বাংলাদেশের অগ্রগতিতে প্রবাসীদের সহযোগিতা অপরিহার্য
২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০১ এএম
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন বিজনেস আমেরিকার ও প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের আয়োজনে দুবাইয়ের মিলিনিয়াম প্লাজা হোটেলে গত শুক্র ও শনিবার দু’দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল বিজনেস কনফারেন্স। আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মতামত ও প্যানেল আলোচনায় ব্যবসা সম্প্রসারণ, রেমিট্যান্স প্রেরণ বৃদ্ধির পাশাপাশি দেশে বিনিয়োগের বিষয়টি বেশ গুরুত্বের সাথে ওঠে আসে। কনফারেন্সে যোগদান করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দু’শতাধিক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী।
সম্মেলনে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহবান জানান তিনি বলেন, বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে যে স্কিল বা দক্ষতা রয়েছে তা পরস্পরের মধ্যে আদান-প্রদানের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন করতে পারে।
দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেছেন, এ কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে একটা কানেক্টিভিটি সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এ কানেক্টিভিটি কাজে লাগাতে পারবে।
নতুন প্রজন্মকে আমাদের জাতিসত্তা ও শিকড়ের সাথে যোগসূত্র গঠনের লক্ষ্যে এনআরবি ওয়ার্ল্ড এর জন্ম বলে জানান এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি সাহীদুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন নীল হুরেজাহান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে ভয়েস অব আমেরিকার খ্যাতনামা সাংবাদিক ও এনআরবি ওয়ার্ল্ড-এর উপদেষ্টা রোকেয়া হায়দার বলেন, আমরা এখানে ঐক্য হয়েছি একজনের সাথে আরেকজনের যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য। বাংলাদেশীরা প্রথম প্রবাসে আসে জীবিকার জন্য, কিন্তু এখন প্রবাসীরা শিক্ষা ও ব্যবসার ক্ষেত্রে এগিয়ে। প্রতিবছর অনেক নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ক্রমে পাড়ি জমান। এই প্লাটফর্ম হতে পারে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ চলার স্থান।
এনআরবি ওয়ার্ল্ড-এর সভাপতি সাহীদুজ্জামান বলেন, এনআরবি প্রতিষ্টিত হয় প্রবাসী পরবর্তী প্রজন্মকে আমাদের মাতৃভূমির সাথে যোগসূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তিনি আরো বলেন, আমরা সংগঠনটির উদ্যোগ নিয়েছি, কিন্তু এগিয়ে নেওয়া দায়িত্ব আপনাদের। তিনি বলেন, দেশ আমাদের অনেক দিয়েছে, আমরা দেশের কাছে ঋণী। এখন আমাদের সময় এসেছে এই ঋণকে শোধ করার। আর তা সম্ভব এনারবি ওয়ার্ল্ড-এর সাথে যুক্ত হয়ে। তিনি সরকারের কাছে অবিলম্বে এনআরবি কার্ড প্রদানের প্রয়োজনীয়তা ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভাপতি আরো জানান শিগগিরই এনআরবি মোবাইল অ্যাপ উন্মোচন হবে। তিনি সকল প্রবাসীদের কাছে অনুরোধ রাখছেন নতুন প্রজন্মকে জায়গা করে দেয়ার।
সিনেটর শেখ রহমান তার বক্তব্যে বলেন, এখন বিজয়ের মাস। বাংলাদেশ জন্ম না হলে আমিও আজকে ইউএস-এর সিনেটর হতে পারতাম না। তিনি আরো বলেন, আমাদের উচিত আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষা দেয়া। তবে তারা আমাদের সবার সাথে যুক্ত হতে পারবে। যুক্তরাজ্য পার্লামেন্টটিয়াল ফয়সাল চৌধুরী তার বক্তব্যে বলেন, স্বপ্নটাকে বড় করে দেখতে হবে তবে তা আমাদের ধরা দিবে। আমাদের দেশের রাজনীতি প্রবাসে আমাদের বিভক্তি করেছে। আমাদের উচিত আমরা যেখানে বসবাস করি, আমাদের উচিত সেই দেশের রাজনীতির সাথে যুক্ত হওয়া, তবেই দেশ উপকৃত হবে।
কোডাস্ট ট্রাস্ট-এর কর্ণধার আজিজ আহমেদ তার বক্তব্যে বলেন, আমাদের সাথে আমাদের দায়বদ্ধতা আছে। সবাই এগিয়ে আসলেই এ সংগঠনটি এগিয়ে যাবে । সেক্রেটারি জেনেরাল- এনআরবি ওয়ার্ল্ড, মোহাম্মদ আইয়ুব আলী তার বক্তব্যে বলেন, সরকারের কাছে বৈধ পথে টাকা পাঠাতে সকল প্রতিবন্ধকতা দূর করে একটি সুষ্ঠ চ্যানেল তৈরি করার অনুরোধ জানান। দুবাই সরকারের বিশেষ প্রতিনিধি ড. ইসমাঈল বোয়ালহাউস বলেন, দুবাই হচ্ছে পৃথিবীর ইনভেস্টমেন্ট রাজধানী। আমাদের সরকার দুবাইতে সবাইকে বিজনেস করতে সহযোগিতা করে থাকেন। যে কেউ ইচ্ছে করলেই কম খরচে দুবাইতে বিজনেস শুরু করতে পারেন।
হেমি হোসাইন, জহির উদ্দীন, বশির আহমেদ, রেহাজ রেজা, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসাইন, আশিক কুমার সরকার, স্বাধীন ল্যাব এর বাংলাদেশ প্রধান হাসানুর রহমান এনআরবি ওয়ার্ল্ড এর ওয়েবসাইট উন্মোচন করেন। অনুষ্ঠানে আগত অতিথিরা বিজনেস আমেরিকা ম্যাগাজিন ২০২৩ এর মোড়ক উন্মোচন করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ