসলাম। এদিকে, তৃণমূল বিএনপি থেকে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার রূপগঞ্জ থেকে নির্বাচন করছেন। তিনিও প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তবে, বিএনপি থেকে বহিস্কৃত তৈমূর নির্বাচনী মাঠে পাত্তাই পাচ্ছে না। বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তৈমূরকে মিরজাফর ও দালাল বলে আখ্যায়িত করছেন বলে জানা গেছে।
সরেজমিনের ঘুরে জানা গেছে, রূপগঞ্জের ফুটপাত-চায়ের দোকান থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরা ও অন্দরমহলে চলছে নানা গুঞ্জন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) মাঠদখলে অনেকটাই রয়েছে। সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা গাজীর পক্ষে কাজ করে যাচ্ছেন। এর অন্যতম কারণ রূপগঞ্জ উপজেলায় আমুল পরিবর্তন। গত দেড় যুগে গোলাম দস্তগীর গাজী পাল্টে দিয়েছে রূপগঞ্জের চিত্র। একসময়ের জরাজীর্ণ একটি উপজেলাকে বদলে দিয়েছেন গাজী।
স্থানীয় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বলেন, গোলাম দস্তগীর গাজী সবদিক দিয়ে ফিট। ওনি তিনবারের সংসদ সদস্য, খেতাবপ্রাপ্ত রণাঙ্গনের বীরপ্রতিক, ওয়ান-ইলেভেনে নিজের জীবন বাজী রেখেছেন নেত্রীর জন্য, দেশের হাতেগোনা শিল্পপতিদের একজন, নিজ এলাকায় যথেষ্ট সময় দেন। উন্নয়নের রোল মডেল গড়ে তুলেছেন তিনি।
অপরদিকে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া। দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীকে রূখতে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাকর্মী ও গোলাম দস্তগীর গাজীর প্রতি অসোন্তষ থাকা নেতাকর্মীদের শাহজাহান ভুইয়ার পক্ষে রয়েছে। পদবঞ্চিত নেতাকর্মীরা শাহজাহান ভুইয়ার পক্ষে কাজ করে যাচ্ছে। শাহজাহান ভুইয়া তার নিজস্ব নেতাকর্মীদের নিয়ে মাঠ গোছাচ্ছে। নৌকার প্রার্থীর জয়ের পথে সবচেয়ে বাধা হতে পারে একমাত্র স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভুইয়া।
এছাড়া জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রূপগঞ্জ থেকে নির্বাচন করছেন। সাইফুল ইসলাম জাতীয় পার্টির নিষ্ক্রিয় নেতাকর্মীদের সক্রীয় করে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন। সাইফুল ইসলাম প্রতিদিনই নেতাকর্মীদের সাথে দেখা করে তাদের চাঙ্গা করছেন।
স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শাহজাহান ভুইয়া বলেন, রূপগঞ্জে সন্তানই রূপগঞ্জের এমপি হবেন। জনগণের এ চাওয়ার পূরণ করতে আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি নির্বাচনে জয়ে ব্যাপারে আশাবাদী।
বিএনপি থেকে বহিস্কৃত হওয়ার পর তৃণমূল বিএনপিতে মহাসচিব হিসেবে যোগ দেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে নির্বাচন করছেন। তৈমূর আলম খন্দকার বিএনপির নেতাকর্মীদের নিয়ে নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালাচ্ছেন। তৈমূর আলম খন্দকার নির্বাচনী মাঠে থাকলেও ভোটারদের কাছে তেমন পাত্তা পাচ্ছে না তিনি। তবে তৈমূর আলম খন্দকার প্রতিদিনই নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে ও সাধারণ মানুষের কাছে গিয়ে মাঠ চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছে।
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি রূপগঞ্জে গ্যাস এনেছি। বিআরটিসির চেয়ারম্যান থাকাকালীন রূপগঞ্জের মানুষকে চাকরি দিয়ে ২৬ মাস জেল খেটেছি। আমি হাইকোর্টে রিট করে ভূমিদস্যুদের বালু ভরাট বন্ধ করেছি। রূপগঞ্জের মানুষ চায় আমি রূপগঞ্জ থেকে নির্বাচন করি। আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে বদলে দিবো।
জাপা প্রার্থী সাইফুল ইসলাম বলেন, আমি নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পার্টিকে রূপগঞ্জ আসন উপহার দিতে চাই। আমি নির্বাচিত হলে রূপগঞ্জের শিক্ষাখাতকে উন্নয়ন করবো। রূপগঞ্জের রাস্তাঘাট, মসজিদ মাদরাসার উন্নয়ন করবো। রূপগঞ্জ থেকে মাদকের বিস্তার নিমূল করবো।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনটি এক সময় বিএনপির ঘাঁটি ছিলো। ২০০৬ সাল থেকে আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রাজপথ দখল করে আন্দোলন সংগ্রাম শুরু করি। এরপর দল আমাকে মনোনয়ন দেয়ার পর বিপুল ভোটে বিজয়ী হই। পরে পরপর ৩ বার জনগণের ভোটে নির্বাচিত হই। বর্তমানে এ আসনটিতে আমার নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন অনেক শক্তিশালী। পরে আবার বিবেধ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিয়েছি। এবারও তাই হবে বলে আশা করছি। এক সময়কার অবহেলিত এই রূপগঞ্জকে সাজাতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। বর্তমানে এখানে পুর্বাচল উপশহর, নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠা, ভুলতা ফ্লাইওভার নির্মাণ, গাজী সেতু, কাঞ্চন সেতু, পুর্বাচল এক্সপ্রেসওয়ে, রাস্তাঘাট প্রস্তস্থ্যকরণ, নতুন নতুন রাস্তা নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ, কর্মসংস্থানসহ নানা উন্নয়ন হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ